কলকাতা : প্রতিটি রাশির উপর প্রভাব পড়ে গ্রহের গতিবিধির। বৈদিক জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে, ১২টি রাশির উপর ৯টি গ্রহের স্থানান্তরের প্রভাব গভীর। কিছু গ্রহের বিপরীতমুখী এবং প্রত্যক্ষ গতিবিধির প্রভাব সব রাশির জাতকদের জীবনে সমানভাবে দেখা যায়। গ্রহের সেনাপতি মঙ্গল, প্রায় দুই বছর পর বিপরীত দিকে চলে। পঞ্চং অনুসারে, মঙ্গল কয়েকদিন দিন পরে বক্রি হয়ে যাবে। মঙ্গল ৭ ডিসেম্বর, ২০২৪-এ সকাল ৫টা ১ মিনিটে বক্রি হবে এবং ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ পর্যন্ত সেই অবস্থায় থাকবে। মঙ্গলের বিপরীতমুখী গতি ১২টি রাশিকে প্রভাবিত করবে। কিন্তু তিনটি রাশির জাতকদের মঙ্গলের বক্রি দশার কারণে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হতে হবে। আসুন জেনে নিই সেই তিনটি রাশি সম্পর্কে যাদের সাবধান হওয়া দরকার।


বৃষ রাশি (Brisha Rashi)- বক্রি হবে মঙ্গল। আর এর প্রভাব পড়বে বৃষ রাশির জাতকদের জীবনে। মঙ্গল বক্রি হওয়ার কারণে বৃষ রাশির জাতকদের সমস্যায় পড়তে হবে। শিক্ষার্থীর মনে নেতিবাচক চিন্তার উদয় হতে পারে, যা তার স্বাস্থ্যের ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিবাহিতদের পরিবারে তর্ক হতে পারে যা তাদের বাড়ির পরিবেশ নষ্ট করতে পারে। চাকরিজীবীরা পুরনো বিনিয়োগে ভাল লাভ পাবেন না। 


মীন রাশি (Meen Rashi) - সম্পত্তি কেনার সিদ্ধান্ত মীন রাশির জাতকদের জন্য ভাল হবে না। ভবিষ্যতে আদালতে যেতে হতে পারে। চাকরিজীবীদের আর্থিক অবস্থা দুর্বল হতে পারে। এছাড়া নিজের কাজ শুরু করার জন্য সময় অনুকূল নয়। ভাই-বোনের মধ্যে মারামারি হতে পারে এবং পারিবারিক পরিবেশ খারাপ হতে পারে। ধৈর্য্য রাখুন।


কর্কট রাশি (Karkat Rashi)- চাকরিজীবীদের এই সময়ে কাউকে ধার দেওয়া উচিত নয় । অন্যথা, আর্থিক ক্ষতি হতে পারে। আগামী কয়েকদিন কর্কট রাশির জাতক জাতিকাদের অনুকূলে যাবে না। ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ লেনদেন সম্পন্ন হবে না, যার ফলে ব্যবসায় ব্যাপক ক্ষতি হতে পারে। অকারণ খরচ নিয়ে সঙ্গীর সঙ্গে বাদানুবাদ হতে পারে বিবাহিতদের। যার জেরে পরিবারে পরিবেশ নষ্ট হবে।


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে