কলকাতা : কার্তিক পুজো সূর্যের গতির উপর নির্ভর করে।  সূর্য  ১৬ নভেম্বর রাশি পরিবর্তন করছে। সূর্য এখন আছে  তুলা রাশিতে। এরপর যাবে বৃশ্চিক রাশিতে। কার্তিক মাসের শেষ দিন কার্তিক পুজো করা হয়। । আগামী ১৬ নভেম্বর সন্ধ্যায় সূর্য তার রাশি পরিবর্তন করছে। আর কার্তিক পুজোও সেদিন । কার্তিক পুজোও সন্ধে বেলার পুজো। ওইদিন সন্ধে ৭ টা ১৬ মিনিটে সূর্য রাশি পরিবর্তন করে তুলা থেকে বৃশ্চিকে গমন করবে। আর সেই সঙ্গে খুলে যাবে ৫ রাশির সৌভাগ্য।  গুপ্তপ্রেস পঞ্জিকা মতে এবার ৩০ কার্তিক, বৃহস্পতিবার কার্তিক পুজো পড়েছে অর্থাৎ ১৭ নভেম্বর। তার ঠিক আগেরদিনই সূর্য রাশি বদল করছে। সেই সঙ্গে ৫ রাশির ভাগ্যে আসবে বড় বদল। 


সূর্য রাশি পরিবর্তনের করেই  ১৬ নভেম্বর বুধের সঙ্গে বুধাদিত্য রাজযোগ গঠন করছে।  ট্রানজিটের সময় সূর্য ও বৃহস্পতির মধ্যে সমাসপ্তক যোগও তৈরি হচ্ছে। এছাড়াও, ভেশি যোগও এই সময়ে পড়েছে। ফলে অনেকগুলি দুর্লভ যোগের সমাপতন ঘটছে।  আর এর ঠিক পরদিনই কার্তিক পুজো। এক নজরে দেখে নেওয়া যাক, এই দিন কার কার ভাগ্যে জ্বলবে বাতি ? 


বৃষ - সূর্যের অবস্থানের প্রভাবে বৃষ রাশির জাতক জাতিকাদের উন্নতি হবে সব ক্ষেত্রেই ।  চাকরি ও ব্যবসায় পরিস্থিতি অনুকূল থাকবে। সরকারি চাকরি পাওয়ার জন্য আপনার প্রচেষ্টা সফল হতে পারে কর্মক্ষেত্রে আপনার কঠোর পরিশ্রমের ফল পাবেন। আপনি বিপরীত লিঙ্গের বন্ধু এবং আত্মীয়দের কাছ থেকে উপকার পাবেন। 


কর্কট - সূর্যের গমন এই রাশির আর্থিক অবস্থাকে শক্তিশালী করবে। কর্মক্ষেত্রে সফল হওয়ার সম্ভাবনা প্রবল। ধারের দেওয়া টাকা ফেরত পেতে পারেন।  নতুন চাকরি পেতে পারেন। বিনিয়োগের দিক থেকেও এই সময়টা ভাল। 


মকর -  কর্মক্ষেত্রের চাপ সামলাতে পরিবারের সহযোগিতা পাবেন। এই সময়ের মধ্যে উন্নতি এবং পদোন্নতি ঘটতে পারে।  আপনাকে কোনও প্রজেক্টের দায়িত্ব দেওয়া হতে পারে।  গুরুত্বপূর্ণ কাজ বন্ধুদের সাহায্যে সম্পন্ন হবে। 


কুম্ভ -  নতুন গাড়ি, বাড়ি বা অ্যাপার্টমেন্ট কিনতে পারেন। সাফল্য আসতে পারে।  সরকারি চাকরি খোঁজার জন্য এটি ভাল সময়। আধ্যাত্মিকতার প্রতি আপনার আগ্রহ বৃদ্ধি পাবে।


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।