সুনীত হালদার, হাওড়া: শীতের মরশুমে নতুনভাবে সেজে উঠেছে উলুবেড়িয়ার গড়চুমুক জুলজিক্যাল পার্ক। শনিবার ওই পার্কের মধ্যে বেশ কয়েকটি পশুদের খাঁচা উদ্বোধন করেন বনমন্ত্রী বীরবাহা হাঁসদা। এদিন তিনি বলেন এই উদ্যানকে আরো সুন্দর করে সাজানোর পরিকল্পনা রয়েছে।
প্রতিবছর শীত পড়লেই হাজার হাজার পর্যটক ভিড় জমান উলুবেড়িয়ার গড়চুমুক জুলজিক্যাল পার্কে। নদীর ধারে বিশাল এই পার্কের মধ্যে নানা ধরনের গাছপালা, ফুল এবং বন্যপ্রাণীদের টানে আট থেকে আশি সবাই ভিড় জমায়। গত দু'বছর হাওড়া জেলা পরিষদের অধীনে থাকা এই পার্ককে ঢেলে সাজানোর কাজ শুরু হয়েছিল। আগে শুধুমাত্র হরিণ, কচ্ছপ, ময়ূর, কাকাতুয়া, টিয়া এবং সজারু ছিল।
কিন্তু বর্তমানে প্রায় ১০০ ধরনের পশু-পাখি রাখা হয়েছে। এদের মধ্যে আছে হরিণ, কুমির, মেছো বিড়াল, ঘড়িয়াল, অজগর সাপ, নানা ধরনের সরীসৃপ এবং এমু পাখি সহ নানা ধরনের পাখির নতুন খাঁচা তৈরি করা হয়েছে। এছাড়াও বাঘ, বন্য কুকুর, শেয়াল এবং নেকড়ের জন্য খাঁচা তৈরি করা হয়েছে। জুলজিকাল অথরিটি অফ ইন্ডিয়ার অনুমতি হাতে এলেই এই পশুগুলিকে এখানে আনা হবে।
আরও পড়ুন, স্কুলের ফি 'লাখ টাকা'! 'ভাল স্কুলে পড়ানো এখন বিলাসিতা', চোখ কপালে মধ্যবিত্তের!
বনমন্ত্রী বীরবাহা হাঁসদা ইগুয়ানা এবং বন বিড়ালের বিশেষ খাঁচা উদ্বোধন করেন এবং গোটা পার্ক ঘুরে দেখেন। তিনি বলেন, এই পার্ককে আরো সাজিয়ে তুলতে রাজ্য সরকারের পক্ষ থেকে পরিকল্পনা করা হয়েছে। ভবিষ্যতে নতুন ধরনের বন্য প্রাণী আনা হবে। এদিকে বনদপ্তর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ দর্শকরা। দর্শকরা জানিয়েছেন আগের থেকে এখন গোটা পার্ককে ভালোভাবে সাজানো হয়েছে। নতুন ধরনের পশু আনার ফলে শিশুদের কাছে এর আকর্ষণ অনেক বেড়েছে। আগের থেকে পার্ক আকর্ষণীয় হয়ে উঠেছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে