বৈদিক জ্যোতিষশাস্ত্রে, প্রতিটি গ্রহ একটি নির্দিষ্ট সময়ে তার রাশি পরিবর্তন করে। আর যে কোনও গ্রহের রাশি পরিবর্তন একসঙ্গে ১২ টি রাশিকেই প্রভাবিত করে। জ্যোতিষশাস্ত্র বলছে, মঙ্গল ২০২৪ সালের জুলাই মাসে তার রাশিচক্র পরিবর্তন করছে । আগামী মাসে বৃষ রাশিতে গোচর হচ্ছে মঙ্গল। এই গ্রহকে সাহস ও বীরত্বের কারক বলা হয়ে থাকে। মঙ্গলের এই পরিবর্তন তিনটি রাশির মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তুলবে এবং জাতকদের  ভাগ্যও উজ্জ্বল হবে। আর সেই সঙ্গে উজ্জ্বল করবে তাদের উন্নতির সম্ভাবনা।  মঙ্গল গ্রহ ৪৫ দিনের ব্যবধানে রাশি পরিবর্তন করে।  এবার জুলাই মাসে রাশিচক্র বদলাবে মঙ্গল আর তার ফলে সৌভাগ্যের জোয়ার আসবে ৩ রাশির।  


কন্যা রাশি      
 ভাগ্য স্থানে মঙ্গল গ্রহের গমন এই রাশির জাতক জাতিকাদের ভাগ্য উজ্জল করবে। পদোন্নতি হতে পারে। অফিসে মাইনে-কড়ি বাড়তে পারে। এমনকী দেশ-বিদেশেও ভ্রমণের সুপ্ত ইচ্ছেটাও পূর্ণ হয়ে যেতে পারে। আত্মবিশ্বাস আকাশচুম্বী থাকবে। সেটাকে কাজে লাগান।  সকলেই আপনার কাজে মুগ্ধ হবে। এই সময়টাকে কাজে লাগান। সময় আপনার পক্ষে আছে। 


মেষ রাশি 
দ্বাদশ ঘরে মঙ্গলের গমন এই রাশির জাতক জাতিকাদের অর্থ সাশ্রয় করতে সাহায্য করবে। এ সময় স্ত্রী বা স্বামীর সঙ্গে সম্পর্ক মধুর হবে। সমাজ ও কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি পাবে। আপনি যদি ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন, তাহলে  উন্নতির সেরা সময় এটিই। ভাগ্য আপনার সহায় , শুধু করতে হবে পরিশ্রম। নিজের কাজের প্রতি নিষ্ঠাবান থাকতে হবে। 


কুম্ভ রাশি               
এই রাশির চতুর্থ ঘরে মঙ্গলের গমন জাতক জাতিকাকে বস্তুগত আনন্দ দেবে। চাকরিজীবীরা বিশেষ সুবিধা পেতে পারেন এই সময়টা। নতুন গাড়ি বা সম্পত্তি কেনার জন্য ভাল সময় ও সুযোগ পাবেন। মঙ্গল আপনার সহায়। এ সময় আপনার নেওয়া সিদ্ধান্ত, সকলের কাছে আপনার সম্মান বাড়াবে।  


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন। 


আরও পড়ুন :


কোথাও কমলা সতর্কতা, কোথাও হলুদ, এই জেলাগুলিতে আজ থেকে লাগাতার বৃষ্টি