জাপানি বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী: ২০২৫ সালের ৫ জুলাই দিন যতই ঘনিয়ে আসছে, জাপানি বাবা ভাঙ্গা রিও তাতসুকি সম্পর্কে মানুষের মধ্যে আলোচনা ততই বাড়ছে। মাঙ্গা কমিক্স লেখক রিও তাৎসুকি এই দিনে জাপানে ভয়াবহ ভূমিকম্প এবং সুনামির ভবিষ্যদ্বাণী করেছিলেন।

জাপানি বাবা ভাঙ্গা হিসাবে পরিচিত রিও তাৎসুকি তাঁর ভবিষ্যদ্বাণীতে বলেছেন, জুলাই মাসের শুরুতেই জাপানে একটি প্রাকৃতিক বিপর্যয় আসতে পারে। সেক্ষেত্রে ইঙ্গিত রয়েছে সুনামির। তিনি তাঁর বই ‘দ্য ফিউচার আই স’তে একধিক বিপর্যয়ের ইঙ্গিত আগেই দিয়েছিলেন। ২০২৫ সালের জুলাই মাস নিয়েও রয়েছে তাঁর এক ভবিষ্যদ্বাণী।

তিনি তার বইতে উল্লেখ করেছেন যে ২০২৫ সালের জুলাই মাসে আসন্ন ভূমিকম্প ২০১১ সালে তোহোকুতে আঘাত হানা ৯ মাত্রার ভূমিকম্পের চেয়েও বেশি বিপজ্জনক প্রমাণিত হবে। তোহোকুতে ভূমিকম্পে ২০ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এদিকে, তাৎসুকির ভবিষ্যদ্বাণীর মধ্যেই ২ সপ্তাহের মধ্যে প্রায় ৯০০ বার কেঁপে উঠল জাপান। জাপানের আবহাওয়া অফিস জানিয়েছে, এর মধ্যে অন্তত একটি ভূমিকম্প ৫.৫ মাত্রাও ছিল। যা ভয়ের। তবে জাপানে প্রতি বছরই ১৫০০টির মতো কম্পন হয়। যা সারা পৃথিবীতে যত কম্পন ঘটে তার ১৮ শতাংশ। 

রিও তাৎসুকির এই ভবিষ্যদ্বাণী এই সময়ে জাপানি এবং জাপান ভ্রমণকারী মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে। তবে জাপানের বিজ্ঞানী এবং কর্মকর্তারা এই ধরনের ভবিষ্যদ্বাণীকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।

১৯৯৯ সালে প্রকাশিত রিও তাৎসুকির বই (The Future I Saw) -এ ৫ জুলাই, ২০২৫ সম্পর্কে অনেক ভবিষ্যদ্বাণী করা হয়েছিল। ২০১১ সালে জাপানের তোহোকুতে এক ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে, কিন্তু রিও তাৎসুকির এই বইটি তখন জাপানে তেমন জনপ্রিয় ছিল না। (The Future I Saw) কমিক্সটি ২০২০ সালে বেশ ভাইরাল হয়ে ওঠে, এর সবচেয়ে বড় কারণ ছিল বইটিতে ২০১১ সালের ভূমিকম্পের ভবিষ্যদ্বাণী করা হয়েছিল।

এই বইয়ে দেওয়া ভবিষ্যদ্বাণী সকলেই লক্ষ্য করেছেন এবং মানুষ অবাক হয়েছেন যে ১৯৯৯ সালে লেখা একটি বই কীভাবে ২০১১ সালে ঘটে যাওয়া দুর্যোগের ভবিষ্যদ্বাণী করতে পারে। বইয়ের এক জায়গায় লেখা ছিল, 'আমি একটি বড় প্রাকৃতিক দুর্যোগের স্বপ্ন দেখেছিলাম। জাপানি দ্বীপপুঞ্জের দক্ষিণে প্রশান্ত মহাসাগরের জলের স্তর বৃদ্ধি পাবে।'

 

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।