কলকাতা : জ্যোতিষশাস্ত্রে, ১২ টি রাশির মধ্যে, এমন  ৫ টি রাশি রয়েছে যা দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদধন্য। ৫ টি রাশির জাতকরা তাঁদের গুণ, আচরণের জন্য দেবী লক্ষ্মীর প্রিয় হয়ে ওঠে। যদিও দেবীর আশীর্বাদ সবাই পেয়ে থাকেন,তবুও জ্যোতিষশাস্ত্র অনুসারে কয়েকটি রাশির জাতক - জাতিকারা মায়ের আশীর্বাদ পান সহজে।  এদের জীবনে আর্থিক সঙ্কট এলেও তা স্থায়ী হয় না বড় একটা। আসুন জেনে নেওয়া যাক কোন রাশি দেবী লক্ষ্মীর আশীর্বাদ পান সহজেই। 


মেষ রাশি
জ্যোতিষশাস্ত্র অনুসারে, মেষ রাশির জাতক জাতিকারা খুব পরিশ্রমী হয়। তারা যা করার সিদ্ধান্ত নেয়, তা সম্পন্ন করেই ছাড়ে। অদম্য এদের জেদ। এদের আত্মবিশ্বাস থাকে চরমে।  এরা খুবই উদ্যমী এবং আশাবাদী হয়। শুধু তাই নয়, নিজের কাজের প্রতিও এরা অত্যন্ত সৎ। এদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে। কর্মক্ষেত্রে প্রশংসিত হয় এরা।   দেবী লক্ষ্মীর কৃপায় প্রচুর আর্থিক লাভ পায় এরা। 


বৃষ রাশি 
জ্যোতিষশাস্ত্র অনুসারে, বৃষ রাশির লোকেরা খুব নির্ভরযোগ্য হয়। তারা মানুষের মাঝে থাকতেই বেশি পছন্দ করে।  আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে এরা।  এই রাশির জাতকরা দেবী লক্ষ্মীর খুব প্রিয়। তবে তারা নিরাপদ পরিবেশে থাকতে পছন্দ করে। ঝুঁকি নিতে পছন্দ করে বৃষ রাশির জাতকরা । জীবনে অর্থ সংক্রান্ত কোনো সমস্যা হয় না।



মিথুন রাশি 
জ্যোতিষশাস্ত্র অনুসারে, মিথুন রাশির মানুষরা  কোমল মনের হয়। এরা স্নেহশীল হয়।  কৌতূহলী মনের মানুষ এরা।  বুধ এই রাশির অধিপতি। এদের প্রশ্ন করার ক্ষমতা আছে। শিল্পকলায় অভিরুচি থাকে।  খুব বেশি।  কর্মজীবনে সাফল্য পায় এরা।  মা লক্ষ্মীও তাদের প্রতি খুশি থাকন। অর্থ সংক্রান্ত সমস্যা এদের সমস্যায় ফেলে না। 



কন্যা রাশি
জ্যোতিষশাস্ত্র অনুসারে, কন্যা রাশির লোকেরা খুব বাস্তববাদী এবং অনুগত হয়। এরা  কঠোর পরিশ্রম করতে ভয় পায় না। এরা শীঘ্রই তাদের কর্মজীবনে  সাফল্য পান।  অনেকের মধ্যে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। সবসময় অন্যদের সাহায্য করার জন্য প্রস্তুত থাকে এরা।  তারা আর্থিক সুবিধা পায় । 



তুলা রাশি
তুলা রাশির অধিপতি শুক্র। এদের বৈষয়িক স্বাচ্ছন্দ্যের কোনো অভাব নেই। এরা বিলাসবহুল জীবনযাপন করতে পছন্দ করে। এ জন্য তারা অনেক পরিশ্রমও করে। মা লক্ষ্মী সর্বদা তাদের প্রতি সন্তুষ্ট হন এবং তাদের আশীর্বাদ করেন। এছাড়া এরা বিবাদে জড়ায় না। বিবাদ মিটিয়ে দিতে সিদ্ধহস্ত।  এদের গভীর ন্যায়বিচারবোধও রয়েছে।


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।