মেষ রাশি (Mesh Rashi)- বুধবার দিনটি ভাল কাটবে। চাকরিজীবীরা অফিসে খুব উদ্যমী হয়ে কাজ করবেন। যে কারণে আপনি ভাল ফল পেতে পারেন। অনিদ্রার শিকার হতে পারেন। যাঁরা ব্যবসা করছেন তাঁরা ব্যবসাকে আরও প্রসারিত করতে ব্যবসার প্রচারে কিছু অর্থ বিনিয়োগ করতে পারেন। তাতে আপনার ব্যবসা আরও এগিয়ে যেতে পারে। পরিবারে কোনও শুভ অনুষ্ঠানে শামিল হবেন। 


বৃষ রাশি (Brisha Rashi)- দিনটি ঠিকঠাক কাটবে। অফিসে পেশাদারিত্বের সঙ্গে কাজ করুন এবং পরিশ্রম করা থেকে পিছু হটবেন না। বসের কথায় কিছু মনে করবেন না। তিনি উদ্বেগ থেকে আপনাকে কিছু খারাপ কথা বলে দিতে পারেন। কোনওরকম ভাইরাল সংক্রমণ হতে পারে। অযথা বেশি টাকা খরচ করবেন না। বিনোদনেও কম টাকা খরচ করলে ভাল হয়। কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিলে সাফল্য মিলবে। পরিবারের সঙ্গে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। 


মিথুন রাশি (Mithun Rashi)- আপনারও দিনটি ঠিকঠাক কাটবে। এদিন আপনার স্বাস্থ্য ভাল না থাকায় অফিসের কাজ করতে একটু চিন্তিত হবেন। যদি মেশিনে কাজ করেন তবে হাতের খুব যত্ন নেওয়া উচিত। অন্যথা, আপনি কোনও কারণে আহত হতে পারেন। পর্যটন ব্যবসার সঙ্গে জড়িতদের ভাল রোজগার হতে পারে। এই রাশির জাতকদের রোজগার অনেক বেড়ে যেতে পারে। যদি পরিবারের সঙ্গে কোনও মন্দিরে যান তাহলে সেখানে দান করতে ভুলবেন না। দানপাত্রে দান করুন।


কর্কট রাশি (Karkat Rashi)- দিনটি ভাল কাটতে পারে আপনার। কর্মক্ষেত্রে ভুল উপায়ে অর্থ উপার্জন করার চিন্তা কোনও ভাবেই মাথায় আসতে দেবেন না। যাঁরা ইতিমধ্যেই এটা করছেন তাঁদেরও এই অভ্যাস ত্যাগ করা উচিত। কোনও চাপের কাজ করবেন না। আপনার রক্তচাপ বেড়ে যেতে পারে । সমস্যার সম্মুখীন হতে পারেন। ব্যবসায়ীরা যদি তাঁদের কর্মীদের সঙ্গে কঠোর পরিশ্রম করেন তবে আপনার উপার্জন আরও ভাল হতে পারে। অলস হলে আপনার ব্যবসার ক্ষতি হতে পারে। বিয়ে হতে পারে এবং আপনাকে সমস্যায় পড়তে হতে পারে।  


সিংহ রাশি (Sinha Rashi) - অফিসে সহকর্মীদের সঙ্গে বেশি আড্ডায় ব্যস্ত থাকবেন না, অন্যথা আপনি অনেকের তিরস্কারের শিকার হতে পারেন। আপনার স্বাস্থ্য ভাল থাকবে। কিন্তু, মূত্রে সংক্রমণও হতে পারে। তাই, পরিষ্কার টয়লেটের ব্যবহার করুন। যুবকরা হস্টেলে থাকুক বা পরিবারে থাকুক, আপনাকে সেই জায়গার শৃঙ্খলা মেনে চলতে হবে। আপনার জীবনসঙ্গীর সাথে আপনার যদি কোনও বিবাদ হয়, তাহলে তা নিজে থেকেই শেষ হতে পারে।


কন্যা রাশি (Kanya Rashi)- দিনটি একটু উদ্বেগের হতে পারে। অফিসে সমস্যার মুখে পড়তে হতে পারে। তাতে ভয় পেলে হবে না। ধৈর্য্য ধরে কাজ করুন। তাতে, ভালই হবে। যদি ব্যবসার জন্য কারো কাছে ধার নিয়েছিলেন, তাহলে তা শোধ করার কথা ভাবুন। অন্যথা, তার সুদ বাড়তে পারে। তা শোধ করতে সমস্যা হতে পারে। যুবকদের অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। কিন্তু, আপনি সেই চ্যালেঞ্জ থেকে বেরিয়ে আসতে পারবেন। পরিবারের সদস্যদের থেকে সাবধানে থাকতে হবে। কেউ বিশ্বাসঘাতকতা করতে পারে। তাতে আপনি বিভ্রান্ত হতে পারেন।


তথ্যসূত্র - এবিপি লাইভ হিন্দি


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।