এ বছর লক্ষ্মী পুজো তিথি দুই দিন ধরে রয়েছে। তাই কবে পুজো করা শ্রেয় , তা নিয়ে অনেকেই ভাবছেন। যাঁরা সূর্যোদয় ধরে তিথি মানেন, তাঁরা পুজো করতে পারেন বৃহস্পতিবার। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে, পূর্ণিমা তিথি আরম্ভ ১৬ অক্টোবর, বুধবার। রাত ৮টা ৪২ মিনিটে পূর্ণিমা পড়বে । আর পরদিন বিকেল ৪টে ৫৬ মিনিটে পূর্ণিমা ছেড়ে যাচ্ছে। দেখে নেওয়া যাক, কালকের দিনটা কেমন যাবে কোন রাশির।
তুলা রাশি
তুলা রাশির জাতক জাতিকাদের আগামীকাল সতর্ক থাকতে । পড়াশোনা সংক্রান্ত সমস্যার সমাধান হবে। কর্মক্ষেত্রে কোনো কাজে সাহায্যের প্রয়োজন হতে পারে। সন্তানরা সাফল্য পেতে পারে। হুট করে পার্টির আয়োজন করতে হতে পারে।
বৃশ্চিক রাশি
আর্থিক দিক থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য আগামীকাল দিনটি শুভ হবে। নতুন বাড়ি, বাড়ি বা দোকান কেনার স্বপ্ন পূরণ হবে। আপনি আপনার স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা নিয়ে একটু চিন্তিত থাকবেন। সন্তান আপনার প্রত্যাশা পূরণ করবে। স্ত্রীর কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন।
ধনু রাশি
ধনু রাশির জাতকদের জন্য আগামীকাল মিশ্র দিন চলেছে। আপনি হঠাৎ কোনো কাজে ভ্রমণে যেতে পারেন। আর্থিক অবস্থা আগের থেকে ভাল হবে। বাচ্চাদের বাইরে বেড়াতে নিয়ে যেতে পারেন। বিয়ের কথা এগোতে পারে।
মকর রাশি
স্বাস্থ্য সচেতন হতে হবে। অংশীদারিত্বে কোনো কাজ করলে আপনার ক্ষতি হবে। নতুন বাড়ি, দোকান ইত্যাদি কিনতে পারেন। শিক্ষার্থীরা ভালো সুযোগ পেতে পারেন। ব্যবসায় অপরিচিত কাউকে বিশ্বাস করা উচিত নয়। আপনার উন্নতির পথে আসা বাধা দূর হবে।
কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য আগামীকাল একটি ক্ষতিকর দিন হতে চলেছে। তাড়াহুড়ো করে গাড়ি চালানো ঠিক হবে না। আঘাত পাওয়ার আশঙ্কা রয়েছে। ব্যায় বাড়তে পারে। একটু সাবধানে থাকতে হবে।
মীন রাশি
মীন রাশির জাতকদের জন্য আগামীকাল ধর্মীয় কর্মসূচিতে মন দেওয়ার দিন। যদি কোনো বিষয়ে আপনার মনে কোনো দ্বিধা থাকে, তাহলে সেই কাজটি একেবারেই করা উচিত নয়। আপনার বাবার পরামর্শ আপনার খুব কাজে লাগবে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আরও পড়ুন :
কোজাগরী পূর্ণিমাতেই লক্ষ্মীলাভ? সৌভাগ্যে বান আসবে কোন রাশির ?