দেবগুরু বৃহস্পতি। জ্যোতিষশাস্ত্র অনুসারে, বৃহস্পতিকে শিক্ষা, সম্পদ, চাকরি ইত্যাদির কারক বলা হয়। তিনি নির্ধারণ করেন,  বিবাহ কেমন হবে।  বৃহস্পতিকে শুভ গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। ৯ জুলাই বৃহস্পতির উদয় হবে। এর ফলে কয়েকটি গ্রহের জন্য ভাল দিন শুরু হবে। আবার কয়েকটি গ্রহের জন্য প্রতিকূল সময় শুরু হবে।  বৃহস্পতির এই গোচরের ফলে কয়েকটি রাশির উপর ঝামেলার ঝড় বয়ে যেতে পারে। কয়েকটি রাশির জাতকদের সতর্ক থাকা প্রয়োজন।  দেখে নিন সেই সব রাশির তালিকা ।        

  • মীন রাশির জন্য বৃহস্পতির গোচর শুভ নাও হতে পারে। প্রতিপক্ষদের থেকে সাবধান থাকুন। আপনার আর্থিক পরিস্থিতিও প্রভাবিত হতে পারে। অতএব, আপনার কথাবার্তা নিয়ন্ত্রণ করা গুরুত্বপূর্ণ। মাথা গরম করা চলবে না। বুদ্ধি করে চলতে পারলে অবশ্য ক্ষতি করার সাধ্য নেই কারও।       
  • বৃহস্পতির উদয় মিথুন রাশির জন্য খুবই বিপজ্জনক হতে পারে। এই সময়টায়, আপনার সঙ্গীর সঙ্গে অশান্তি হতে পারে। এছাড়াও, আপনার ব্যবসায় যথেষ্ট ক্ষতির সম্ভাবনা রয়েছে। আপনার একটি ভুলের জন্য চরম মূল্য দিতে পারে। 
  • বৃশ্চিক রাশির জাতকদের জন্য এই সময়টা বেশ চ্যালেঞ্জিং হতে পারে। এই সময়টায় শিক্ষার্থীদের পড়াশোনায় অনেক সমস্যা আসতে পারে। এছাড়াও, সম্পত্তি হানি হতে পারে। অর্থ বিনিয়োগ লাভজনক হবে।
  • মকর রাশির ষষ্ঠ ঘরে বৃহস্পতি উদয় হবে। অতএব, এই রাশির জাতক জাতিকাদের জন্য সমস্যার পাহাড়  তৈরি হতে পারে। এই সময়ে  এই রাশির জাতকদের অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হতে পারে। বিনিয়োগে আপনার ক্ষতি হবে।
  • কন্যা রাশির তৃতীয় ঘরে বৃহস্পতির উদয় হবে। এই রাশির জাতকদের জন্য এই সময়কাল ভালো হবে না। বৃহস্পতির উদয় থেকে আপনি ইতিবাচক ফলাফল পাবেন না। বৃহস্পতির উদয়ের কারণে, বৃহস্পতিবার হলুদ জিনিসপত্র দান করতে পারেন। এছাড়াও, কলা গাছে জল দিন। বৃহস্পতির সেবা করুন।  
  • ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।