দেবী লক্ষ্মী সংসারে নিয়ে আসেন সমৃদ্ধি। এমনটাই বিশ্বাস ভক্তদের। বৃহস্পতিবার দেবীর পুজো ঘরে নিয়ে আসে শান্তি ও ইতিবাচক শক্তি। মনে করা হয়, সততা, শৃঙ্খলাবদ্ধ হওয়া, নিয়ন্ত্রিত জীবনযাপন করা  ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকা মা লক্ষ্মীকে তুষ্ট করার অব্যর্থ উপায়। কোনও কোনও জ্যোতিষীর মতে, কয়েকটি রাশি আবার দেবী লক্ষ্মীর বিশেষ কৃপাধন্য হন। যেমন  - 


ধনু রাশি (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর):
ধনু রাশি হলে , জাতকরা আশাবাদী হন। দুঃসাহসিক মনোভাবের জন্য পরিচিত হব এঁর।  ঝুঁকি নেওয়ার ক্ষমতা থাকে এঁদের। আর্থিক লাভ এঁদের হয়ে থাকে, দেবীর আশীর্বাদে ।   ইতিবাচক দৃষ্টিভঙ্গির ফলে অনেকের চোখে পড়বেন । ভাল কাজের সুযোগ আসতে পারে । ধনু রাশির ব্যক্তিদের জন্য নতুন আর্থিক বিনিয়োগ শুরু করার জন্য ভাল সময় আসছে, তবে কোন খাতে বিনিয়োগ করছেন, বুঝে নিন।  দেবী লক্ষ্মীর আন্তরিক আরাধনা  ঝুলিতে ধন সম্পত্তি ভরিয়ে দেবে। 


কন্যা রাশি (২৩ অগাস্ট - ২২ সেপ্টেম্বর):
কন্যা রাশির আন্তরিকতা প্রবল।  এঁরা কাদের প্রতি মনোযোগী হন।   আর্থিক বিনিয়োগে এঁরা দক্ষ হন।   দেবী লক্ষ্মী এই রাশির জাতকদের প্রতি দয়ালু থাকেন।  শৃঙ্খলার জন্য তাদের পুরস্কৃত করবেন। কন্যা রাশির জাতক হলে, আর্থিক পরিকল্পনা ভেবেচিন্তে করুন। এই রাশির জাতক হলে রোজ লক্ষ্মী দেবীর আরাধনা করতে থাকুন। ভাল ফল মিলবেই। 


মেষ রাশি (২১ মার্চ - ১৯ এপ্রিল):
এই রাশির জাতকরা গতিশীল জীবন ভালবাসেন। এঁরা উচ্চাভিলাষী হন।  মেষ রাশির জাতকরা দৃঢ় সংকল্পে অটল থাকেন।  কোনও ধরণের ঝুঁকি নিতে ভয় পায় না। এই গুণাবলীর ফলে তাঁরা নেতৃত্ব দেওয়ায় পটু হন।  মেষ রাশির জাতক জাতিকাদের প্রতি দেবী লক্ষ্মীর একটি আশীর্বাদ থাকে।  তাঁদের সাহস এবং কঠোর পরিশ্রম আর্থিক সাফল্য এবং প্রাচুর্য নিয়ে আসে।  মেষ রাশির জাতক হলে এই সময় আর্তিক বিষয়ে নজর রাখুন। ভুল মানুষের পরামর্শে বিনিয়োগ করবেন না। অপচয় করবেন না । দেবী লক্ষ্মীর আরাধনা করুন বৃহস্পতিবার। 


মিথুন রাশি (২১ মে -  ২০ জুন):
মিথুন রাশির জাতকরা সহজে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারেন। তাই এঁরা যেখানে থাকেন, শান্তি বজায় রাখার চেষ্টা করেন।  সঠিক আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এই রাশির জাতকদের দেবী লক্ষ্মীর প্রিয় করে তোলে।  আর্থিক বৃদ্ধি এবং স্থিতিশীলতার দিন আসছে । মিথুন রাশির জাতকদের জন্য দোরে দীপ জ্বালানো খুব উপকারী প্রমান হতে পারে।  


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।