মেষ থেকে মীন। কেমন কাটবে কালকের দিন। রাশিফলে দেখে নিন। 


মেষ - কালকের রাশিফল (Mesh Rashi)


মোটের উপর ভাল কাটবে কালকের দিন। কাল অফিসে অহেতুক বেশি জ্ঞানদায়ী কথাবার্তা না বলাই শ্রেয়। লোকজন অহংকারী ভাবতে পারে। স্বাস্থ্য মোটের উপর ভাল থাকবে। কাল গাড়ি চালানোর সময় অতি-সাবধানতা অবলম্বন করবেন। অন্যথায় চোট-আঘাত লাগতে পারে। ব্যবসায়ীরা অংশীদারীর সঙ্গে সদ্ভাব বজায় রেখে চলুন। নিয়ন্ত্রণ থাক কথাবার্তায়। নিজের পরিশ্রমের উপর ভরসা রাখুন যুবক জাতক-জাতিকারা। কোনও কারণে কাল মানসিক চিন্তায় থাকতে পারেন।


বৃষ - কালকের রাশিফল (Brisha Rashi)


ভাল কাটবে কালকের দিন। চাকরি যাঁরা খুঁজছেন, তাঁদের জন্য কেরিয়ারে স্থিতির বদল হতে পারে। কঠোর পরিশ্রম জারি রাখুন। সাফল্য আসবে। স্বাস্থ্য খারাপ হতে পারে কাল, যদি যে কোনও কারণে টেনশন করেন বেশি। মানসিক চিন্তা বেড়ে গেলে খারাপ হবে স্বাস্থ্যের পরিস্থিতি। কেমিক্যাল ব্যবসায়ীদের সতর্ক হতে হবে, আর্থিক ক্ষতির সম্ভাবনা কাল। কোনও কর্মচারীর চোট আঘাত লাগতে পারে কাল। ফলে আপনার খরচ হতে পারে। প্রেমজীবনে সমস্যা দেখা দিতে পারে কিছু। পরিবারের কোনও জরুরি কাজ হতে হতে থমকে যেতে পারে কাল। বাবা-মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। 


মিথুন - কালকের রাশিফল (Mithun Rashi)
কাল বেশি খরচ হতে পারে। কর্মক্ষেত্রে অনেক বেশি সময় অহেতুক নষ্ট হয়ে যেতে পারে কাল। ফলে সন্ধের দিকে কাজের চাপ বেড়ে যেতে পারে অহেতুক। ফলে চিন্তামুক্ত হতে পারবেন না। কাল শরীরে কষ্ট-যন্ত্রণা না থাকার সম্ভাবনা কাল। তবে পেটে স্বল্প সংক্রমণের সম্ভাবনা থাকছে। ব্যবসায়ীদের জন্য সুখবর । আর্থিক মামলায় সুরাহা মিলতে পারে কাল। ভাল সম্পর্ক বজায় থাকলে তার ফলও মিলবে। সহযোগীর সঙ্গে কথা কাটাকাটিতে না জড়ানোই শ্রেয়। বাড়ির ছোটদের ভালমুখে যে কোনও কথা বোঝান, ফল মিলবে।


কর্কট রাশি - কালকের রাশিফল (Karkat Rashi)


ভাল কাটবে কালকের দিন। কাল চাকরিক্ষেত্রে আপনার উপর নতুন পদ ও কাজের ভার ন্যস্ত হতে পারে। ফলে শারীরিক ও মানসিকভাবে ফিট থাকা প্রয়োজন। কাল জ্বর-জ্বালায় ভুগতে হতে পারে। ব্যবসায়ীরা আগের ভুল থেকে শিক্ষা নিয়ে কাজ করুন। লাভ হবে। বড় কোনও কাজ বিগড়ে যেতে পারে কাল। কোনও অনুষ্ঠানে পুরনো বন্ধু-বান্ধবের দেখা-সাক্ষাৎ হয়ে যেতে পারে। নিকটাত্মীয়দের সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আলোচনা হতে পারে কাল। সাবধানতা জরুরি।


সিংহ রাশি - কালকের রাশিফল (Singha Rashi)


মোটের উপর ভাল কাটবে কালকের দিন। টেকনিশিয়ানের কাজ যাঁরা করেন, তাঁরা নিজের কাজে পরিশ্রমী হন, লাভ হবে। পদোন্নতি হওয়ার সম্ভাবনা। হতে পারে প্রমোশনও। সংক্রমণ থেকে বাঁচতে স্বচ্ছ টয়লেট ব্যবহার করুন। আপনার জীবনসঙ্গী আপনার সঙ্গে ব্যবসায় অংশীদার হলে তাঁর পরামর্শ মেনে চলুন। কাজ হতে পারে। যুবক জাতক-জাতিকাদের কাল কোনও বড় দায়িত্ব মিলতে পারে। আসতে পারে সাফল্য। বাড়ির কোনও পরিকল্পনা বদলে আপনার জীবনসঙ্গীর পুরো সাথ পাবেন। সব মিলিয়ে ভাল কাটবে কালকের দিন।


কন্যা রাশি - কালকের রাশিফল (Kanya Rashi)


ভাল কাটবে কালকের দিন। নিজের কর্মক্ষেত্রে উন্নতির জন্য নিজের কাজ নিয়ে পরিকল্পনা করুন, সময় অনুকূল। পরিকল্পনা অনুযায়ী কাজ করলে সময়ে সব কাজ হয়ে যাবে। স্বাস্থ্য ভাল কাটবে কাল। পেটের সমস্যা যাতে না হয় তা নিশ্চিত করতে  খাওয়াদাওয়া ভাল করুন। নতুন ব্যবসা শুরু করতে হলে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। বুঝদার মানুষজনের কথা শুনে চলুন যুবক-যুবতিরা। শুধুমাত্র লোকের কথা শুনে নিজের রাস্তা থেকে সরে যাওয়া ঠিক হবে না। জীবনসঙ্গীর সঙ্গে মনোমালিন্য হলে একান্তে সময় কাটান। বাইরে বেরোন একসঙ্গে।


তুলা রাশি - কালকের রাশিফল (Tula Rashi)


মোটের উপর ভাল কাটবে কালকের দিন। চাকরি যাঁরা করেন, তাঁদের কেরিয়ার গঠনের প্রতি মনপ্রাণ সমর্পণ করে এগোতে হবে। লক্ষ্যস্থির করে না এগোলে সাফল্য আসবে না। কোলেস্টেরলের সমস্যা বাড়তে পারে কাল। তেল-মসলা জাতীয় খাবার এড়িয়ে চলুন। মর্নিং ওয়াকে ভাল থাকবে স্বাস্থ্য। ব্য়বসায় কাউকে চোখ বন্ধ করে ভরসা না করাই শ্রেয়। যুবকেরা রাগ থেকে বাঁচুন। ক্ষতি হবে। আধ্যাত্মিক কাজে মন দিলে লাভ।


বৃশ্চিক রাশি - কালকের রাশিফল (Vrishchik Rashi)
ভাল কাটবে কালকের দিন। কর্মক্ষেত্রে সর্বদা সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলার চেষ্টা করুন। দেখবেন পদস্থ কর্মীদের সঙ্গে কথাবার্তায় ফাঁক না থেকে যায়। শরীর ভাল রাখতে ফল ও সবজি বেশি করে খান। ব্যবসায়ীদের কথা বললে, অটোমোবাইল ব্যবসার সঙ্গে জড়িতদের ভাল লাভ মিলতে পারে। যুব জাতক-জাতিকারা কেরিয়ারে ফোকাস করুন। মহিলা ব্যবসায়ীদের জন্য পরিবার ও কাজের মধ্যে ভারসাম্য বজায় রাখতে সমস্যায় পড়তে হতে পারে।


ধনু রাশি - কালকের রাশিফল  (Dhanu Rashi)


মোটের উপর ঠিক থাকবে কালকের দিন। সমাজসেবামূলক কাজের সঙ্গে জড়িত যাঁরা, পদস্থ আধিকারিকদের থেকে প্রশংসা পেতে পারেন। ফলে ভাল থাকবে মন। ত্বকের প্রতি নজর দিন। বিশেষ করে মহিলারা চর্মরোগ সংক্রান্ত বিষয়ে সাবধান থাকুন। ব্যবসায়ীরা প্রতিপক্ষের থেকে সতর্ক থাকুন। ধারে জিনিসপত্র দেওয়া বন্ধ করতে হবে। অন্যথা টাকা আদায় করতে সমস্যায় পড়বেন। প্রেমজীবন ভালই কাটবে।


মকর রাশি - কালকের রাশিফল (Makar Rashi)
কালকের দিন ভাল কাটবে। চাকরি পরিবর্তনের কথা যাঁরা ভাবছেন, তাঁরা খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। ভুল পদক্ষেপে বর্তমান চাকরিটিও চলে যেতে পারে। মাথার যন্ত্রণায় ভুগতে হতে পারে সারাদিন। ভুগতে হতে পারে সর্দি-কাশিতে। ঠান্ডা ও টকজাতীয় খাবার এড়িয়ে চলাই ভাল। প্রতিপক্ষ লোকসান করতে পারে, তাই বিরোধীরা নিজস্ব মান-সম্মান বজায় রাখার দিকে নজর দিন। কাউকে আর্থিক সহযোগিতা করতে পারেন যুবক-যুবতি জাতকরা। বড় কোনও ইলেকট্রনিক বস্তুর কেনাকাটা করার যোগ রয়েছে কাল।


কুম্ভ রাশি - কালকের রাশিফল (Kumbh Rashi)


কর্মক্ষেত্রের নিয়ম আপনার পছন্দ নাও হতে পারে। কর্মক্ষেত্রে নিয়মকানুন নিয়ে মনেমালিন্যের জেরে চাকরি ছাড়ার কথাও ভাবতে পারেন। অনিয়ম-বেনিয়মের কারণ মনে শান্তি থাকবে না। মন শান্ত রাখার চেষ্টা করতে হবে গোটা একটা দিন। খাওয়াদাওয়ার প্রতি নজর দিন  শরীরের পরিস্থিতি দেখে। সমস্ত কাগজপত্র হাতের কাছে রাখুন ব্যবসা সংক্রান্ত। কোনও কাজে অলসতা দেখাবেন না। প্রেমজীবন চিন্তার বিষয় হয়ে দাঁড়াতে পারে। যা লুকনোর চেষ্টা করছেন, তাই কোনও কারণে প্রকাশ্যে চলে আসতে পারে। শান্তি থাকবে দাম্পত্য-জীবনে। থাকবে প্রেমও। পরিবারে থাকবে খুশির আমেজ। অযথা পয়সা নষ্ট করবেন না।


মীন রাশি - কালকের রাশিফল (Meen Rashi)
কালকের দিন কপালে ভাঁজ ফেলতে পারে আপনার। কর্মক্ষেত্রে কোনওরকম ঝগড়াঝাঁটিতে জড়িয়ে পড়বেন না। যোগা ও মেডিটেশনে খুব উপকার মিলবে বলে মনে করা হচ্ছে। কালকের দিন নতুন কোনও কাজের জন্য উপযুক্ত নয়। যুবক-যুবতি জাতিকারা যা করছেন মন দিয়ে করুন। পরিবারে খুশি্র আবহাওয়া থাকলে বিনিয়োগ করা যেতে পারে। শেয়ার মার্কেটে বিনিয়োগের জন্য শুভ। পরিবারের সাহচর্য পাবেন। সন্তানের তরফ থেকেও সুখবর আসার সম্ভাবনা বেশি। বাড়িতে কোনও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন হতে পারে।


তথ্যসূত্র - এবিপি লাইভ হিন্দি


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।