লখনউ: টানা ব্যর্থতাই সঙ্গী। টি-টোয়েন্টি ফর্ম্য়াটে জাতীয় দলের ক্যাপ্টেন হওয়ার পর থেকেই যেন রান করাই ভুলে গিয়েছেন সূর্যকুমার যাদব। মাঝে এশিয়া কাপ জিতেছে ভারত। চলতি টি-টোয়েন্টি সিরিজেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। কিন্তু এতকিছুর পরও কোথাও না কোথাও গিয়ে হয়ত অধিনায়ক হিসেবে সূর্যকুমারের ব্যাট চুপ থাকাটা বড় আকার নিয়েছে। এবার সূর্যকুমারের পাশে দাঁড়ালেন শিবম দুবে।

Continues below advertisement

চতুর্থ টি-টোয়েন্টি ম্য়াচের আগে সাংবাদিক বৈঠকে এসে দুবে জানিয়েছেন, ''সূর্য এমন মাপের প্লেয়ার যে টি-টোয়েন্টিতে পাঁচটি ম্য়াচের মধ্যে পাঁচটি ম্য়াচেই একার হাতেই জেতানোর ক্ষমতা রাখে। এই মুহূর্তে ও রান পাচ্ছে না মানে এই নয় যে সূর্য ভাল মানের প্লেয়ার নয়।''

চলতি বছরে ১৪টি টি-টোয়েন্টি ম্য়াচ খেলতে নেমে এখনও পর্যন্ত মাত্র ২০১ রান করতে পেরেছেন ব্যাট হাতে। গড় ১৪.৩৬। স্ট্রাইক রেট ১২৬.৪২। যা নিয়ে প্রবল সমালোচনার মুখে পড়তে হচ্ছে এই ফর্ম্য়াটে ভারত অধিনায়ককে। তৃতীয় ম্য়াচে মাত্র ১২ রান করে প্যাভিলিয়ন ফিরেছিলেন সূর্য। দুবে আরো বলেন, ''সূর্য এই ফর্ম্য়াটে দেশের জার্সিতে যা খেলেছে, আর কেউ এমনটা খেলতে পারেনি কখনও। এটা ঠিক যে এখন ও ছন্দ পাচ্ছে না। কিন্তু আশা করি খুব দ্রুত সঠিক সময়ে রানে ফিরবে সূর্য। যে কোনও সময়ে বড় ইনিংস আসবে সূর্যর ব্যাট থেকে।''

Continues below advertisement

উল্লেখ্য়, সোমবার রাতে শুভমন গিল, সূর্যকুমার যাদবসহ গোটা ভারতীয় দল তথা সহকারী কোচ রায়ান টেন দুশখাতেদের একসঙ্গে মিলে সিনেমা হলে দেখা যায়। প্রশ্ন উঠে তাঁরা কোন সিনেমা দেখতে গিয়েছিলেন? খবর অনুযায়ী ভারতীয় দল অক্ষয় খান্না, রণবীর সিংহ অভিনীত 'ধুরন্ধর' সিনেমাটি দেখতেই মাল্টিপ্লেক্সে গিয়েছিলেন। তবে সেটা ছিল সোমবার। তারপর ম্যাচের আগের দিন মঙ্গলবার টিম ইন্ডিয়া কিন্তু একানা স্টেডিয়ামে নেটে ঘাম ঝরায়। আগের ম্য়াচে বুমরা খেলেননিম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে বুমরা প্রসঙ্গে দুবেকে বলতে শোনা যায়, 'আমি যতদূর জানি, যতদূর শুনতে পেরেছি, তাতে ও এই ম্য়াচের আগে ফিরে আসছে। আমি জানি যে বুমরা এই ম্যাচের জন্য উপলব্ধ রয়েছেন। তবে সত্যি বলতে আমি ১০০ শতাংশ নিশ্চিত হয়ে কিছু বলতে পারব না।'

আজ সিরিজের চতুর্থ ম্যাচ জিতলেই টি-টোয়েন্টি সিরিজও ঝুলিতে পুরে নেবে টিম ইন্ডিয়া।