কলকাতা: দাম্পত্য জীবনে সম্পর্ক ভাল রাখতে হলে বেড রুমের বাস্তুতে (Vastu) নজর রাখা জরুরী। কারণ অনেক সময়ই অজান্তে আমরা ভুল পথে গিয়ে সম্পর্কে ভাঙন ধরাই। তবে বাস্তু মানলে সেসব এড়ানো যেতে পারে, কী করবেন আর কী করবেন না, চলুন জেনে নেওয়া যাক।
শোওয়ার ঘরে জীব জন্তুর স্থাপত্য, ছবি, ড্রেসিং টেবিল রাখবেন না
মূলত, শোওয়ার ঘরে কখনই কোনও জীব জন্তুর স্থাপত্য, ছবি রাখবেন না। তাতে বিপদ এড়ানো যাবে। নতুন জীবজন্তুর হিংস্রতা প্রভাব ফেলতে পারে। দেওয়াল ঘড়ি ভুল করেও দক্ষিণের দেওয়ালে লাগাবেন না। উত্তরের দেওয়ালে লাগাতে পারেন। শোওয়ার ঘরে ড্রেসিং টেবিল রাখবেন না। থাকলেও সেখানে যেনো আপনার শোওয়ার সময়, শরীরের কোনও অংশ প্রতিফলিত না হয়। সাদা কাপড়ে ঢেকে রাখুন। যতো পারবেন সফট কালার ব্যবহার করুন বেড রুমে। টিভি, সাউন্ড সিস্টেম বেড রুম থেকে সরিয়ে রাখুন। শোওয়ার ঘরের দিকে যদি সূর্য ওঠে, ভোরে আলো ছড়িয়ে পড়ে, তাহলে ভাল হবে। শোবার খাটের নিচে চটি রাখবেন না।
খাট রাখবেন কোথায় ? কেমন আলো থাকবে ?
অপরদিকে, শোবার ঘরে যুদ্ধের ছবিও রাখবেন না। দক্ষিণ বা পূর্ব দিকে মাথা দিয়ে ঘুমোন। মাথার দিকে খাটের অংশের পিছনে যেনও সলিড দেওয়াল থাকে। পাশাপাশি আরও কতগুলি জিনিস খেয়ালে রাখতে হবে, কখনই ভুল করে বেডরুমে অ্যাকোরিয়াম রাখবেন না। ছোট পটে করে একটা মাছও নয়। ঘুমোনোর ঘরে লাইটও প্রভাব ফেলে। তাই সাদা আলো কিংবা, হালকা নীল, হালকা হলুদ, অর্থাৎ ভোরের সূর্য বা আকাশের রংয়ের আলো রাখবেন ঘরে।
আরও পড়ুন, জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে, কেমন যাবে আজকের দিন ?
বেডরুমের আকার কেমন হওয়া উচিত ?
বেডরুম বেছে নেওয়ার ক্ষেত্রে আরও কতগুলি বিষয় খেয়ালে রাখবেন। বেডরুমটা যেনও চতুর্ভুজ বা আয়তক্ষেত্র আকারের হয়। নতুবা এড়িয়ে যান। এবার আরও কতগুলি জিনিস মাথায় রাখুন। বিদ্যুৎ চমকালে যে গুলি আর্থিং করতে পারে, সেই মেটালিক জিনিসকে নিরাপদে রাখুন। যদি ঘড়ি বন্ধ হয়ে যায় শোওয়ার ঘরে দ্রুত সরিয়ে ফেলুন। শোওয়ার ঘরে কোনও মোটরসাইকেল বা হেলিকপ্টারের ডিজাইনের ঘড়ি রাখবেন না। সাধারণ ডায়ালের ঘড়ি রাখুন। শোওয়ার ঘরে বিকল হয়ে যাওয়া চার্জার সরিয়ে রাখুন। কারণ এই সবকিছুই আপানার জীবনে প্রভাব ফেলতে পারে।