কলকাতা : জুন মাসটি গ্রহ-নক্ষত্রের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ।  এই মাসে, মঙ্গল, বুধ, বৃহস্পতি এবং শুক্রের মতো গুরুত্বপূর্ণ গ্রহগুলি তাদের রাশি পরিবর্তন করতে চলেছে। এই গ্রহগুলির স্থানান্তরের কারণে অনেকগুলি শুভ যোগ তৈরি হবে । আর যে কোনও শুভ যোগই কিছু রাশিচিহ্নের উপর কিছু ভাল প্রভাব , কিছু মন্দ প্রভাব নিয়ে আসে। তেমনই জুন মাসে গ্রহনক্ষত্রের স্থান পরিবর্তনের কারণে তিনটি রাশিচিহ্নের সৌভাগ্যের দুযায় খুলে যেতে চলেছে। 


বৃষ রাশি - জুন মাসটি বৃষ রাশির জাতকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই রাশির জাতকদের জুন মাসে বিদেশ যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। যাঁদের কোনও কারণে বিদেশ ভ্রমণের কথা চলছে, তাঁদের এই সময়টা আদর্শ সময় হতে চলেছে। ভ্রমণের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। আগামী মাসে এঁদের আর্থিক অবস্থা খুব ভালো যাবে না। তবে এই সময়ে এই রাশির জাতকদের চিন্তা ও বোঝার ক্ষমতা প্রখর হয়ে  উঠবে।  সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে । বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে ভালোবাসা বাড়বে। শিক্ষার্থীদের জন্য এই মাসটি খুব ভালো যাবে। এই রাশির জাতকরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য অর্জন করতে পারেন। পূর্ণ একাগ্রতার সঙ্গে পড়াশোনা করতে হবে । পারিবারিক সম্পর্ক  অনুকূল হবে। কর্মজীবনে এই রাশির জাতকরা বিশেষ অগ্রগতি পাবেন। চাকরি ও ব্যবসায় কাঙ্খিত সাফল্য পাবেন। 



কর্কট রাশি - কর্কট রাশির জাতকদের জন্য জুন মাসটি খুব ভাল যেতে পারে।  এই মাসে আপনার এই রাশিচিহ্নের সব ইচ্ছে পূরণ হতে পারে। জাতকদের উচ্চাকাঙ্ক্ষা পূরণ হবে।  বড় এবং ভাল খবর পেতে পারেন। ফেলে রাখা পরিকল্পনাগুলিও সফল  হতে  পারে। এই রাশির জাতকদের আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। কর্কট রাশির জাতক জাতিকারা একাধিক মাধ্যম থেকে অর্থ উপার্জন করতে পারবেন। নতুন যানবাহন, নতুন জমি বা প্লট কেনার পরিকল্পনা করতেই পারেন। জুন মাসে আপনার সমস্ত অসম্পূর্ণ কাজ শেষ হবে। কেরিয়ারের জন্যও এই মাসটি অনুকূল হবে। প্রেমের সম্পর্ক মজবুত হবে।



সিংহ রাশি - এই মাসটি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য খুবই অনুকূল হতে চলেছে। কর্মজীবনে ভালো সাফল্য পেতে পারেন। আপনার জীবনে কাঙ্খিত পরিবর্তন আসবে। সিংহ রাশির জাতকরা কাঙ্খিত স্থানে স্থানান্তর পেতে পারে। কিছু ভালো খবর পাবেন। নতুন চাকরি পেতে পারেন। 
ব্যবসায়ীরা সুবিধা পাবেন। সিংহ রাশির জাতক হলে দাম্পত্য জীবনে প্রেম বাড়বে। আপনার প্রেমের সম্পর্ক আগের থেকে আরও দৃঢ় হবে। 


ডিসক্লেমার :  এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র সূত্রে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে bengali.abplive.com-এর সম্পাদকীয় স্তরে এ ব্যাপারে কোনও মতামত নেই এবং অনুসরণের জন্য এবিপি নেটওয়ার্ক পরামর্শও দেয় না। কোনো তথ্য বা বিশ্বাস বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই নিন  


সপ্তম দফার আগে মিশন কলকাতা, বিকেলে শহরের বুকে মেগা রোড শো মোদির, কোন পথে এগোবে? 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।