কলকাতা: আরজি কর কাণ্ডে একেবারে প্রথম থেকে প্রতিবাদে সরব ছিলেন তিনি। রাস্তায় নেমেছেন। গিয়েছেন অনশন মঞ্চে। প্রতিবাদ করেছেন। তবে এবার, সেই আরজি কর সংক্রান্ত ভুয়ো পোস্টেই জড়িয়ে গেল তাঁর নাম! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পোস্ট নাকি তাঁর ওয়াল থেকে নেওয়া হয়েছে এমন কথা লিখে চলল প্রচার। প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট করলেন অভিনেত্রী উষসী চক্রবর্তী (Ushasie Chakraborty)। ঠিক কী লিখেছেন তিনি?
উষসী লিখছেন, 'ফেক পোস্ট অ্যালার্ট.... গত কয়েকদিন ধরে হোয়াটসঅ্যাপে একটি পোস্ট ঘোরাফেরা করছে যার নীচে আমার নাম লেখা আছে এবং লেখা আছে 'collected from ushasi Charchakraborty'. পোস্টটির আংশিক স্ক্রিনশট আমি আমার এই পোস্টে এর নীচে শেয়ারও করলাম। পোস্টটিতে কিছু মানুষের নাম এবং ছবি আছে এবং বলা হয়েছে এরা সবাই সন্দীপ ঘোষের চ্যালা এবং টাকা দিয়ে সোনার মেডেল পেয়েছে ইত্যাদি। আমি আমার এই পোস্ট এর মাধ্যমে আমি জানাতে চাই যে এই হোয়াটসঅ্যাপটির বক্তব্য কোন ও ভাবেই আমার নয় । এই পোস্ট বা মেসেজ কোথা থেকে কে পেয়েছেন সে বিষয়ে আমি অবহিত নই। এবং এই পোস্ট এ যা যা তথ্য দেওয়া আছে তা আমি ভেরিফাই করিনি। শুধু তাই নয়, এই বিষয় বস্তু নিয়ে আমি কোনও পোস্ট -ও করিনি তথাপি এই পোস্ট-এ আমার নাম বারবার কেন শেয়ার করা হচ্ছে বুঝতে পারছি না। এব্ং এর পিছনে অন্য উদ্দেশ্য আছে কি না তাও বুঝতে পারছি! কেউ বা কারা সম্ভবত এই আনভেরিফায়েড পোস্টটি আমার নামে পোস্ট করে আমায় কোনও বিপদে ফেলতে চাইছেন । আমি এই প্রবণতাকে ধিক্কার জানাই। এই পোস্টে অকারণে আমার নাম ব্যবহার করা নিয়ে আমি খুবই বিরক্ত। আজ এই পোস্টের মাধ্যমে আমি সবাইকে জানিয়ে দিতে চাই যে এই পোস্ট এর সাথে আমার বিন্দুমাত্র সম্পর্ক নেই। যে বা যারা এই পোস্টটি সোশ্যাল মিডিয়া বা হোয়াটসঅ্যাপে শেয়ার করতে চাইছেন তারা দয়া অরে আমার নামটা সরিয়ে করবেন এবং ভবিষ্যতে এরকম আবার কিছু ঘটলে আমি আইনি পদক্ষেপও নিতে বাধ্য হব। আমি মনে করি যে বা যারা এই ধরনের কাজ করছেন , আনভেরিফায়েড পোস্ট অন্যের নামে চালাতে চাইছেন তারা আর যাই হোন অভয়া বিচার আন্দোলন শুভানুধ্যায়ী না । অভয়ার বিচার চেয়ে এবং অভয়া বিচার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এই পোষ্ট শেষ করছি। উষসী চক্রবর্তী।'
আরও পড়ুন: Dev-Jisshu: মেদিনীপুরে শো করতে গিয়ে, ভরা মঞ্চে যীশু হঠাৎ ফোন করে বসলেন দেবকে! তারপর?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।