মেষ রাশি: আগামীকাল দিনটা ভালই কাটবে। যাঁরা অফিসে চাকরি করেন তাঁরা মন দিয়ে কাজ করুন। সমস্ত দায়িত্ব পালন করুন নির্ভুলভাবে। এতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ খুশি হবে। বেতন বৃদ্ধিও হতে পারে। ব্যবসায়ীদের জন্য দিনটি ভাল। নিশ্চিন্তে কাজ করুন। নতুন কোনও ডিল হতে পারে আগামীকাল, নিজেকে তৈরি রাখুন। যুবক-যুবতীরা আগামীকাল নতুন কোনও কাজ পেতে পারেন। তবে মা-বাবার আশীর্বাদ নিতে ভুলবেন না। কোনও জটিল সমস্যার সমাধান মিলতে পারে। এই রাশির জাতকদের শরীর নিয়ে বিশেষ ভোগান্তি নেই। শান্ত থাকুন।
বৃষ রাশি: আগামীকাল দিনটি খারাপ ভাল মিলিয়ে কাটবে। যাঁরা অফিসে কর্মরত, তাঁরা আগে থেকে পরিকল্পনা ছাড়া কোনও কাজ করবেন না। অন্যথায় সমস্য়ায় পড়তে পারেন। ব্যবসায়ীরা আজ কোনও পরিবর্তন করতে যাবে না। যেমন চলছে চলতে দিন। কাল কোনও বিনিয়োগ না করাই ভাল। পরীক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগ দিন। কঠোর পরিশ্রম করলে তবেই ভাল ফল পাবেন। পুরনো পড়া ফের অনুশীলন করুন। যাঁরা নতুন সম্পর্কের কথা ভাবছেন তাঁরা আগে ভাল করে দেখে তবেই পদক্ষেপ করুন। যাঁরা ওষুধ খান তাঁরা সময় মত ওষুধ খেয়ে নিন।
মিথুন রাশি: আগামীকাল দিনটি ঠিকঠাকই কাটবে। অফিসে কর্মরতরা খুব সাবধানে কাজ করুন। অন্যথায় কর্তৃপক্ষের রাগের কারণ হতে পারেন। যাঁরা ব্যবসা করেন তাঁরা উন্নতির জন্য কঠোর পরিশ্রম করুন। আগামীকাল কাজের চাপ বাড়তে পারে। যুব যুবতীরা কাল নির্দিষ্ট একটা বিষয় মন দিতে পারবেন না। কার একাধিক চিন্তা আসতে পারে মাথায়। বর্তমানে যেই কাজটি করছেন তাতে মন দিন। এতে উন্নতি হবে। কারও সঙ্গে কোনও সমস্যা চললে আগামীকাল একটু সতর্ক থাকুন। কারণ আইনি জটিলতা তৈরির সম্ভাবনা রয়েছে। আগামীকাল স্বাস্থ্য ঠিকঠাকই থাকবে। তবে বাবা-মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে। কানের সমস্য়ায় ভুগতে পারে সন্তান।
কর্কট রাশি: আগামীকাল কম বেশি ভালই কাটবে দিন। যাঁরা ফিল্ড ওয়ার্ক করেন তাঁদের কিছু সমস্যায় পড়তে হতে পারে। প্রমোশনের তালিকায় আগামীকাল আপনার নাম থাকবে না। সফলতা পেতে আপনাকে আরও কিছুটা পরিশ্রম করতে হতে পারে। তেল ব্যবসায়ীরা আগামীকাল প্রচুর লাভের মুখ দেখবেন। যুবক-যুবতীরা আগামীকাল বন্ধু, সহপাঠীদের সঙ্গে মিলেমিশে কাটান। কোনও কমিউনিকেশন গ্যাপ হতে দেবেন না। দাম্পত্যে সুখ মিলবে আগামীকাল। একে ওপরের সাহায্য পাবেন। মাইগ্রেনসহ মাথায় যন্ত্রণা ভোগাতে পারে। এড়িয়ে যাবেন না। চিকিৎসকের পরামর্শ নিন। যাঁরা শেয়ার কেনাবেচা করেন তাঁরা একটু খেয়াল রাখুন। লাভবান হতে পারেন। বিষ্ণুকে দুধ এবং তুলসি পাতা দিয়ে পুজো দিন, এতে আর্থিক বাধা কাটবে।
সিংহ রাশি: যাঁরা অফিসে চাকরি করেন তাঁদের দিনটি ব্যস্ততায় কাটবে। কাজে মন দিলে উন্নতি পাবেন শীঘ্রই। ব্যবসায়ীরা কাল নতুন কিছু করতে পারেন। ব্যবসায় লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কিছু মানুষ সমস্যা তৈরি করতে পারেন। এক্ষেত্রে পরিবারের সাহায্য নিতে পারেন অথবা অভিজ্ঞ কারও পরামর্শ মেনে চলতে পারেন। যুবক যুবতীরা বড়দের কথা বলার সময়ে সতর্ক হন। পরিবার আপনাকে নিয়ে গর্ববোধ করবে কাল। যাঁদের উচ্চরক্তচাপ রয়েছে তাঁরা ঠিক সময়ে ওষুধ খান। নিয়ম মেনে চলুন। সামাজিক কাজের সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনা
কন্যা রাশি: আগামীকাল দিনটা খুব ভাল কাটবে না। অফিসের কাজের জন্য মানসিক অশান্তিতে ভুগতে পারেন। ধৈর্য ধরে কাজ করুন। সফলতা পাবেন। প্রমোশনও পেতে পারেন। যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন তাঁরা আজ সহকর্মীর সঙ্গে সমতা বজায় রাখুন। একে ওপরের প্রতি বিশ্বাস রাখুন। যুবক যুবতীরা নিজেরদের জ্ঞান বৃদ্ধি করুন। এর মাধ্যমেই সফলতা আসবে। বাবা মায়ের আশীর্বাদ নিয়ে দিন শুরু করুন। অভিভাবকরা যা বলছেন আগামীকাল সেটাই করার চেষ্টা করুন। এদিন পায়ে কোনও প্রকার অ্যালার্জির সমস্যা হতে পারে। বাড়িতে নিজে কিছু করতে যাবেন না। চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খান। এদিন মিষ্টি বানিয়ে মহিলাদের খাওয়াতে পারেন। ছোট কোনও মেয়েকে উপহারও দিতে পারেন।
তুলা রাশি: আগামীকাল কোনও মহিলা সহকর্মী আপনার থেকে সাহায্য চাইতে এলে তাঁকে ফিরিয়ে দেবেন না। যথাসম্ভব সাহায্য করুন। কেরিয়ার উন্নতির জন্য কোনও দেবীর আরাধনা করুন। তাঁর আশীবার্দে ফল মিলবে। ট্রেডিং-এর সঙ্গে যুক্ত যাঁরা তাঁরা লাভবান হবেন। ব্যবসায়ীরা বড় অর্ডার পেতে পারেন। আগামীকাল সমস্ত অলসতা কাটিয়ে কঠোর পরিশ্রম করুন। তবেই সাফল্যের মুখ দেখতে পাবেন। আপনার আলস্য আপনার ক্ষতির কারণ হতে পারে। পরিবারে কোনও পুজার্চনার আয়োজন হতে পারে। কাজের কারণে মানসিক দুশ্চিন্তা বাড়লে একটু বিশ্রাম নিন। অন্যথায় অসুস্থ হয়ে পড়তে পারেন। আগামীকাল অর্থলাভ হতে পারে এই রাশির জাতক জাতিকাদের।
বৃশ্চিক রাশি: কাল কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে কোনও কমিউনিকেশন গ্যাপ হতে দেবেন না। অন্যথায় কাজে সমস্যা হতে পারে। ট্রেডার্সরা ভেবেচিন্তে কাজ করুন। কাল ব্যবসায়ীদের কিছু সমস্যা হতে পারে। যাঁরা পড়াশোনা করছেন তাঁরা এইদিকে আরও সচেতন হন। মন দিন। যেই বিষয়ে ভয় রয়েছে সেটায় বেশি নজর দিতে হবে। দীর্ঘ দাম্পত্যকলহের সমাপ্তি হতে পারে কাল। এই রাশির জাতক জাতিকারা কাল ঠান্ডা লাগা, সর্দি-কাশির সমস্যায় ভুগতে পারেন।
ধনু রাশি: কালকের দিনটায় একটু সমস্যায় কাটবে। যাঁরা অফিসে কাজ করেন তাঁরা কাজের প্রতি আরও মন দিন। এতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ খুশি হবে। যাঁরা ইলেক্ট্রিক সামগ্রির ব্যবসা করেন তাঁরা কাল ভাল খবর পেতে পারেন। যুবক যুবতীরা খেলাধুলা সংক্রান্ত বিষয়ে অ্যাক্টিভ থাকুন। শ্বশুরবাড়ির তরফে কোনও ভাল খবর পেতে পারেন। কাল যাই করুন সম্পূর্ণ বিশ্বাস নিয়ে করুন।
মকর রাশি: কালকের দিনটা ভালই কাটবে। ব্যবসায়ীরা কাজে সাফল্য় পাবেন। তবে কাজে আরও মনোযোগ দিতে হবে। তবেই সাফল্য আসবে। যুবক যুবতীদের কর্মক্ষেত্রে আরও বেশি জোর দিয়ে হবে। কঠোর পরিশ্রম করলেই উন্নতি হবে। গবেষণার কাজে যাঁরা যুক্ত তাঁরা ইতিবাচক ফল পাবেন। কোনও কাজ বাকি থাকলে তা শেষ হবে। ব্যবসা বাড়ানোর দিকে মন দিতে হবে। লাভের মুখ দেখবেন ব্যবসায়ীরা। জমি কিনে বিনিয়োগ করতে পারেন। কাজে ব্যর্থ হলেও ভেঙে পড়বেন না। পরিবারের সদস্যদের পূর্ণ সমর্থন পাবেন। তাই তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করবেন না। পেটের সমস্যায় ভুগতে পারেন। সঙ্গীর সমর্থন পাবেন।
কুম্ভ রাশি: পূর্বের কোনও কাজের জন্য় কাল সমস্যায় পড়তে পারেন। তবে আপনার কাজ ওপরমহলের নজরে পড়বে। যাঁরা ট্রেডিং-এর সঙ্গে যুক্ত আছেন তাঁরা কিছুটা সমস্যায় পড়তে পারেন। তবে ভয়ের কারণ নেই। আজ সহকর্মীদের বিশ্বাস করুন। ঠকবেন না। রাস্তায় হাঁটার সময় সতর্ক থাকুন। অন্যথায় দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন।
মীন রাশি: আগামীকাল ভাল কাটবে। চাকরিজীবীদের অফিসে বড় দায়িত্ব নিতে হতে পারে। আপনি সম্পূর্ণ প্রচেষ্টার সঙ্গে এটি সম্পূর্ণ করুন। সহকর্মীদের সাহায্য পাবেন। ব্যবসায়ীদের বড় কোনও সিদ্ধান্ত নেওয়ার থাকলে অপেক্ষা করতে হবে। তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকার চেষ্টা করুন। অন্যথায় আপনার ক্ষতি হতে পারে। তরুণদের রাগ নিয়ন্ত্রণ করতে হবে। কাল পরিবারে সঙ্গে সময় কাটান। আপনার বাড়ির পরিবেশ শান্ত রাখার চেষ্টা করুন। হৃদরোগ বা রক্তচাপের রোগীদের আগামীকাল স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে।
তথ্যসূত্র - এবিপি লাইভ হিন্দি
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।