কলকাতা : হিন্দু ধর্মে প্রতি মাসের পূর্ণিমা তিথির নিজস্ব তাৎপর্য থাকলেও, কার্তিক মাসে পূর্ণিমা তিথির আলাদা বিশেষত্ব রয়েছে। চলতি বছরে, কার্তিক পূর্ণিমা ১৫ নভেম্বর শুক্রবার পড়ছে। এই দিনে স্নান ও দানের আলাদা গুরুত্ব আছে। এই দিনে দান করলে পুণ্য লাভ হয়। ২০২৪ সালের পূর্ণিমা তিথি পড়ার পর, অনেক রাশির জন্য শুভ দিন শুরু হবে। আসুন জেনে নেওয়া যাক সেই সৌভাগ্যবান রাশিগুলি সম্পর্কে যাদের ভাগ্য উজ্জ্বল হতে চলেছে।


মেষ রাশি (Mesh Rashi)- মেষ রাশির জাতকদের জন্য ২০২৫ সালের কার্তিক পূর্ণিমার দিন থেকে শুভ সময় শুরু হচ্ছে। এই দিন থেকে আপনার কাজে আসা বাধার অবসান ঘটবে এবং আপনি উন্নতির পথে এগিয়ে যাবেন। সম্পর্কের উন্নতি হবে। আপনার পরিবারে সুখ আসতে পারে। ব্যবসায় অর্থ উপার্জনের সম্ভাবনা রয়েছে।


কর্কট রাশি (Karkat Rashi)- কার্তিক পূর্ণিমার দিনটি কর্কট রাশির জাতকদের জন্য চমৎকার প্রমাণিত হতে পারে। এই দিনে, গ্রহের গতি পরিবর্তনের কারণে আপনার কাজ প্রভাবিত হতে পারে। কঠোর পরিশ্রম ফল দেবে, ধৈর্য এবং শান্তির সঙ্গে করা কাজ আপনাকে জীবনে অগ্রগতি এনে দেবে। সম্পর্কের মধ্যে মধুরতা থাকবে। কর্মজীবীদের পদোন্নতির সম্ভাবনা থাকবে।


কুম্ভ রাশি (Kumbha Rashi)- কার্তিক পূর্ণিমার পর থেকে কুম্ভ রাশির জাতকদের জন্য শুভ সময় শুরু হবে। আপনার আটকে থাকা কাজ সম্পন্ন হবে। বিনিয়োগ থেকে লাভ হতে পারে। পরিবারের সমর্থন সবসময় আপনার সঙ্গে থাকবে। সম্পর্কে মধুরতা আনুন, ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে পারেন। এই সময়ে, আপনি পরিবারের সদস্যদের কাছ থেকে সমর্থন পেতে পারেন।


এদিকে ন্যায়ের দেবতা শনি মহারাজ শীঘ্রই তাঁর রাশি পরিবর্তন করতে চলেছেন। নভেম্বর মাসে শনির এই রাশি পরিবর্তন ঘটতে চলেছে। বর্তমানে তার নিজস্ব রাশি কুম্ভ রাশিতে বসে আছে। ২৯ জুন ২০২৪-এ শনি কুম্ভ রাশিতে বক্রি হয়েছিল। ১৫ নভেম্বর শনি কুম্ভ রাশিতেই মার্গি হবে। অর্থাৎ নিজের গতিপথ বদলাবে। ওইদিন শনি সন্ধে ৫টা ১১ মিনিটে সরাসরি কুম্ভ রাশিতে বক্রি থেকে মার্গি হবে। শনিদেবকে বলা হয় কলিযুগের বিচারক। ১৫ নভেম্বর শনির গতি পরিবর্তনের ফলে অনেক রাশির জাতকদের লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। অনেক রাশির ঝামেলা দূর হবে।


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে