'হাতি ঘোড়া পালকি, জয় কানহাইয়া লাল কি'। জন্মাষ্টমীতে সব ঘরেই শোনা যায় এই ছড়া। জন্মাষ্টমীতে ঘরে ঘরে এদিন পূজিত হন বালগোপাল।  ২০২৪ সালের কৃষ্ণ জন্মাষ্টমী পড়েছে আগামী সোমবার। এদিন সকলে সন্তানস্নেহে গোপালের পুজো করেন। গোপালকে নিবেদন করা হয় তাঁর প্রিয় ক্ষীর, মাখন, মিছরি। জ্যোতিষ নিয়ে যাঁরা চর্চা করেন, তাঁদের কেউ কেউ মনে করছেন, এদিন কয়েকটি রাশির উপর বিশেষভাবে সদয় হবেন গোপাল। 


জন্মাষ্টমীর তিথি, নক্ষত্র
জন্মাষ্টমীর দিনটি ভগবান কৃষ্ণের ভক্তদের জন্য একটি বিশেষ উদযাপনের দিন।  এক নজরে দেখে নেওয়া যাক এবার জন্মাষ্টমীর সঠিক দিন - ক্ষণ। কৃষ্ণ জন্মাষ্টমী পড়েছে ২৬ অগাস্ট। রাত ১১ টা ২০ থেকে ১২ টা ০৬ এর মধ্যে পুজো করতে পারলে সবথেকে ভাল। সারা দেশে বিভিন্ন রাজ্যে দহি হান্ডি পরব উদযাপন হয়। মঙ্গলবার ২৭ অগাস্ট ২০২৪  বিকেল ৩:৩৮ মিনিটের পর  হাঁড়ি ভাঙার উপযুক্ত সময়। শ্রীকৃষ্ণ জন্মেছিলেন রোহিণী নক্ষত্রে।  রোহিণী নক্ষত্র শেষ হচ্ছে ৩ টে ৩৮ মিনিটে।  


বৃষ রাশি 
বৃষ রাশির জাতকরা খুবই কৃপাধব্য। বৈদিক জ্যোতিষ অনুসারে, ভগবান কৃষ্ণর নিজের রাশি বৃষ। এঁদের  কোনও সমস্যা বা বাধার সম্মুখীন হতে দেবেন না শ্রীকৃষ্ণ। বৃষ রাশির জাতক জাতিকারা ভগবান কৃষ্ণের হৃদয়ে একটি বিশেষ স্থান পান।  প্রচুর সাফল্য এবং সৌভাগ্যে ভরিয়ে দেন শ্রীগোপাল।  জ্যোতিষশাস্ত্রের ভবিষ্যদ্বাণী অনুসারে, এইবার জন্মাষ্টমী তিথিতে  পেশাগত জীবনে উল্লেখযোগ্য উন্নতি হতে পারে এই রাশির জাতকদের।  


কর্কট রাশি 
পৌরাণিক বিশ্বাস অনুসারে, কর্কট রাশির জাতক জাতিকারা এবার জন্মাষ্টমী তিথিতে সৌভাগ্য়ের অধিকারী হবেন।  কর্কট হল ভগবান কৃষ্ণের প্রিয় রাশিচক্রের একটি। সৌভাগ্য এবং সমৃদ্ধি পাবেন গোপালের আশীর্বাদে। শ্রীকৃষ্ণ আপনাকে সমস্যা থেকে বের করে আনবেন। মানসিক শান্তি এনে দেবেন। 


সিংহ রাশি 
এই রাশির জাতকরা কঠোর পরিশ্রমী এবং দৃঢ়প্রতিজ্ঞ।  কেন ভগবান কৃষ্ণ এই রাশিটিকে সবচেয়ে বেশি পছন্দ করেন জানেন ? কঠোর পরিশ্রম এবং কাজের  প্রতি নিষ্ঠাই শ্রী কৃষ্ণকে খুশি করে । জীবনকে সুখ ও সাফল্যে পূর্ণ করে। ভগবান কৃষ্ণের কৃপায় এবার জন্মাষ্টমীতে প্রাপ্যের চেয়ে বেশি পেতে যেতে পারেন।কঠোর পরিশ্রমের ফল পাবেন।  প্রতিটি ক্ষেত্রে সাফল্য এবং স্বীকৃতি পাবেন। ব্যক্তিগত জীবন এবং পেশাগত জীবনে  সুখ ও শান্তি পাবেন। 


তুলা রাশি 
 শ্রী কৃষ্ণের আশীর্বাদ রয়েছে এই রাশির সঙ্গে । হিন্দু পুরাণ বিশ্বাস করে যে তুলা হল ভগবান কৃষ্ণের প্রিয় রাশিগুলির মধ্যে একটি। এই কারণেই তিনি তুলা রাশির জীবনে আরও ভারসাম্যের অভাব ঘটে না।   


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।