মকর সংক্রান্তি তিথিটির ধর্মীয় গুরুত্ব অপরিসীম। সূর্যের দক্ষিণায়ণ শেষ হয়ে শুরু হয় উত্তরায়ণ। হিন্দু ধর্ম মতো, দক্ষিণায়ণ হল দেবতাদের রাত্রিকাল। উত্তরায়ণ হল দেবতাদের দিবাকাল। এই দিনে পূজা ও দান করার বিশেষ গুরুত্ব রয়েছে। ভক্তদের বিশ্বাস রয়েছে, এই দিনে দান করলে এর ফল বহুগুণ হয়। মহাকাব্য বলে, কুরুক্ষেত্র-যুদ্ধকালে নিজের প্রাণত্যাগ করার জন্য মকর সংক্রান্তির তিথিকেই নির্বাচন করেছিলেন পিতামহ ভীষ্ম। তাই মকর স্নান করে পুন্যার্জন করতে চান করেন অনেকেই। এই তিথির পর তিনটি রাশির শুরু হয়ে যাবে সুসময়।
২০২৫ সালের ১৪ জানুয়ারি মকর সংক্রান্তি পড়েছে। এই দিনে সূর্য মকর রাশিতে প্রবেশ করে। ২০২৫ সালে সূর্য মকর রাশিতে প্রবেশ করবে সকাল ৮.৪৪ মিনিটে। এদিনই খরমাস শেষ হচ্ছে। শুভ সময় শুরু হচ্ছে। মকর সংক্রান্তির দিনে ভগীরথের আরাধনায় শিবের জটা থেকে মা গঙ্গা পৃথিবীতে অবতরণ করেছিলেন। তাই এই দিনে গঙ্গা স্নান করা অত্যন্ত শুভ ও সৌভাগ্যের বলে বিবেচিত হয়। এদিন সূর্যকে সন্তুষ্ট করতে ভোরবেলা সূর্যকে অর্ঘ্য অর্পণ করেন অনেকেই। এই দিন আপনার মনের পূরণ করতে একটি পাত্রে গঙ্গাজল, কাঁচা দুধ, কালো তিল, লাল চন্দন সূর্যকে অর্ঘ্য নিবেদন করতে পারে।
জ্যোতিষশাস্ত্র মতে, আগামী ১৪ জানুয়ারি থেকে মেষ রাশির জাতকদের জন্য শুভ সময় শুরু হবে। বিবাহিত জীবনে আপনি আপনার সঙ্গীর কাছ থেকে সমর্থন পাবেন। সন্তান লাভের সুখ পেতে পারেন। পরিবারের জন্য কিছু কেনাকাটা করতে পারেন।
সিংহ রাশির জাতক জাতিকাদের সৌভাগ্য উদয় হবে। আপনার কঠোর পরিশ্রমের ফল পাবেন হাতে-নাতে। ব্যবসার প্রসারে সফল হবেন। সন্তানদের কাছ থেকে ভাল খবর পাবেন।
মকর রাশির জাতক জাতিকাদের জন্য এটি খুব ভালো সময়। আপনার স্বাস্থ্যের উন্নতি হবে। দীর্ঘদিন ধরে চলে আসা স্বাস্থ্য সমস্যা কেটে যাবে। ব্যবসায় অগ্রগতি হবে। পেশাগত দিক থেকেও এই সময়টি শুভ।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।