নয়া দিল্লি: বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, যে কোনও গ্রহের স্থানবদলকে রাশিচক্রকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। জ্যোতিষ শাস্ত্রের দিক থেকে মার্চ মাসটি খুবই বিশেষ হতে চলছে। 


শনির উদয়


মাসের শুরুতেই শনিদেব রাশিচক্রে কুম্ভ রাশিতে অবস্থান করবেন। সোমবার রাত ১১.৩৬-এ শনি কুম্ভ রাশিতে থাকবে। একই সময়ে সূর্য ও বুধও কুম্ভ রাশিতে অবস্থান করবে। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, শনির উত্থানের কারণে কিছু রাশির জাতক আর্থিক সুবিধা পাবেন। বৃষ, সিংহ, তুলা ও কুম্ভ রাশির জাতক জাতিকারা এই অবস্থানে আসার ফলে লাভবান হবেন। 


সূর্যের সরণ


এই মাসের মাঝামাঝি, সূর্যও তার রাশি পরিবর্তন করতে চলেছে। সূর্য দেবতা মীন রাশিতে প্রবেশ করবেন সকাল ৬.১৩ মিনিটে। 


শুক্রের স্থান বদল


শুক্র মীন রাশি ছেড়ে মেষ রাশিতে প্রবেশ করবে মার্চেই, ২০২৩ এ। শুক্রকে সম্পদ, সুখ ও সমৃদ্ধির কারক বলে মনে করা হয়। সকাল ০৮.১৩ নাগাদ শুক্র মেষ রাশিতে অবস্থান বদল করবে। 


রাশিচক্রের উপর কী প্রভাব পড়বে? 


মেষ-  মার্চ মাসে মেষ রাশিতে রাহুর দৃষ্টি থাকবে। যে কারণে মার্চ মাসে ভাগ্যে উত্থান-পতন থাকবে। অর্থনৈতিক অবস্থা খারাপ হতে পারে। গ্রহের এই স্থান বদলে পারিবারিক জীবনে সমস্যা দেখা দিতে পারে। এই সময় আপনি কঠোর পরিশ্রম করবেন কিন্তু আর্থিক লাভ কম হবে। পুরনো রোগের পুনরাবৃত্তি ঘটতে পারে। ব্যবসায়ীদের জন্য এই সময়টি খুব একটা ভাল নয়। 
 
সিংহ 


মার্চ মাসে সিংহ রাশির জাতক জাতিকারা সূর্যের দিক দিয়ে থাকবে। এই সময়ে আপনাকে মানসিক সমস্যায় পড়তে হতে পারে। অর্থ লাভ কম হবে। দাম্পত্য জীবনে ঝামেলা হতে পারে। এছাড়াও আপনাকে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে হবে। 


কন্যা 


মার্চ মাসে গ্রহের পরিবর্তনের কারণে কন্যা রাশির জাতকদের আর্থিক বিষয়ে সমস্যায় পড়তে হবে। অর্থের ক্ষতি হতে পারে। খরচ বাড়তে পারে। ব্যবসায়ীদের অনেক দৌড়াদৌড়ি করতে হতে পারে। সহকর্মীদের থেকে বিবাদ হতে পারে। স্বাস্থ্যের ব্যাপারে অবহেলা এড়িয়ে চলুন। 


কুম্ভ 


মার্চ মাসে গ্রহের মিলনের কারণে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে সমস্যায় পড়তে হতে পারে। এই সময়ে আপনার ব্যবসায় পরিবর্তন হতে পারে। এর সঙ্গে সঙ্গে পরিবারের মধ্যে ঝগড়াও হতে পারে।


 


ডিসক্লেমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা জরুরী যে ABPLive.com এমন কোনও ধরনের বিশ্বাস, তথ্যকে সমর্থন করে না। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।