অনির্বাণ বিশ্বাস ও সৌমিত্র রায়, কলকাতা: অন্তত দুর্গাপুজো পর্যন্ত রাজ্যে কেন্দ্রীয় বাহিনী রাখার আর্জি শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari Raj Bhawan Abhijaan)। বৃহস্পতিবার 'বাধা' পেলেও আজ, রবিবার ভোট পরবর্তী সন্ত্রাস আক্রান্তদের নিয়ে রাজ্যপালের কাছে রাজভবনে পৌঁছন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে রাজ্যপালের কাছে অভিযোগ করেন, 'সন্ত্রাস চালাচ্ছে তৃণমূলের গুন্ডারা।' এর পরই আবেদন, অনুগ্রহ করে বাংলাকে বাঁচান। আজ যে তিনি রাজভবনে যাবেন, সে কথা আগেই জানিয়েছিলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। বিকেল সাড়ে পাঁচটার মধ্যে তিনি পৌঁছে যান।


বিশদ...
রাজভবনের সামনে, রাস্তায় বিজেপি কর্মী-সমর্থকদেরও দেখা যায় এদিন। কী ভাবে দলীয় কর্মী-সমর্থকদের রাজভবনে ঢোকানো হবে, সেই নিয়ে গাড়ি থেকে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে দেখা যায় শুভেন্দুকে। সেই বিষয়ে দলীয় নেতৃত্বের সঙ্গে কথাও বলতে দেখা যায় শুভেন্দুকে। এর অল্প পরেই দেখা যায়, একে একে ঘরছাড়া বিজেপি-কর্মী সমর্থককে ভিতরে ঢোকানো হচ্ছে। নামের তালিকা মিলিয়ে দেখা হচ্ছে। 'আক্রান্তরা' কোথা থেকে এসেছেন, পরিচয় ইত্যাদি তথ্য খতিয়ে দেখে একে একে ঢুকতে দিচ্ছে পুলিশ। আক্রান্তদের প্রত্যেকের গলায় ভোট সন্ত্রাসে রক্তাক্ত হওয়ার ছবি, সেগুলিই প্ল্যাকার্ড হিসেবে ঝুলিয়ে এনেছেন তাঁরা। কেশপুর, জয়নগর, ঘাটালের বড় অংশ থেকে এই আক্রান্তেরা এসেছেন। 
গত বৃহস্পতিবারও এই ঘরছাড়া কর্মী-সমর্থকদের নিয়ে রাজভবনে এসেছিলেন শুভেন্দু অধিকারী। কিন্তু অভিযোগ,পুলিশি বাধার মুখে ফিরতে হয় তাঁকে। এই নিয়ে গত শুক্রবার পুলিশকে কার্যত তুলোধনা করেছে হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিন্হা অ্যাডভোকেট জেনারেলকে প্রশ্ন করেন, রাজ্যপালকে কি গৃহবন্দি করে রাখা হয়েছে? রাজ্যপালের অনুমতি সত্ত্বেও কেন দেখা করতে দেওয়া হয়নি পাশাপাশি, শুভেন্দু অধিকারীর দায়ের মামলার প্রেক্ষিতে বিচারপতি নির্দেশ দেন, সাক্ষাতের জন্য নতুন করে রাজ্যপালের কাছে আবেদন জানাতে পারবেন শুভেন্দু অধিকারী। এরপরই আজ ঘরছাড়াদের নিয়ে রাজভবনে গেলেন বিরোধী দলনেতা।


 


প্রেক্ষাপট...
বৃহস্পতিবারও ঘরছাড়াদের নিয়ে রাজভবনে যাওয়ার পথে বাধা পাওয়ায় শুভেন্দু বলেছিলেন,  'রাজ্যপালের লিখিত অনুমতি সত্ত্বেও ঢুকতে দিল না পুলিশ। জরুরি অবস্থার সময়ও এমন হয়নি।' ১৪৪ ধারা জারির কারণ দেখিয়ে সে দিন রাজভবনের বাইরে আটকে দিয়েছিল পুলিশ। এই নিয়ে রাজ্যের জবাব চায় রাজভবন। 'অনুমতি সত্ত্বেও কেন বাধা?'প্রশ্ন করা হয় রাজ্যকে। বিরোধী দলনেতা তখনই জানান, আদালতের দ্বারস্থ হবেন । 


আরও পড়ুন:তৃণমূল লিড না পাওয়ায় আসানসোলে জল বন্ধের অভিযোগ, পথ অবরোধ কুলটির বিজেপি বিধায়কের