কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: জুনিয়র ডাক্তারদের দাবি ন্যায্য। সেই দাবি পূরণ না হলে, সরকারের সঙ্গে অসহযোগিতার পথে হাঁটতে পারেন অধ্যাপক-চিকিৎসকরা। প্রয়োজনে, তাঁরাও অনশন, অবস্থান কর্মবিরতি করতে পারেন। সোমবার SSKM-এ বৈঠকের পর, এমনই হুঁশিয়ারি দিলেন সরকারি হাসপাতালের প্রফেসর চিকিৎসকরা। আজ দ্রোহের কার্নিভাল ও জুনিয়র ডাক্তারদের মানববন্ধন কর্মসূচিতে অংশ নেবেন তাঁরা।
হাসপাতালে হাসপাতালে কর্মবিরতি, ১২ ঘণ্টার প্রতীকী অনশন। মিছিল, অবস্থান, ধর্নায় অংশগ্রহণ, আর জি কর কাণ্ডের বিচার ও জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন জানিয়ে একের পর এক কর্মসূচিতে অংশ নিচ্ছেন সিনিয়ার চিকিৎসকরা।
এই পরিস্থিতিতে সোমবার SSKM মেডিক্যাল কলেজে বৈঠকে বসেন রাজ্যের প্রায় সমস্ত সরকারি মেডিক্যাল কলেজ-হাসপাতালের অধ্যাপক-চিকিৎসকরা। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়, মঙ্গলবার 'দ্রোহের কার্নিভাল' ও জুনিয়র ডাক্তারদের ডাকে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেবেন অধ্যাপক -চিকিৎসকরা। চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার বলেন, 'অসহযোগিতা করার প্রসঙ্গ। এরপর কী করবে তা নিয়ে হুঁশিয়ারির প্রসঙ্গ'।
আরও পড়ুন, 'কারা সাহস দিচ্ছে? কোথায় নিরাপত্তা'? SSKM-এ দুষ্কৃতী তাণ্ডব নিয়ে ফের সুর চড়ালেন চিকিৎসকরা
প্রয়োজনে আগামী দিনে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন অধ্যাপক-চিকিৎসকরা। এসএসকেএম অধ্যাপক চিকিৎসক গৌতম দাস বলেন, মুখ্যমন্ত্রীকে চিঠি দিচ্ছি আমরা। দাবি পূরণ না হলে... অসহযোগিতা। অধ্যাপক-চিকিৎসক অর্ণব সেনগুপ্ত বলেন, 'টিচারদের ইলেকটেড বডি চাই, তাহলে অনাচার আটকানো যাবে'।
মূল প্রশ্ন একটাই এই জটিলতা শেষ অবধি কাটবে কীভাবে?
এদিকে, আজ জোড়া কার্নিভাল নিয়ে আরও জোরালো হল রাজ্য সরকার ও চিকিৎসকদের সংগঠনের সংঘাত। স্বাস্থ্যভবনে মুখ্যসচিবের ডাকা বৈঠকেও মিলল না সমাধান সূত্র। মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকেই দ্রোহের কার্নিভালে আমন্ত্রণ জানিয়ে এলেন জয়েন্ট প্ল্যাটপর্ম অফ ডক্টর্সের প্রতিনিধিরা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে