ডারবান: টি-২০ বিশ্বকাপের ফাইনালের পর ফের এই ফর্ম্যাটে মুখোমুখি ভারত ও দক্ষিণ আফ্রিকা। সেই সিরিজে ফের একবার অধিনায়ক হিসাবে দেখা যাবে সূর্যকুমার যাদবকে। যিনি ব্যাটিংয়ের আগ্রাসন নেতৃত্বে ফুটিয়ে তোলায় বিশ্বাসী নন।
ডারবানে প্রথম ম্যাচের আগের দিন সূর্য বলেছেন, 'আমার ব্যাটিং ঘরানা সম্পূর্ণ আলাদা। কিন্তু মাঠে নেতৃত্ব দেওয়ার সময় সতীর্থদের সঙ্গে সেই আগ্রাসন দেখাতে পারব না। প্রত্যেকের দক্ষতা আলাদা। সেই স্বাধীনতা দেওয়া খুব জরুরি। সকলের কথা শুনি। মাঠের বাইরে সকলের সঙ্গে সম. কাটাই। এটা জানতে চাই কার কী শক্তি। চাপের মুখে কে কাজের কাজটা করতে পারবে। যত খেলব, তত শিখব। এই ফর্ম্যাটটাই এমন যে, চোখের পলক ফেলার আগে ম্যাচ শেষ হয়ে যায়। রোহিত শর্মার অধীনে খেলেছি। আমি জানি ও কীভাবে দলকে নেতৃত্ব দেয়। সেটা মেনে ও সফলও হয়েছে। আমিও সেই পথেই হাঁটছি। শুধু তাতে একটু আমার নিজের মশলা মিশিয়ে দিয়েছি।'
রুতুরাজ গায়কোয়াড়কে এই সিরিজের দলে রাখা হয়নি। তিনি অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে ভারত এ দলের হয়ে খেলছেন। স্কাই বলেছেন, 'রুতু দারুণ ক্রিকেটার। সব ফর্ম্যাটে রান করছে। ধারাবাহিকভাবে ভাল খেলছে। একটা পদ্ধতি থাকে, যা ম্যানেজমেন্ট ঠিক করে রেখেছে। কথায় আছে না, আপনা টাইম আয়েগা। ওর সময়ও আসবে।'
সূর্যকুমার আরও বলেন, 'সকলকে মানিয়ে গুছিয়ে তৈরি করা একেবারেই কঠিন নয়। কারণ আমরা যে ধরনের ক্রিকেট খেলতে চাই, সেটাই ওরা খেলে। এই ফর্ম্যাটে যেটা চাই, সেভাবেই খেলছে। আমি শুধু ছেলেদের বলি, দলের স্বার্থ সকলের আগে। দলের জন্য যেটা ভাল মনে হবে মাঠে গিয়ে করো। তারপর তো আমরা আছিই সবরকম সমর্থনের জন্য। সমর্থন করে যাব। একে অপরের সঙ্গে সুমধুর সম্পর্ক। সব কিছু যখন ভাল চলছে তখন ঘেঁটে লাভ কী! সকলে মিলে আমার কাজ সোজা করে দিয়েছে। সকলেই জানে তাদের কী কাজ। নিজের রাজ্য দলের হয়ে বা ফ্র্যাঞ্চাইজি দলের হয়ে যা করেছে, সেটাই করছে ভারতীয় দলেও। শুধু জার্সির রং পাল্টে যায়। আবেগ বেড়ে যায়। কিন্তু যে ধরনের ক্রিকেট খেলছে, সেটাই খেলতে হবে। সেটাই দেখতে ভাল লাগে।'
আরও পড়ুন: দেশের মাটিতে রোহিত-কোহলিদের বিপর্যয়ের নেপথ্যে হুগলির এক বাঙালি!
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।