হিন্দু পঞ্জিকা অনুসারে,  প্রতি মাসের কৃষ্ণপক্ষের (কৃষ্ণপক্ষ) শেষ দিন অমাবস্যা। বিশ্বাস করা হয় যে এই দিনে কিছু নেতিবাচক শক্তি বেশি সক্রিয় থাকে। অনেকেই আবার তন্ত্র ও মন্ত্র অনুশীলন করে এই দিনে। আবার হিন্দু ধর্মে কয়েকটি অমাবস্যার বিশেষ গুরুত্ব আছে। এদিন স্নান ও দান-ধ্যানের গুরুত্ব অপরিসীম বলেই মনে করা হয়। যেমন মৌনী অমাবস্যা। মকর সংক্রান্তির পরেই আসে এই অমাবস্যা। পুণ্যস্নানের জন্য এই তিথির গুরুত্ব অপরিসীম। এছাড়া কিছু জ্যোতিষী ও সেই সংক্রান্ত সংবাদ প্রতিবেদনে দাবি, এ বছর এই দিনে এমন কিছু যোগের সমাপতন ঘটবে , যা চার রাশির জন্য বিশেষ সতর্ক থাকার দিন। সেই রাশিগুলি , কোনগুলি, চলুন দেখে নিই। 

Continues below advertisement

মাঘ অমাবস্যা বা মৌনি অমাবস্যা এ মাসের ১৮ তারিখ,রবিবারে পড়ে। মাঘ অমাবস্যাকে মৌনী অমাবস্যাও বলা হয়। এই দিনে স্নান, দান এবং পুণ্যকর্ম করা বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে, মাঘ অমাবস্যা কিছু রাশির জন্য চ্যালেঞ্জিং হতে পারে। বিশেষ করে, চারটি রাশির জাতকদের এই দিনে অতিরিক্ত সতর্ক থাকা প্রয়োজন।   

বৃষ রাশি 

Continues below advertisement

ভুলেও দ্বন্দ্বে জড়াবেন না। পৈতৃক সম্পত্তি বা জমি আছে তাদের সম্পত্তি সম্পর্কিত বিষয়ে সাবধান থাকুন।   মানসিক চাপ বাড়াতে পারে। স্বাস্থ্যের উপরও প্রভাব পড়তে পারে। কর্মক্ষেত্রে  তর্ক বা মতবিরোধ এড়িয়ে চলবেন, সমস্যা বাড়তে পারে।   উর্ধ্বতনদের সঙ্গে সরাসরি কথা বলুন , কারও পাল্লায় পড়ে   ষড়যন্ত্রের শিকার হবেন না।  

সিংহ রাশি 

মাঘ অমাবস্যায় সিংহ রাশির জাতক জাতিকাদের সম্পত্তি সংক্রান্ত সমস্যা হতে পারে। প্রয়োজনে আইনি পরামর্শ নিন। কেউ আপনাকে প্রতারণা  করতে পারে। গোপন কথা গোপনেই রাখুন। আবেগ সামলে রাখুন। বিবাদে জড়িয়ে পড়া ক্ষতিকারক হতে পারে। সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে  ভুল হতে পারে।  

তুলা রাশি

  খ্যাতি এবং প্রতিপত্তি সম্পর্কে সতর্ক থাকা উচিত। অন্য কারো ভুলের জন্য আপনাকে দোষের ভাগী হতে পারেন।  সহকর্মীদের অন্ধভাবে বিশ্বাস করবেন না। পরনিন্দা পরচর্চা এড়িয়ে চুন।   কর্মক্ষেত্রে কাঙ্ক্ষিত ফলাফল পাবেন না।  হতাশা আসতে পারে। প্রয়োজনে আপনার ভুল স্বীকার করতে দ্বিধা করবেন না।

মীন রাশি

মীন রাশির জাতক জাতিকাদের জন্য,  প্রেমের সম্পর্ক এবং বৈবাহিক জীবনের ক্ষেত্রে একটু ভুল বোঝাবুঝি হতে পারে। সঙ্গীর অনুভূতিতে আঘাত আসতে পারে।  আপনার কর্ম ও পরিশ্রমের দিকে মনোযোগ দিন। অন্যায় এবং মিথ্যা থেকে দূরে থাকুন। নেতিবাচক ভাবনায় থাকবেন না।  সৃজনশীল কাজে মন দিন।

 

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।