পুণে : মর্মান্তিক ঘটনা। ক্রিকেট ম্যাচ চলাকালীন মাঠেই হৃদরোগে আক্রান্ত আক্রান্ত হয়ে মৃত্যু হল এক ক্রিকেটারের। ৩৫ বছরের ওই ক্রিকেটার নাম ইমরান পটেল। পুণের গারওয়ারে স্টেডিয়ামে ঘটে ঘটনাটি। ওপেনার হিসাবে ব্যাট করতে নেমেছিলেন তিনি। পিচে কিছু সময় কাটানোর পর হঠাৎ বুকে ও হাতে ব্যথা শুরু হয় তাঁর। আম্পায়ারকে বিষয়টি জানান। তাঁকে মাঠ ছাড়ার অনুমতি দেন আম্পায়ার। যদিও প্যাভিলিয়নে ফিরে যাওয়ার পথেই মাঠে পড়ে যান তিনি। ম্যাচের লাইভ স্ট্রিমিং চলছিল। তাই পুরো ঘটনা ক্যামেরায় ধরা পড়ে। ইমরান পড়ে গেলে, মাঠে থাকা অন্য খেলোয়াড়রা দ্রুত ছুটে যান তাঁর কাছে। তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, তার আগেই সব শেষ। চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে তাঁকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।


এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ক্রিকেট মহলে। তবে অবাক করার বিষয় এই যে, ইমরানের স্বাস্থ্য ভাল ছিল। শারীরিকভাবেও ফিট ছিলেন তিনি। তা সত্ত্বেও কী করে তাঁর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হতে পারে, সেকথাই ভাবাচ্ছে সকলকে ! একজন অলরাউন্ডার হওয়ায় ক্রিকেটে ব্যাট, বল ও ফিল্ডিং তিনটিতেই পারদর্শী থাকতে হত তাঁকে। এই কারণেই ইমরানের আচমকা মৃত্যুতে সকলে চমকে গেছেন।


ইমরানের পরিবারে রয়েছে স্ত্রী ও তিন মেয়ে। সবথেকে ছোট মেয়ের বয়স মাত্র ৪ মাস। এলাকায় তাঁর খুব নামডাক ছিল। তাঁর একটি ক্রিকেট দল রয়েছে। রিয়্যাল এস্টেটের ব্যবসায়ীও ছিলেন তিনি। এর পাশাপাশি একটি জ্যুস দোকানের মালিকানাধীন তাঁর। 


প্রসঙ্গত, চলতি বছরেই সেপ্টেম্বর মাসে পুণেতে একইভাবে এক ক্রিকেটারের মৃত্যু হয়েছিল। তাঁর নাম হাবিব শেখ। ম্যাচ চলাকালীনই তাঁরও মৃত্যু হয়েছিল। যদিও হাবিবের ডায়াবেটিসের সমস্যা ছিল। যে সমস্যা ইমরানের ছিল না। 


গত ৩০ সেপ্টেম্বর ২৮ বছর বয়সি তরুণ ক্রিকেটার এসকে আসিফ হোসেন (Sk Asif Hussain) প্রয়াত হন। পারিবারিক সূত্রে জানা যায়, বাড়িতে পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছিলেন আসিফ। চোট পাওয়ার পর একটি বেসরকারি হাসপাতালে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় আসিফকে। তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। তবে লাভের লাভ কিছু হয়নি। হাসাপাতালে নিয়ে যাওয়া হলেই সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।  এই ঘটনার জেরে বাংলার ময়দানে শোকের ছায়া নেমে আসে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে