প্রকাশ সিন্হা, দীপক ঘোষ ও অর্ণব মুখোপাধ্য়ায়, কলকাতা : প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় সোম ও মঙ্গলবার মিলিয়ে কুন্তল ঘোষ, অর্পিতা মুখোপাধ্যায়, তাপস মণ্ডল, পার্থ চট্টোপাধ্যায়ের জামাই সহ ৫২ জনের বিরুদ্ধে চার্জ গঠন হল। লিপস অ্যান্ড বাউন্স সহ ২৭টি কোম্পানির বিরুদ্ধেও চার্জ গঠন হয়। চার্জ গঠনের সময়ে গায়ক চরণ দাসের জেল যাত্রার প্রসঙ্গ টেনে কুন্তল ঘোষ বলেন, তিনি দুর্নীতির সঙ্গে জড়িত নন। প্রতিহিংসার কারণে তাঁকে জেলে পাঠিয়েছে বিজেপি। আদালতে কুন্তলকে এই ধরনের মন্তব্য করতে নিষেধ করেন ইডির বিশেষ আদালতের বিচারক। অন্যদিকে নিজেকে ফের নির্দোষ বলে দাবি করেন অর্পিতা। উদ্ধার হওয়া টাকা গয়নার কোনওটাই তাঁর নয় বলেও আদালতে জানান।
'বিজেপি ও কেন্দ্রীয় সরকারের বঞ্চনা নিয়ে আমি মুখ খুলেছি। তাই প্রতিহিংসার রাজনীতির শিকার আমি।' প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায়, ইডি-র চার্জ গঠনের সময়, এমনই দাবি করে, বিচারকের ধমক খেলেন কুন্তল ঘোষ। নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় সোম ও মঙ্গলবার মিলিয়ে কুন্তল ঘোষ, অর্পিতা মুখোপাধ্যায়, তাপস মণ্ডল, পার্থ চট্টোপাধ্যায়ের জামাই-সহ ৫২ জনের বিরুদ্ধে চার্জ গঠন হল। ইডির বিশেষ আদালতের বিচারক শুভেন্দু সাহা এদিন অভিযুক্তদের উদ্দেশে বলেন, আপনাদের বিরুদ্ধে অভিযোগ, প্রাথমিকের নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্য়ায়, মানিক ভট্টাচার্য, সুজয়কৃষ্ণ ভদ্রর সঙ্গে আপনারা যুক্ত ছিলেন। অপরাধের টাকা রেখেছেন, সেটা ব্যবহার করেছেন। আপনারা অপরাধের সঙ্গে যুক্ত।
তাতে অভিযুক্ত কুন্তল ঘোষ আবার 'হীরক রাজার দেশে' ছবির চরিত্র, চরণ দাসের প্রসঙ্গ টেনে আনেন। তিনি বলেন, চরণ দাসও জেলে গেছিলেন। তবে উনি কিন্তু গান গাইতেন। বিজেপি ও কেন্দ্রীয় সরকারের বঞ্চনার জন্য আমি মুখ খুলেছি। তাই প্রতিহিংসার রাজনীতির শিকার আমি। এর সঙ্গে আমার কোনও যোগ নেই, আমি নির্দোষ।
যদিও, একথা শুনেই কড়া সুরে বিচারক বলেন, এসব কথা ধর্মতলাতে গিয়ে বলুন। এখানে বলে লাভ নেই।
পার্থ চট্টোপাধ্য়ায়-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্য়ায় বিচারককে বলেন, আমি কিছুই জানতাম না। আমি সরকারের সঙ্গে যুক্ত ছিলাম না। সরকারের কোনও পদে ছিলাম না। আমার কোনও ধারণা নেই কী পাওয়া গেল, কোথা থেকে পাওয়া গেছে। কোনও অনৈতিক কাজের সঙ্গে আমি যুক্ত নই। কোম্পানিগুলোর সঙ্গেও আমার কোনও সম্পর্ক নেই।
পার্থ চট্টোপাধ্য়ায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য, মানিক ভট্টাচার্যের স্ত্রী ও পুত্র, নির্মাণ সংস্থা মার্লিন গ্রুপের চেয়ারম্যান সুশীল মোহতা-সহ ১৯ জন ও ২৭টি কোম্পানির বিরুদ্ধে ওঠা অভিযোগ পড়ে শোনান বিচারক শুভেন্দু সাহা। প্রত্যেকেরই নিজেদের নির্দোষ বলে দাবি করেন। ১৪ জানুয়ারি থেকে শুরু হবে বিচারপ্রক্রিয়া।