২০২৬ সালে বেশ কয়েকটি বিরল রাজযোগ তৈরি হতে চলেছে। যার প্রভাব মেষ থেকে মীন রাশি পর্যন্ত অনুভূত হবে। ২০২৬ সালের ১৬ জানুয়ারি মঙ্গল মকর রাশিতে প্রবেশ করবে। ১৮ জানুয়ারি চন্দ্রও এই রাশিতে প্রবেশ করবে।

Continues below advertisement

এমন পরিস্থিতিতে, মঙ্গল ও চন্দ্রের সংযোগ মহালক্ষ্মী রাজযোগের সৃষ্টি করবে। এই মহালক্ষ্মী রাজযোগ কিছু রাশির জাতকদের ভাগ্য বয়ে আনবে এবং সম্পদ ও সমৃদ্ধিতে অপরিসীম সাফল্য বয়ে আনবে।

মেষ রাশি (Mesh Rashi)- মেষ রাশির জাতকদের জন্য মহালক্ষ্মী রাজযোগ ভাগ্যবান প্রমাণিত হতে পারে। এই রাজযোগ আপনার রাশিফলের কর্মভাবনায় তৈরি হচ্ছে। ফলে, ২০২৬ সাল আপনার ব্যবসা এবং কর্মজীবনে উন্নতির বছর হতে পারে। চাকরি পাওয়ার পাশাপাশি, বেকাররা তাদের কর্মক্ষেত্রে নতুন দায়িত্বও পেতে পারেন। নতুন বছরটি যে কোনও বড় সিদ্ধান্ত বা বিনিয়োগের ক্ষেত্রে অনুকূল হবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা প্রকল্পগুলি গতি পাবে। আপনার বাবার সঙ্গে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে।

Continues below advertisement

বৃষ রাশি (Brisha Rashi)- মহালক্ষ্মী রাজযোগ বৃষ রাশির জাতকদের জন্যও উপকারী হতে পারে। এই রাজযোগ বৃষ রাশির গোচর কুণ্ডলীর নবম ঘরে গঠিত হবে। রাজযোগ গঠনের ফলে, আপনার ভাগ্য আপনার অনুকূলে থাকবে এবং আপনি দেশে ও বিদেশে ভ্রমণ করতে পারেন। ধর্মীয় কার্যকলাপে আপনার আগ্রহ বৃদ্ধি পাবে। বৃষ রাশির জাতকদের ব্যবসায় মন্দার সম্মুখীন হতে হচ্ছে, তাদের জন্য নতুন বছর অপ্রত্যাশিত আর্থিক লাভ বয়ে আনবে। এর সঙ্গে সঙ্গে কর্মজীবনের স্থিতিশীলতা অর্জিত হবে এবং চাকরিজীবীদের সমস্ত ইচ্ছা পূরণ হবে।

ধনু রাশি (Dhanu Rashi)- ধনু রাশির জাতকদের জন্য মহালক্ষ্মী রাজযোগ ভাগ্যবান প্রমাণিত হতে পারে। ধনু রাশির ধন-গৃহে এই রাজযোগ তৈরি হচ্ছে। সময়ে সময়ে আর্থিক লাভের সম্ভাবনা দেখা দিচ্ছে। এই সময়ে, তরুণরা তাঁদের পছন্দের জিনিসপত্র কিনতে পারবেন। কর্মজীবনে অগ্রগতির পাশাপাশি, আপনি আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন। মানসিক সুখের পাশাপাশি, বস্তুগত আরাম পাবেন।

কোনও রাশির ভাগ্য নির্ভর করে গ্রহদের ঘোরাফেরার উপর। গ্রহদের গতি পথ ১২ রাশির ভাগ্যের ওঠা-নামার মুহূর্ত তৈরি করে। এদিকে, শনি গ্রহ কোনও মানুষের কর্মের উপর তাঁকে ফল দেন। কেউ খারাপ কাজ করলে তাঁর উপর শাস্তির খাঁড়া ঝোলে। অন্যদিকে, ভাল কাজের জন্য ভাল ফল। কেউ সুকর্ম করলে তাঁর ঝুলি সাফল্যে ভরিয়ে দিতে ভোলেন না।

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।