কলকাতা : জ্যোতিষ শাস্ত্রে গ্রহের রাশি পরিবর্তন খুবই উল্লেখযোগ্য বিষয়। এর জেরে বিভিন্ন যোগও গঠিত হয়। তার প্রভাব পড়ে বিভিন্ন রাশির জাতকদের জীবনে। নয়টি গ্রহের মধ্যে বুধ ও শুক্রকে শুভ গ্রহ বলা হয়। বুধ হল বুদ্ধিমত্তার কারক, শুক্র হল শারীরিক সুখ এবং মানসিক প্রতিষ্ঠার কারক। কাজেই, বুধ ও শুক্রের মিলন হলে তা জাতকদের জন্য ফলদায়ক। এই দু'টি গ্রহের মিলনের ফলে লক্ষ্মী নারায়ণ রাজযোগ তৈরি হয়।
২০২৫ সালে, বুধ এবং শুক্রের মিলন ঘটবে মীন রাশিতে। তাই মীন রাশিতে লক্ষ্মী নারায়ণ যোগ গঠিত হবে। জ্যোতিষ শাস্ত্র বলছে, শুক্র ২৮ জানুয়ারি মীন রাশিতে প্রবেশ করবে এবং ৩১ মে পর্যন্ত সেখানে থাকবে। এদিকে বুধ ২৭ ফেব্রুয়ারি রাত ১১টা ৪৬ মিনিটে মীন রাশিতে প্রবেশ করবে এবং উভয়ই একসঙ্গে মিলিত হবে। অর্থাৎ ২৭ ফেব্রুয়ারি থেকে লক্ষ্মী নারায়ণ রাজযোগ গঠিত হবে। ৭ মে বুধ মেষ রাশিতে প্রবেশ করবে এবং এই যোগ শেষ হবে। অর্থাৎ ৬৯ দিন লক্ষ্মী নারায়ণ যোগ থাকবে।
মিথুন রাশি (Mithun Rashi)- এই রাশির দশম ঘরে বুধ ও শুক্রের মিলন ঘটবে। তাত মিথুন রাশির জাতকরা বস্তুগত আনন্দ অনুভব করবেন। যদি বিদেশে চাকরি খুঁজছেন, আপনি ভাল অফার পেতে পারেন। এই সময়ে আপনি ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। কর্মক্ষেত্রে আপনার ঊর্ধ্বতনদের কাছ থেকে ভাল সহযোগিতা পাবেন। সঞ্চয়ের ক্ষেত্রেও আপনি সাফল্য পাবেন
মেষ রাশি (Mesh Rashi)- লক্ষ্মী নারায়ণ যোগে এই রাশির জাতকরা পৈতৃক জমি থেকে ভাল আয় পাবেন। সমাজে সম্মানও বাড়বে। এটি আপনার কেরিয়ারে নতুন উচ্চতায় পৌঁছাতে সাহায্য করবে। পারিবারিক পর্যায়ে আনন্দের পরিবেশ থাকবে।
মীন রাশি (Meen Rashi)- এই সময়ের মধ্যে মেজাজের ব্যাপক পার্থক্য দেখা যাবে। আপনি পুরানো বিনিয়োগ থেকে ভাল আয় পেতে পারেন। চাকরিজীবীরা পদোন্নতি পেতে পারেন। ব্যবসায় আপনি আপনার পার্টনারের কাছ থেকে ভাল সমর্থন পাবেন।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে