মুম্বই: সম্প্রতি 'টাইগার থ্রি' (Tiger 3) ছবিতে সলমন খানের বিপরীতে খলনায়কের চরিত্রেই অভিনয় করতে দেখা গিয়েছে ইমরান হাশমিকে (Emraan Hashmi)। বলিউডের বিভিন্ন ছবিতে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছেন ইমরান। তবে খলনায়কের চরিত্রে সম্ভবত এই প্রথম কাজ তাঁর। সম্প্রতি তাঁরই কথায় জানা গিয়েছে ঠিক কোন কারণে খলনায়কের চরিত্রেই অভিনয় করতে চাইতেন ইমরান।


ইমরান (Emraan Hashmi) বলেন, 'যখন কোনও ছবিতে আপনার অভিনয়ের সমূহ প্রশংসা হয়, বারবার আপনি প্রশংসিত হন তা একজন অভিনেতার কাছে সত্যিই একটা বিশেষ মুহূর্ত। এর মানে সেই ছবিটা সময়ের খাতায় স্থায়ী ঠিকানা করে নিয়েছে। তা মানুষের মনে রয়ে যাবে। 'টাইগার থ্রি' ছবিতে একজন খলনায়কের চরিত্রে কাজ করে আমি নিজে খুবই আনন্দিত, আহ্লাদিত।'


তিনি আরও জানান যে, 'এমন একজন খলনায়ক, যে কিনা তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন, ধূর্ত এবং একইসঙ্গে এতটাই শক্তিশালী যে টাইগারের মত একজন নায়কের সঙ্গে সে অনায়াসে সম্মুখ সমরে লড়াই করতে পারে। আদিত্য চোপড়া এবং মণীশ শর্মা আমার জন্য একেবারে মৌলিক এবং স্বতন্ত্র একটি খলনায়কের আর্কিটাইপ তৈরি করেছেন। টাইগার থ্রি যখন প্রেক্ষাগৃহে মুক্তি পায় দর্শকদের প্রভূত ভালবাসা পেয়েছি আমি। এমনকী দর্শকরাই এই ছবিকে হিট বানিয়ে দিয়েছেন। ফের একবার দর্শকরা তাদের ভালবাসা উজাড় করে দিচ্ছেন টাইগার থ্রি ওটিটি প্ল্যাটফর্মে আসার পর। এ থেকে এটাই প্রমাণ হয় যে এই ছবির কাহিনি, চরিত্র সবই দর্শকদের হৃদয় স্পর্শ করতে পেরেছে।'


টাইগার (Tiger 3) ফ্র্যাঞ্চাইজির নতুন ছবি 'টাইগার থ্রি' নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা ছিল তুঙ্গে। সলমন খান, ক্যাটরিনা কাইফের পাশাপাশি এই ছবিতে অভিনয় করেছেন বলিউড নায়ক ইমরান হাশমিও (Emraan Hashmi)। 'টাইগার থ্রি'-র শ্যুটিংয়ের জন্য রাশিয়ায় উড়ে গিয়েছিলেন সলমন খান (Salman Khan) ও ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। সোশ্যাল মিডিয়ায় ভাইজানের নতুন লুক প্রকাশ হওয়া মাত্রই তা ভাইরাল হয়ে যায়। রাশিয়ায় সলমনের অনুরাগীরাও তাঁর সঙ্গে সেলফি তুলেছিলেন যা ভাইজানের ফ্যান ক্লাবের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পরে এখন আমাজন প্রাইম ভিডিয়োতে স্ট্রিমিং হচ্ছে এই ছবি।


গত ১৩ জানুয়ারি সমাজমাধ্যমে একটি পোস্ট করেন ইমরান যেখানে তিনি ছেলের ক্যান্সার ধরা পড়ার দশ বছর পূর্তির কথা করুণভাবে উল্লেখ করেন। সেই পোস্টের ছবিতে আয়ানকে দেখা গিয়েছিল ব্যাটম্যান সুপারহিরোর টিশার্ট পরে। কালো পোশাকে ট্যুইনিং করেছিলেন বাবা-ছেলে দুজনে। এ প্রসঙ্গে উল্লেখ্য ২০১৪ সালে ইমরানের ছেলের ক্যান্সার ধরা পড়েছিল।


আরও পড়ুন: Emraan Hashmi: ক্যান্সার যুদ্ধে জয়! 'সুপারহিরো' ছেলের জন্য লিখলেন বই, কঠিন সময়ের স্মৃতিচারণ এমরানের