মেষ - কালকের রাশিফল (Mesh Rashi): ভোগান্তি বাড়বে। কর্মক্ষেত্রে বন্ধু এবং শত্রু সম্পর্কে ধারণা তৈরি করতে হবে। স্বাস্থ্যের অবনতি হওয়ার আশঙ্কা। সতর্ক থাকতে হবে। ব্যবসার কাজের জন্য টাকা ধার নিতে হতে পারে। বন্ধু নির্বাচনে আরও ভাবনাচিন্তা প্রয়োজন। অন্যের প্রয়োজনে পাশে দাঁড়ান।


বৃষ - কালকের রাশিফল (Brisha Rashi): কর্মক্ষেত্রে বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করুন। নাহলে বিপদে পড়তে পারেন। ঘুমাতে যাওয়া এবং ঘুম থেকে ওঠার সময় নির্দিষ্ট করতে হবে। উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগতে পারেন। ব্যবসার কাজে ভ্রমণের সম্ভাবনা। পারিবারিক সমস্যা বাড়তে পারে। যার জল গড়াতে পারে আদালত পর্যন্ত। 


মিথুন - কালকের রাশিফল (Mithun Rashi): কাজ শেষ করতে দেরি হতে পারে। দীর্ঘদিনের কোনও অসুস্থতা থাকলে, দ্রুত সুস্থ হয়ে উঠবেন। ব্যবসায়ীরা অন্ধের মতো কাউকে বিশ্বাস করবেন না। তাতে ঠকবার আশঙ্কা রয়েছে। সামাজিক সম্মান বাড়বে। পছন্দের কারও সঙ্গে বিরোধ হতে পারে। 


কর্কট রাশি - কালকের রাশিফল (Karkat Rashi): কর্মক্ষেত্রে দক্ষতা দেখাতে পারবেন। হাতের কোনও সমস্যা থাকলে আরও যত্নশীল হতে হবে। ব্যবসায়ীরা তাঁদের অধীনস্থদের প্রতি আরও বেশি সহযোগী মনোভাব দেখাতে হবে। কোনও গুজবে কান দেবেন না। 


সিংহ রাশি - কালকের রাশিফল (Singha Rashi): কর্মক্ষেত্রে সহকর্মীদের সাহায্য পাবেন। ধাপে ধাপে কাজ শেষ করা সম্ভব হবে। চোখের সমস্যা হতে পারে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। ব্যবসয়ীদের যোগাযোগ বাড়ানোর দিকে লক্ষ্য নিতে হবে। তাতেই লাভের মুখ দেখবেন। 


কন্যা রাশি - কালকের রাশিফল (Kanya Rashi): পদোন্নতি হতে পারে। বাইরের খাবার এড়িয়ে চলুন। পেটের সমস্যায় ভুগতে পারেন। যৌথ উদ্যোগে ব্যবসার ক্ষেত্রে পার্টনারের পরামর্শ নিন। সঙ্গীর সঙ্গে সময় কাটান। বিয়ের যোগ রয়েছে। নিজেকে ভাল রাখতে পছন্দের কোনও কাজ করতে পারেন। 


তুলা রাশি- কালকের রাশিফল (Tula Rashi): অফিসে সংক্রান্ত ব্যয়ে নজর দিতে হবে। মূত্র সংক্রমণের সমস্যা হতে পারে। পরিষ্কার শৌচাগার ব্য়বহার করতে হবে। ব্যবসার ক্ষেত্রে অতিরিক্ত ব্যয় করবেন না। তাতে আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন। স্বাস্থ্য ভাল রাখতে ভ্রমণের প্রয়োজনে। হাওয়া বদলে রোগমুক্তির সম্ভাবনা। 


বৃশ্চিক রাশি - কালকের রাশিফল (Vrishchik Rashi): লেখার দক্ষতা বাড়বে। পেটের সমস্যা তরল খাবার খেতে হবে। ব্যবসা বাড়াতে ঋণ নিতে পারেন। পরিবারের সঙ্গে ধর্মীয় কাজে অংশ নিতে পারেন। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কোর্স করতে পারেন। 


ধনু রাশি - কালকের রাশিফল  (Dhanu Rashi): পরিশ্রম ছাড়া সাফল্য আসবে না। আঘাত লাগার আশঙ্কা রয়েছে। তাই সর্তকতার সঙ্গে কাজ করতে হবে। ব্যবসায়ীরা কোনও সরকারি সাহায্য পেতে পারেন। অর্থলাভের সম্ভাবনা রয়েছে। বুদ্ধিমত্তার সঙ্গে সমস্যার সমাধান করতে হবে। 


মকর রাশি - কালকের রাশিফল (Makar Rashi): পদোন্নতি হতে পারে। বদলির সম্ভাবনাও রয়েছে। ধর্মীয় সামগ্রী বিক্রেতারা লাভের মুখ দেখবেন। অযথা চিন্তা করলে শরীর খারাপ হতে পারে। যতটা সম্ভব অন্যের পাশে দাঁড়ান। সাহায্যের হাত বাড়িয়ে দিন। 


কুম্ভ রাশি - কালকের রাশিফল (Kumbh Rashi): স্বাস্থ্য নিয়ে অবহেলা নয়। সময় মতো ওষুধ খেতে হবে। কোনওভাবেই অবহেলা করলে চলবে না। তাতে স্বাস্থ্য আরও বিগড়ে যেতে পারে। ব্যবসায়ীর আর্থিক লাভের মুখ দেখবেন। বাড়ির বর্ষীয়ান সদস্যের যত্ন নিন। পৈতৃক সম্পত্তির ভাগ পেতে পারেন। 


মীন রাশি - কালকের রাশিফল (Meen Rashi): সহকর্মীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে। চোখে ফাঙ্গাসের সংক্রমণ হতে পারে। তাতে সমস্যা বাড়বে। এমন বিষয়ে পড়াশোনা বা কাজ শুরু করতে হবে, যাতে আগ্রহ রয়েছে। পারিবারিক কারণে আদালতে যেতে হতে পারে। 


তথ্যসূত্র - এবিপি লাইভ হিন্দি


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।