কলকাতা: টাকা পয়সা নিয়ে অনেকে খুব শৌখিন থাকেন, অনেকে আমার মারাত্মক পয়সার হিসেব করে থাকেন। অনেকে নতুন গ্যাজেট, ডিজাইনার পোশাক যেমন খরচ করে থাকেন, অনেকে আবার প্রয়োজনেও টাকা খরচ করেন না। আবার কেউ কেউ এমনও আছেন যাঁরা জলের মতো টাকা খরচ করেন।
সিংহ রাশি- মুক্ত আকাশের পাখি এই রাশির জাতকরা। অ্যাডভেঞ্চর ভালোবাসেন। একটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে অপর অ্যাডভেঞ্চরের পরিকল্পনা শুরু করে দেন এই রাশির জাতকরা। সমৃদ্ধ ও প্রাচুর্যের গ্রহ বৃহস্পতির দ্বারা চালিত এই রাশির জাতকরা নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করতে ভালোবাসেন। কোথাও বেড়াতে যাওয়ার জন্য প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করে থাকেন এই রাশির জাতকরা। এই রাশির জাতকরা নতুনকে জেনে ও উপভোগ করে জীবন কাটাতে চান। অর্থ এঁদের কাছে ইচ্ছে ও প্রয়োজনীয়তা পূরণের মাধ্যম মাত্র। এই রাশির জাতকরা ভেবেচিন্তে টাকা-খরচ না-করলেও প্রচুর স্মৃতি যত্নে সাজিয়ে রাখেন। এঁদের সঙ্গে কথা বলতে বসলে গল্পের ঝাঁপি খুলে বসতে পারেন এঁরা।
তুলা রাশি- এই রাশির জাতকদের মধ্যে সৌন্দর্য ও রুচিপূর্ণ জিনিসের প্রতি ভালোবাসা লক্ষ্য করা যায়। শুক্র এই রাশির অধিপতি গ্রহ, যা কি না, সৌন্দর্য ও ভালোবাসার কারক গ্রহ। এই রাশির জাতকরা জীবনে সূক্ষ্ম ও সুন্দর জিনিসের প্রতি আকৃষ্ট হন। শিল্প, ফ্যাশনের প্রতি বিশেষ টান রয়েছে এঁদের। বিলাসবহুল রেস্তোরাঁয় খাওয়া-দাওয়া, সুন্দর সাজানো-গোছানো ঘর এই রাশির জাতকদের আকৃষ্ট করে। নিজের চারপাশকে সৌন্দর্যে মুড়িয়ে রাখার জন্য চোখ বন্ধ করে অর্থ ব্যয় করতে পারেন এই রাশির জাতকরা।
ধনু রাশি- এই রাশির জাতকরা রাজার মতো জীবনযাপন করতে চান। এই রাশির জাতকরা সৃজনশীল ও নিজেকে প্রকাশ করতে পিছ পা হন না। এই রাশির জাতকরা নিজের প্রতি সকলের দৃষ্টি আকর্ষণ করতে চান। এমনকি ভিড়ের মধ্যে নিজের উপস্থিতি কী ভাবে সকলের নজরে আনা যায়, তাতে সচেষ্ট থাকেন। এই অগ্নি চিহ্নের রাশির জাতকরা বিলাসিতা পছন্দ করেন। বিলাসবহুল সামগ্রী লাভের জন্য টাকা খরচ করতে মোটেও দ্বিধা বোধ করেন না এঁরা। যে পোশাক ও বস্তুতে তাঁরা গ্ল্যামারাস দেখাবেন, তা লাভের জন্য প্রচুর টাকা খরচ করে থাকেন এই জাতকরা। নিজের খুশি ও সামাজিক মর্যাদা বজায় রাখার জন্য অর্থ ব্যয় করেন এই জাতকরা। প্রাণ খুলে বাঁচতে চান এঁরা।
মীন রাশি- মীন রাশির জাতকরা স্বপ্ন দেখতে ভালোবাসেন। যে কাজের মাধ্যমে নিজের ফ্যান্টাসিকে কিছুটা হলেও পূরণ করা যায় বা বাস্তব জগৎ থেকে পালিয়ে বাঁচা যায়, সেই কাজে এই রাশির জাতকরা অর্থ ব্যয় করতে পিছপা হন না। উন্নতমানে শিল্প থেকে শুরু করে অভিনব বস্তু সংগ্রহ করার জন্য টাকা খরচ করে থাকেন এই রাশির জাতকরা।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে