কলকাতা: বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, প্রতিটি গ্রহ তার নির্দিষ্ট সময়ে এক জায়গা থেকে অন্যত্র সরে। মঙ্গল মেষ এবং বৃশ্চিক রাশির অধিপতি। ২৬ অগাস্ট মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছে মঙ্গল। এই দিনে জন্মাষ্টমী উৎসব পালিত হবে। বুধের রাশি মিথুন রাশিতে প্রবেশ করবে। এই গমনের ফলে সমস্ত রাশির উপর এর প্রভাব দেখা যাবে। কিছু রাশির জাতক এক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন, আবার কিছু রাশির জাতকদের এই সময়ে সতর্ক থাকতে হবে।
 
কোনও ব্যক্তির কুণ্ডলীতে মঙ্গল শক্তিশালী হলে সাফল্যের সম্ভাবনা থাকে। এই সময়ে সম্পদ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে। ভাই-বোনের সাথে সম্পর্কেরও উন্নতি হবে। স্বাস্থ্য ভাল থাকবে। এই সময়ে কোন রাশির জাতক জাতিকারা বেশি উপকার পাবেন?
 
সিংহ রাশি:
জ্যোতিষশাস্ত্র অনুসারে, মঙ্গল গ্রহের এই যাত্রা সিংহ রাশির জাতকদের জন্য আশীর্বাদের চেয়ে কম নয়। এই সময়কালে, এই রাশির জাতকরা তাঁদের সমস্ত কাজে সাফল্য পাবেন। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। এই সময় জাতকদের বেকারত্ব থেকে মুক্তি মিলবে। এই সময়ের মধ্যে আপনি কাঙ্ক্ষিত চাকরি পাবেন। দায়িত্ব বাড়বে তবে আপনি সেগুলি সহজেই সম্পন্ন করতে পারবেন। 


কন্যা রাশি:
জ্যোতিষশাস্ত্র অনুসারে কন্যা রাশির জাতকরা এই সময়ে সম্মান পাবেন। এই সময় জুড়ে ভাগ্য আপনার পাশে থাকবে। আপনি যদি রাজনীতিতে কেরিয়ার গড়ার কথা ভেবে থাকেন তাহলে এটি একটি ভাল সময় হতে পারে। চাকরিজীবীরা এই সময়ে লাভবান হবেন। শিক্ষার্থীরা যদি বিদেশে পড়ার সুযোগ খুঁজে থাকেন, তাঁরা এই সময়ে সুযোগ পাবেন। অর্থনৈতিক দিক থেকেও শক্তিশালী হবেন আপনি। আপনার সন্তানদের পক্ষ থেকে আপনার দায়িত্ব পালন করা হবে। 


মেষ রাশি:
মেষ রাশির জাতকদের জন্য মঙ্গল গ্রহের এই চলন শুভ হবে। এ সময় আত্মবিশ্বাস, শক্তি ও সাহস সবই বাড়বে। এই সময়ে ভাই-বোনের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। পরিবারে শান্তির পরিবেশ থাকবে। এই সময়ে বিদেশ ভ্রমণের সম্ভাবনা রয়েছে জাতকদের। ধর্মীয় ও আধ্যাত্মিক কাজের প্রতি ঝোঁক বাড়বে। আপনি এই সময়ে একটি বিদেশি সংস্থায় কাজ করার সুযোগ পাবেন। 


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: নির্যাতিতার দেহের পাশে ছিল ডায়েরি! ছেঁড়া পাতা থেকেই কি মিলবে আসল উত্তর?