কলকাতা : তন্ত্রশাস্ত্রে যে কোনও ইচ্ছা পূরণের জন্য চারটি রাতকে শ্রেষ্ঠ বলে মনে করা হয়। প্রথমটি কালরাত্রি, দ্বিতীয়টি অহোরাত্রি, তৃতীয়টি দারুণরাত্রি এবং চতুর্থটি মোহরাত্রি অর্থাৎ জন্মাষ্টমীর (Krishna Janmashtami ) রাত। এমনটা বিশ্বাস করা হয় যে, শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর রাত ১২টার সময় বিশেষ কিছু উদ্যোগ গ্রহণ করলে জীবনে নানা ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায়। এই দিনে (জন্মাষ্টমী উপায়) গৃহীত ব্যবস্থা অবশ্যই সাফল্য আনবে। আসুন জেনে নিই সেসব সম্পর্কে।


এই প্রতিকার ঘরে সুখ ও সমৃদ্ধি আনে-


জন্মাষ্টমীর রাত ১২টায় ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। জ্যোতিষশাস্ত্রে এই সময়টিকে খুবই শুভ বলে মনে করা হয়। জন্মাষ্টমীর রাত ১২ টায় ভগবান শ্রীকৃষ্ণকে জাফরান মিশ্রিত দুধ দিয়ে অভিষেক করুন। এটি আপনার জীবনে দীর্ঘস্থায়ী সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসবে।


আরও পড়ুন ; টাকা আসছে কিন্তু রাখতে পারছেন না ? যা করবেন...


পরিবারে শান্তির প্রতিকার-


পরিবারে ঝগড়া-বিবাদে অস্থিরতা থাকলে জন্মাষ্টমীর সন্ধ্যায় বাড়ির তুলসী গাছের কাছে ঘি-এর প্রদীপ জ্বালান। এরপর 'ওম নমো ভগবতে বাসুদেবায়' জপ করে তুলসীকে ১১ বার প্রদক্ষিণ করুন। আপনার পরিবারে ভালবাসার পরিবেশ থাকবে।


অর্থ লাভের জন্য এই ব্যবস্থাগুলি গ্রহণ করুন-


জন্মাষ্টমীর দিন সকালে স্নান সেরে যে কোনও রাধা-কৃষ্ণ মন্দিরে গিয়ে শ্রী কৃষ্ণকে হলুদ ফুলের মালা অর্পণ করুন। এর ফলে আর্থিক লাভের প্রবল সম্ভাবনা তৈরি হবে এবং আর্থিক সমস্যা দূর হতে শুরু করবে। এই দিনে মন্দিরে হলুদ বস্ত্র, হলুদ ফল, হলুদ শস্য এবং হলুদ মিষ্টি দান করলে জীবনে ধন-সম্পদ ও খ্যাতি বৃদ্ধি পায়।


প্রসঙ্গত, শ্রীকৃষ্ণের (Shree Krishna) জন্মদিন অর্থাৎ জন্মাষ্টমী (Janmashtami) পালিত হয় সারা দেশজুড়ে। শাস্ত্রমতে, ভাদ্রমাসের কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে ও রোহিণী নক্ষত্রে জন্ম হয়েছিল শ্রীবিষ্ণুর অষ্টম অবতার শ্রী কৃষ্ণের। সেই থেকেই জন্মাষ্টমী পালন করার প্রথা চলে এসেছে। এবছর ১৮ অগাস্ট জন্মাষ্টমী।


ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)