Margashirsha Amavasya 2024: শনিবারের অমাবস্যা ! কাটিয়ে ফেলুন দুর্ভাগ্য-কাঁটা, তারপরই সুসময় ৩ রাশির

মার্গশীর্ষ অমাবস্যায় ভগবান বিষ্ণু,দেবাদিদেব মহাদেব শিব এবং দেবী গঙ্গার পুজো করা হয়।এদিন যেকোনও পবিত্র নদীতে স্নান করা শুভ বলে মনে করা হয়।

Continues below advertisement

আগামী ৩০ নভেম্বর অমাবস্যা তিথি। সেই দিন পড়েছে শনিবার। অমাবস্যা তিথি ও শনিবার একত্রে পড়লে তার বিশেষ তাৎপর্য রয়েছে বলে মনে করা হয়। পঞ্জিকা অনুসারে, শনিবির  সকাল ১০.২৯ মিনিটে শুরু হচ্ছে অমাবস্যা তিথি। তিথি অবসান ডিসেম্বরের ১ তারিখ। রবিবার প্রায় ১২ টা অবধি তিথি থাকছে। এই তিথিকে শনি অমাবস্যা বলা হয়। এই দিন অনেক গুরুত্বপূর্ণ কাজ করা হয়। 

Continues below advertisement

এই দিনে ভগবান বিষ্ণু,দেবাদিদেব মহাদেব শিব এবং দেবী গঙ্গার পুজো করা হয়।এদিন যেকোনও পবিত্র নদীতে স্নান করা শুভ বলে মনে করা হয়। পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য তর্পণ করাও যেতে পারে। 

মার্গশীর্ষ অমাবস্যায় স্নান ও দান মুহূর্ত:
পঞ্চাঙ্গ অনুসারে, মার্গশীর্ষ অমাবস্যায় ব্রহ্ম মুহূর্ত পড়ছে  সকাল ৫:০৮ এ। ৬:০২ পর্যন্ত শুভ ক্ষণ স্থায়ী হচ্ছে।  
এই দিনে অভিজিৎ মুহূর্ত থাকবে সকাল ১১:৪৯ থেকে দুপুর ১২:৩১ পর্যন্ত। এই সময়ে,যে কেউ পুণ্যস্নান এবং দান করতে পারেন। 

কী করা হয় এই দিনে

কালসর্প দোষ, শনি দোষ, গ্রহ দোষের প্রতিকার এবং দান করার জন্য অমাবস্যা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ধর্মীয় বিশ্বাস অনুসারে, ব্রাহ্ম মুহুর্তের সময় স্নান করা, যা সকালে সূর্যোদয়ের পূর্বের সময়, সবচেয়ে শুভ বলে মনে করা হয়। 

কালসর্প দোষ, শনি দোষ, গ্রহ দোষের প্রতিকার এবং দান করার জন্য অমাবস্যা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ধর্মীয় বিশ্বাস অনুসারে, ব্রাহ্ম মুহুর্তের সময় স্নান করা, যা সকালে সূর্যোদয়ের পূর্বের সময়, সবচেয়ে শুভ বলে মনে করা হয়। 


কুম্ভ রাশি হলে এই মার্গশীর্ষ অমাবস্যা পেরোলেই সুখ আসতে চলেছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে সৌভাগ্য  অনেক সুবিধা পেতে শুরু করতে পারেন। দাম্পত্য জীবনে অশান্তি দূর হবে । কর্মক্ষেত্রে পদোন্নতি যোগ আসতে পারে।   বিনিয়োগ করার আগে ভআবতে হবে। তবে মুনাফা অর্জন করতে পারেন।  ভ্রমণের সুযোগ পেতে পারেন।

বৃষ রাশি হলে নভেম্বরে মার্গশীর্ষ অমাবস্যার পরই ভাল সময় শুরু হবে। যার জের চলবে পুরো ডিসেম্বর মাস। অন্য জায়গায় চাকরি পরিবর্তন করতে পারেন। অফার আসতে পারে। আইনি মামলা সুরাহা হতে পারে। 

মিথুন রাশি হলে সংসারে জাতকের সম্মান বৃদ্ধি পাবে । সম্মানিত হতে পারেন।  পেশাগত উন্নতি হবে।  কেরিয়ার ভালো হবে। ব্যবসায়ী শ্রেণীর জন্য সময়টি ভাল যাবে। নতুন বছরে যানবাহন কিনতে পারেন। সম্পত্যোগ আছে। 

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

Continues below advertisement
Sponsored Links by Taboola