কলকাতা : এখনও অবধি দক্ষিণবঙ্গে ( South Bengal Weather আশানুরূপ বৃষ্টি হয়নি। তবে আশার কথা এটাই মৌসুমী বায়ু এবার গতি পেয়েছে। দক্ষিণবঙ্গের বর্ষা ঢুকে পড়েছে মেদিনীপুরেও। তাই আর দু-এক দিনেই দক্ষিণ বঙ্গের বিভিন্ন জেলায় বর্ষার দাপট দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে। 


আবহাওয়ার পূর্বাভাস বলছে, দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট তেমন না থাকলেও আগামী দুদিন আংশিক মেঘলা আকাশ থাকবে । সোমবার দক্ষিণবঙ্গে বৃষ্টি তেমন হয়নি বললেই চলে।  তবে আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবার বিক্ষিপ্তভাবে জাঁকিয়ে বৃষ্টি হবে বিভিন্ন জেলায়। ৪-৫ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। 


অন্যদিকে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, আগামী কয়েকদিন টানা দুর্যোগ চলবে উত্তরবঙ্গে। মঙ্গলবার কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। সেই সঙ্গে  কালিম্পং, দার্জিলিং, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। এই জেলাগুলিতে বৃষ্টি চলবে বুধবারও।  


আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামীকাল অর্থাৎ বুধবার থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গেও। তবে উপরের দিকে ৫ জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলবে। এই সপ্তাহের শেষাশেষি অবধিই এমন বৃষ্টি চলবে উত্তরের জেলাগুলিতে। 


অন্যদিকে দক্ষিণবঙ্গে ভরপুর বর্ষার বৃষ্টি শুরু হবে আগামী মাস থেকেই। তার আগে বৃষ্টি হলেও, তা হবে বিক্ষিপ্ত। গরম থেকে রেহাই পাওয়ারও তেমন কোনও সম্ভাবনা নেই আপাতত।  দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করেছে ৩১ মে। এর আগে অনেকদিন ইসলামপুরে আটকে ছিল দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। ২১ জুন বর্ষা এসেছে দক্ষিণবঙ্গে।   কিন্তু তারপরও বৃষ্টির দেখা মেলেনি।  


আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গে টানা বৃষ্টির প্রভাবে ফের নদীর জলস্তর বাড়বে। নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। শস্য ও কাঁচা বাঁধের ক্ষতি হতে পারে। কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হতে পারে। পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হতে পারে। 


কলকাতার আবহাওয়া 
আংশিক মেঘলা আকাশ থাকবে । বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকবে। বৃষ্টি না হলে আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে।  মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৪ থেকে ৯২ শতাংশ।  


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: প্রথম দিনেই ৬৮ হাজার আবেদন! কেমন কাজ করল কলেজে ভর্তির পোর্টাল?