কলকাতা: মকর সংক্রান্তি উপলক্ষ্যে দেশের নানা প্রান্তে পুণ্যস্নান করে থাকেন পুণ্যার্থীরা। হরিদ্বার, বারাণসী, কুম্ভ, গঙ্গাসাগরে ভক্তদের জনজোয়ার দেখা যায়। পুণ্যলাভের আশায় সর্বত্রই ভিড় থাকে। পৌষ মাসের শেষ দিন পৌষ সংক্রান্তি হিসাবে পরিচিত।                                    

Continues below advertisement

মকর সংক্রান্তি তিথির গুরুত্ব বৃদ্ধির আর একটি কারণ হল এই দিন গঙ্গাদেবীর আবির্ভাব। পুরাণ মতে, সগর রাজার ৬০ হাজার সন্তানকে জীবন ফিরিয়ে দিতে ভগীরথ মর্ত্যলোকে গঙ্গাকে নিয়ে এসেছিলেন৷ তাই মকর সংক্রান্তিতে গঙ্গা এবং সাগরের সঙ্গমে স্নান করলে অসীম পুণ্যের কথা বর্ণিত হয়েছে পুরাণে ৷                 

বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী, 

Continues below advertisement

অমৃতযোগ- দিবা ৭টা ৪৭ মিনিট থেকে ১০ টা, ১১টা ২৯ মিনিট থেকে ৪টা ৩৯ মিনিট এবং সন্ধ্যে ৬টা ১৫ মিনিট থেকে ৮টা ৫০ মিনিট পর্যন্ত। 

মাহেন্দ্রযোগ- দুপুর ১টা ৪১ মিনিট থেকে ৩টা ১০ মিনিট এবং রাত্রি ৮টা ৫০ মিনিট থেকে ১০টা ৩৩ মিনিট পর্যন্ত 

মকর সংক্রান্তি উৎসবকে নানাভাবে বিশেষ বলে মনে করা হয়। এই দিনে সূর্য শনির রাশিতে প্রবেশ করে। এই দিনেই সূর্য ও শনির মিলন ঘটে। সংক্রান্তির দিনে সূর্য ধনু রাশি ত্যাগ করে মকর রাশিতে প্রবেশ করবে। সংক্রান্তি বলতে বোঝায় স্থানান্তর, সূর্যের স্থান পরিবর্তন করে পরবর্তী রাশিতে গমন। যা শুভ সময়ের সূচনা করবে। 

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে

অমৃতযোগ: সকাল ৭টা ৬ মিনিটের মধ্যে, পুনরায় ৭টা ৫০ মিনিট থেকে ৮টা ৩২ মিনিটের মধ্যে, পুনরায় ১০টা ৪০ মিনিট গতে ১২টা ৪৮ মিনিটের মধ্যে, সন্ধ্যা ৬টা থেকে ৬টা ৫২ মিনিটের মধ্যে, পুনরায় ৮টা ৪০ মিনিট থেকে ৩টে ৪৩ মিনিট পর্যন্ত।                

মাহেন্দ্রযোগ: সকাল ৭টা ৭ মিনিট থেকে ৭টা ৪৯ মিনিট, পুনরায় ১টা ৩৩ মিনিট থেকে ৩টে ৪০ মিনিট পর্যন্ত।

১৪ জানুয়ারি, সূর্য বিকেল ৩:১৩ মিনিটে মকর রাশিতে প্রবেশ করবে। তাই, এদিন মকর সংক্রান্তি পালন করা সবচেয়ে ভালো। এই শুভ সময়ে স্নান, ধ্যান এবং দান অত্যন্ত শুভ। ১৪ জানুয়ারি শুভ সময় থাকবে বিকেল ৩:১৩ থেকে ৫:৪৫ পর্যন্ত।