Shiv Ratri 2023: শিবরাত্রির (Shiv Ratri) আরাধনা করে গোটা দেশ (India)। শিবরাত্রির (Maha Shiv Ratri) এই দিনটিতে বহু মানুষ অপেক্ষা করেন ভগবান শিবের আশীর্বাদ পাওয়ার জন্য। সারারাত জেগে চলে দেবাদিদেবের আরাধনা। শিব ভক্তদের কাছে মহা শিবরাত্রির দিনটি কোনো উৎসবের চেয়ে কম নয়। বিশ্বাস করা হয় যে, এই দিনে বিখ্যাত দ্বাদশ জ্যোতির্লিঙ্গের আবির্ভাবও হয়েছিল। শিবরাত্রি তাই খুব গুরুত্বপূর্ণ হিন্দুধর্মশাস্ত্রে। শিবরাত্রির দিনে চার প্রহরে পুজো করার নিয়মও রয়েছে। দেশের এক এক স্থানে শিবের (Lord Shiva) এক এক রূপেরও পুজো হয় এদিন। মহাকালেশ্বরে যেমন নবরাত্রি (Navratri) পালন শেষে শিবরাত্রির উদযাপন হয়। 


কিন্তু চার প্রহরে পুজো কেন? কী এর বিশেষত্ব? এ বছর চারপ্রহরের মধ্যে কোন প্রহরে পুজো করলে ফললাভ হতে পারে? কীভাবে পুজো করা উচিত তা জেনে নেওয়া যাক। 


মহাশিবরাত্রির চার প্রহরের পুজোর প্রথম প্রহরে শিবকে দুধ দিয়ে স্নান করাতে পারেন। জ্যোতিষশাস্ত্রমতে, এই কাজ করলে ঋণ থেকে মুক্তি পাওয়া যায়। আর দ্বিতীয় পর্বে দই নিবেদন করুন। এতে সন্তানের সুখ এবং বিবাহিত জীবনে সুখ আসে বলে মনে করা হয়। তৃতীয় প্রহরে, শিবের পুজোর অভিষেক করুন ঘি দিয়ে। অর্থ ও ধন-সম্পদ পেতে হলে এইভাবে পুজো করার বিধি বলা হয়ে থাকে শাস্ত্রে। শুধু তাই নয়, চাকরি ও ব্যবসায় উন্নতি লাভ করে বলে কথিত আছে।  চতুর্থ প্রহরে শিবকে স্নান করান মধু দিয়ে। সৌভাগ্য বয়ে নিয়ে আসে এই কাজ। 


আরও পড়ুন, কবে শিবরাত্রি ? বিশেষ যোগের কারণে এই ৪ রাশির জাতক-জাতিকারা হবেন লাভবান


রাতের চার প্রহরে জেগে শিবকে পুজো অর্পণ করলে ভাগ্যে শুভযোগ তৈরি হয়। বলা হয়, এই সময় শিব-পার্বতী বিশ্বভ্রমণে বের হন। তাই যারা এই সময় পুজো করেন তারা আশীর্বাদধন্য হন। জীবনে আসে সুখ। 


এবার জেনে নেওয়া যাক এবছর মহাশিবরাত্রির শুভ সময় কখন?


পঞ্জিকা অনুসারে, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি ১৮ ফেব্রুয়ারি ২০২৩-এ রাত ৮.০২ মিনিটে শুরু হচ্ছে এবং পরের দিন ১৯ ফেব্রুয়ারি ২০২৩-এ বিকেল ০৪.৪৮-এ শেষ হবে। 


তবে যখনই পুজো করুন শিবকে তুষ্ট করতে জল ও বেলপাতা দিতেই হবে। পৌরাণিক বিশ্বাস অনুসারে, দেবী পার্বতীই প্রথম শিবকে বেলপাতা নিবেদন করেছিলেন। এমনটা বিশ্বাস করা হয় যে ভগবান শিবের উপাসনার জন্য অনেক ধরনের জিনিস না পাওয়া গেলেও এবং শুধুমাত্র একটি বিল্বপত্র নিবেদন করা হলে তা চারপ্রহরে পুজোর পূর্ণ ফল দেয়।