কলকাতা: শিবরাত্রির (Shiv Ratri) আরাধনা করে গোটা দেশ (India)। শিবরাত্রির (Maha Shiv Ratri) এই দিনটিতে বহু মানুষ অপেক্ষা করেন ভগবান শিবের আশীর্বাদ পাওয়ার জন্য। সারারাত জেগে চলে দেবাদিদেবের আরাধনা। 


শিব ভক্তদের কাছে মহা শিবরাত্রির দিনটি কোনো উৎসবের চেয়ে কম নয়। বিশ্বাস করা হয় যে, এই দিনে বিখ্যাত দ্বাদশ জ্যোতির্লিঙ্গের আবির্ভাবও হয়েছিল। শিবরাত্রি তাই খুব গুরুত্বপূর্ণ হিন্দুধর্মশাস্ত্রে। শিবরাত্রির দিনে চার প্রহরে পুজো করার নিয়মও রয়েছে। দেশের এক এক স্থানে শিবের (Lord Shiva) এক এক রূপেরও পুজো হয় এদিন। মহাকালেশ্বরে যেমন নবরাত্রি (Navratri) পালন শেষে শিবরাত্রির উদযাপন হয়। 


এই বছর, মহা শিবরাত্রির শুভ উত্সব ১৮ ফেব্রুয়ারি, ২০২৩- এ



  • চতুর্দশী তিথি শুরু হবে ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখে রাত ০৮:০২

  • চতুর্দশী তিথি শেষ হবে ১৯ ফেব্রুয়ারি রাত ০৪:১৮-এ

  • রাত্রি প্রথম প্রহরের পুজোর সময় রাত ০৬:১৩ থেকে ০৯:২৪ অবধি 

  • রাত্রি দ্বিতীয় প্রহরে পুজোর সময় রাত ০৯:২৪ থেকে ১২:৩৫ অবধি 

  • রাত্রি তৃতীয় প্রহরের পুজোর সময় ১২:৩৫ থেকে ০৩:৪৬

  • রাত্রি চতুর্থ প্রহর পুজোর সময় রাত ০৩:৪৬ থেকে ০৬:৫৬


বিল্বপত্র বা বেলপাতা ছাড়া দেবাদিদেব মহাদেবের পুজো অসম্পূর্ণ বলে মনে করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে, শিবকে বেলপাতা নিবেদন করলে তিনি প্রসন্ন হন।                                                    


আরও পড়ুন, মহাশিবরাত্রিতে চার প্রহরের কোন সময় এবছর পুজো করলে ফললাভ হবে?


                                                        


শিবলিঙ্গে বেলপাতা নিবেদনের নিয়ম 



  • সব সময় তিনটি পাতা সহ বেলপাতা শিবলিঙ্গে নিবেদন করা উচিত। খেয়াল রাখবেন এতে যেন কোনও দাগ না থাকে। 

  • কাটা-ছেঁড়া ও শুকিয়ে যাওয়া বেলপাতা একেবারেই নিবেদন করা ঠিক নয়। 

  • শিবলিঙ্গে অর্পণের আগে ভাল করে ধুয়ে বেলপাতার মসৃণ দিকটি অর্পণ করুন। 

  • পুজোর সময় বেলপাতা না থাকলে, আগে নিবেদিত পাতা ধুয়ে শিবলিঙ্গে অর্পণ করুন। বেলপাতা কখনও বাসি হয় না। 

  • শিবলিঙ্গে ১, ১১ বা ২১ টি বেলপাতা নিবেদন করা শুভ।