চেন্নাই: আগামীকাল ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজ (IND vs BAN Test Seris)। ২ ম্য়াচের টেস্ট সিরিজ খেলবে ২টো দল। এই সিরিজ দিয়েই শুরু হতে চলেছে ভারতের আগামী ১০ টেস্টের সফর। এই টানা টেস্ট সূচির মধ্যে বোলারদের ওয়ার্কলোড ম্য়ানেজমেন্ট একটা বড় ইস্যু। কারণ আগামী বছর লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (Lords Test Championship) ২০২৩-২৫ এর ফাইনাল। আগামী ১৫ সপ্তাহের সূচিতে বিশেষ করে জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজের মত প্রথমসারির পেস বোলারদের ওয়ার্কলোড ম্য়ানেজমেন্ট একটা ইস্যু রয়েছে। 

Continues below advertisement

বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের আগে সাংবাদিক বৈঠকে রোহিত শর্মা বলেন, ''আমরা বোলারদের ফিটনেসের কথা সবসময় মাথায় রাখি। ওঁদের ওয়ার্কলোড ম্য়ানেজমেন্ট আলোচ্য বিষয় আমাদের। আমরা বিষয়টা লক্ষ্য রাখছি ভীষণভাবে। এমনকী ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে যে টেস্ট সিরিজ খেলার সময়ও আমরা বুমরাকে একটি টেস্টে বিশ্রাম দিয়েছিলাম। আমরা একইভাবে মহম্মদ সিরাজকে একটি টেস্টে বিশ্রাম দিয়েছিলাম।''

বাংলাদেশের বিরুদ্ধে দুটো টেস্টের পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি টেস্ট খেলবে। এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ খেলবে ভারত। বছরের শেষে বর্ডার-গাওস্কর ট্রফি খেলতে অস্ট্রেলিয়ায় উড়ে যাবে টিম ইন্ডিয়া। রোহিত আরও বলেন, ''এটা পুরোটাই নির্ভর করে শরীর কেমনভাবে চলবে তার ওপর। কেমন ফিজিও অনুভব করবে তার ওপর। সেইভাবেই তাঁরা বিশ্রামের পরামর্শ দেবেন বোলারদের।''

Continues below advertisement

দলের নতুন কোচিং স্টাফদের নিয়ে রোহিত বলেন, ''নতুন কোচিং স্টাফ। নতুন হেডকোচ। নতুন ব্যাটিং কোচ ও বোলিং কোচ। আমি যদিও গম্ভীর ভাই ও অভিষেককে চিনি। ওঁদের সঙ্গে খেলেওছি। মর্নি মর্কেলের বিরুদ্ধে কয়েকটা ম্য়াচেও খেলেছি। বেশ কয়েকটি কঠিন লড়াইয়ে মুখোমুখি হয়েছিলাম আমরা। সহকারী কোচ রায়ানের বিরুদ্ধেও হয়ত কিছু ম্য়াচ খেলেছি।''

এদিকে মঙ্গলবার ভারতীয় দল মূলত ফিল্ডিংয়ে বেশি নজর কাড়ল। বিসিসিআইয়ের তরফে এক ভিডিও আপলোড করা হয়েছে যেখানে কেএল রাহুল, কোহলি, রবীন্দ্র জাডেজারা ফিল্ডিং ড্রিলে মাতেন। দিলীপের মতে গোটা দলকে ফিল্ডিং সেশনে নিয়োজিত করার চেষ্টা থেকেই এই অভিনব অনুশীলনের আয়োজন করা হয়। বিসিসিআইয়ের পোস্ট করা ভিডিওতে দিলীপকে বলতে শোনা যায়, 'আজকের অনুশীলনের প্রধান লক্ষ্য ছিল সকলকে একত্রিতভাবে এই ড্রিলে অংশগ্রহণ করানো। এই অনুশীলনকে আমরা দুই ভাগে ভাগ করেছিলাম। চেন্নাইয়ের অত্যাধিক আদ্রর্তার কথা মাথায় রেখে প্রথম ভাগে ফিল্ডিং অনুশীলন করানো হয়। সেই কারণেই অনুশীলনের পরিমাণ কম ছিল তবে তার ইনটেনসিটি যাতে না কমে, সেটা নজরে রেখেছিলাম।'