কলকাতা: রাশিফল ​​অনুসারে, আগামীকাল অর্থাৎ ২৩ মার্চ ২০২৪, শনিবার বেশ গুরুত্বপূর্ণ দিন। সপ্তাহের প্রথমদিন  এদিন কোন রাশির জাতকের কেমন যাবে? 


মেষ রাশি (Aries)- কাজের জায়গায় দিনটি ভাল যাবে। অর্থের অভাব হবে না। তবে কিছু বিষয় নিয়ে দুশ্চিন্তায় থাকতে পারেন। কোনও কারণ নিয়ে আবেগপ্রবণ হয়ে থাকতে পারেন। ব্যবসায়ীরা কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। ব্যবসার লাগাম নিজের হাতে রাখলে ভাল হয়। নয়তো অর্থ সঙ্কটের মুখে পড়তে পারেন। স্ত্রীর সঙ্গে পরামর্শ করে কোনও কাজ করলে লাভ পাবেন।  


বৃষ রাশি (Taurus)- যদি আপনি চাকরির খোঁজে থাকেন তাহলে চাকরি সংক্রান্ত ভাল খবর পেতে পারেন। সেখানে আপনি মনের মতো বেতনও পেতে পারেন। বড় ব্যবসায়ীদের কিছু সমস্যা হলেও হতে পারে তবে ছোট ব্যবসায়ীরা লাভবান হতে পারেন। প্রেমের সম্পর্কে যাঁরা আছে, তাঁদের ভাল সময় কাটতে পারে। কারও উপর রাগ করা থেকে এড়িয়ে চলুন। স্বাস্থ্য় মোটের উপর ভাল থাকবে।  


মিথুন রাশি (Gemini) - কাজের জায়গায় নিষ্ঠার সঙ্গে কাজ করুন। সবাই আপনার পরিশ্রমের প্রশংসা করবেন। ব্যবসায়ী আর্থিক সুবিধা পেতে পারেন যার জন্য আপনাদের ব্য়বসা অনেকটাই এগিয়ে যাবে। শিক্ষার্থীদের সাফল্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করতে হবে। পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হতে পারে। দীর্ঘদিন ধরে শরীর খারাপ হলে ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে পারেন।  


কর্কট রাশি (Cancer)- দিনের শুরুতে কাজের জায়গায় কোনও সমস্যা হতে পারে, যদিও পরে সমস্যার সমাধান হয়ে যাবে। অংশীদারি ব্যবসা যাঁরা করছেন তাঁদের অংশীদারের সঙ্গে তর্ক হতে পারে। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে এদিন সিরিয়াস হবেন আপনি। বন্ধুদের সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন। তরুণরা তাঁদের কথাবার্তা নিয়ন্ত্রণ করুন। কারও সঙ্গে বিবাদ হলে বিবাদ শান্ত করার চেষ্টা করুন। এদিন কোথাও হাঁটার সময় সতর্ক থাকুন।  


সিংহ রাশি  (Leo)- যদি পরিশ্রম করেন তাহলে সাফল্য অর্জন করতে পারেন।  কর্মকর্তারা আপনার কাজ দেখে খুশি হবেন। ব্যবসার জন্য দিনটি ভাল। ব্যবসা যেমন আছে তেমন চলতে দিন। কোনও বদল করবেন না। শিক্ষার্থীদের জন্য দিনটি ভাল থাকে। জীবনসঙ্গীর সঙ্গে সন্তানের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে পারেন। বাবা-মায়ের স্বাস্থ্যের বিশেষ যত্ন নিন। ভাল ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন।


কন্যা রাশি (Virgo)- অফিসে সব কাজ ঠিকমতো হবে, কোনও সমস্যা হবে না। সারাদিন কাজ নিয়ে ব্যস্ত থাকবেন। ব্যবসায়ীদের জন্য দিনটি ভাল হবে। সঙ্গীর পরামর্শ ছাড়া ব্য়বসা সংক্রান্ত কোনও কাজ করবেন না। ঝগড়া এড়িয়ে চলুন, কথাবার্তা নিয়ন্ত্রণ করতে হবে। খাওয়ার দিকে খেয়াল রাখুন।


তুলা রাশি (Libra) - অফিসে কাজের চাপের কারণে ক্লান্ত বোধ করতে পারেন। যদিও কাজগুলি সময়মতো সম্পন্ন করতে পারবেন। ব্য়বসার কাজে অনেক রকম আর্থিক সুবিধা পেতে পারেন আপনি। বিনিয়োগের আগে ভাল করে সবদিক বিবেচনা করে সাবধানী পদক্ষেপ জরুরি। পরিবারের পরিবেশ শান্ত থাকবে।


বৃশ্চিক রাশি (Scorpio)-  অফিসে কাজের সময় উত্তেজনা থাকতে পারে। কাজে মনোনিবেশ করুন। ঠিকমতো নিজের কাজ সম্পন্ন করার চেষ্টা করুন। তাহলেই পরিস্থিতির উন্নতি হতে পারে। ধার দেওয়া টাকা এদিন ফেরত পেতে পারেন। কোনও জায়গায় আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন।  ভুল বন্ধুদের ছেড়ে এগিয়ে যান। স্বাস্থ্যের প্রতি যত্নবান হোন।  


ধনু রাশি (Sagittarius) - কর্মক্ষেত্রে কাজ করার সময় সতর্ক হোন। নয়তো আপনার কাজ খারাপ হলে প্রতিপক্ষরা সেই সুযোগ নিতে পারে। সেক্ষেত্রে ঊর্ধ্বতনকে কাছে আপনার সম্পর্কে অভিযোগ আসতে পারে। খুচরো ব্যবসায়ীরা লাভ পেতে পারে। ব্যবসা ভাল হবে। জাঙ্ক ফুড খাওয়া এড়িয়ে চলুন।


মকর রাশি (Capricorn) - কাজের জায়গায় নানা কারণে ব্যস্ত হতে পারেন। যদিও কাজ করার সময় আপনি অনেক আনন্দ পাবেন। ব্য়বসা যেমন আছে তেমন চলতে দিন, পরিবর্তন করার চেষ্টা করবেন না। তরুণদের তাঁদের কেরিয়ার সফল করতে কঠোর পরিশ্রম করতে হবে। পরিবারের সদস্যদের স্বাস্থ্য়ের অবস্থা নিয়ে সতর্কতা অবলম্বন করতে হবে।


কুম্ভ রাশি (Aquarius) - কাজের জায়গায় কিছু বিভ্রান্তি হতে পারে। অফিসে কোনও নতুন দায়িত্ব পেতে পারেন যার কারণে আপনি কিছুটা চিন্তিত বোধ করতে পারেন। কঠোর পরিশ্রম করতে হবে। ব্যবসায় অর্থ বিনিয়োগ করার আগে অবশ্যই চিন্তাভাবনা করে নিন বা কোনও উপদেষ্টার পরামর্শ নিতে পারেন। রাগ নিয়ন্ত্রণ করতে হবে। স্বাস্থ্যের যত্ন নিন, বিশেষ করে পেটের দিকে নজর রাখুন। 


মীন রাশি (Pisces) - নতুন চাকরি পেতে পারেন। আগের চেয়ে বেতন অনেকটাই বেশি পেতে পারেন। নতুন কোনও ব্যবসা খোলার কথা ভাবতে পারেন। তবে অল্প বিনিয়োগের আগেও ভাল করে দেখে নিন সবকিছু। অংশীদারের উপর কড়া নজর রাখুন। তরুণরা বিভিন্ন কারণে খুশি হবে এদিন। পরিবার ও বন্ধুদের সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন। সেখানে আপনি মজা করতে পারেন অনেকটাই। খাদ্যাভাসে সতর্কতা অবলম্বন করা উচিত। 


তথ্যসূত্র - এবিপি লাইভ হিন্দি


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।


আরও পড়ুন: প্রথমবার UPSC দিয়েই সারা ভারতে ব়্যাঙ্ক ৯৪, কীভাবে সফল হলেন তমালি?