Kite String : সবেমাত্র মকর সংক্রান্তি পেরিয়েছে। আর বিভিন্ন জায়গা থেকে আসছে ঘুড়ির মাঞ্জার সুতোর কারণে মৃত্যুর খবর। গুজরাতের সুরাটে মৃত্যু হয়েছে ৮ বছরের এক বালকের। বৃহস্পতিবার মৃত্যু হয়েছে তার। ঘুড়ির মাঞ্জা সুতো গলায় পেঁচিয়ে মৃত্যু হয়েছে ওই বালকের। সাইকেল চালাচ্ছিল ৮ বছরের ছোট্ট ছেলেটি। সেই সময়েই তার গলায় পেঁচিয়ে যায় ঘুড়ির মাঞ্জা সুতো। তারপরেই মৃত্যু হয় ওই বালকের। সুরাটের আনন্দ ভিলাতে এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, রেহাংশ বোরসে। অন্য একটি বাচ্চার সঙ্গেই বিল্ডিংয়ের চারপাশে সাইকেল চালাচ্ছিল রেহাংশ। সেই সময়েই তাঁর গলায় লাগে ঘুড়ির মাঞ্জা সুতো। সাইকেল থেকে পড়ে যায় সে। গলায় গভীর ক্ষতর কারণে মৃত্যু হয়েছে তার, জানিয়েছে পুলিশ। ঘটনার খবর পেয়ে দ্রুত এলাকায় যায় পুলিশ। ঘুড়ির মাঞ্জা সুতো খুঁজে পায় তারা। পুলিশ জানিয়েছে, ওই মাঞ্জা সুতো এতটাই ধারালো ছিল যে তা পেঁচিয়ে যাওয়ায় গভীর ভাবে কেটে গিয়েছিল ৮ বছরের ছোট্ট রেহাংশের গলা। 

Continues below advertisement

দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঘুড়ির মাঞ্জা সুতোয় মারাত্মক ভাবে জখম হওয়ার খবরও সামনে এসেছে বিগত কয়েকদিনে। এক পুলিশকর্মীর গলায় পড়েছে ১০টি সেলাই। পায়ে গুরুতর চোট পেয়েছেন বছর ৭০- এর এক বৃদ্ধাও। 

গুজরাতের সুরাটেই ঘটেছে আরও একটি মর্মান্তিক ঘটনা 

Continues below advertisement

ঘুড়ির মাঞ্জা সুতোয় ফের প্রাণ গেল একই পরিবারের তিনজনের। মা, বাবা এবং তাঁদের ৭ বছরের মেয়ে, তিনজনেরই প্রাণ কেড়েছে ঘুড়ির মাঞ্জা সুতো। গুজরাতের সুরাটে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। ৭০ ফুট উঁচু একটি ফ্লাইওভার থেকে ছিটকে পড়ে গিয়েছিলেন ওই তিনজন। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাবা এবং ছোট্ট মেয়েটির। প্রাথমিক ভাবে প্রাণে বেঁচে গেলেও পরে মৃত্যু হয় মায়েরও। জানা গিয়েছে, ফ্লাইওভারের উপর দিয়ে বাইক চালানোর সময় ঘুড়ির মাঞ্জা সুতো এসে লাগে বাইকে। বেসামাল হয়ে সটান নীচে পড়ে যান বাইকের তিন আরোহী। চালক এবং তাঁর ৭ বছরের কন্যা সন্তানের ঘটনাস্থলেই মৃত্যু হয়। ৭০ ফুট উঁচু ফ্লাইওভার থেকে একটি অটোর উপর পড়েছিলেন মহিলা। তাই প্রাথমিক ভাবে প্রাণে বেঁচে যান তিনি। কিন্তু গুরুতর ভাবে জখম হয়েছিলেন তিনি। আর সেই চোট-আঘাতই তাঁর প্রাণ কেড়ে নিয়েছে শেষ পর্যন্ত। 

কর্নাটকের বিদার জেলাতেও মৃত্যু হয়েছে এক ব্যক্তির 

বাইকে করে যাওয়ার সময় ৪৮ বছর বয়সী সঞ্জুকুমারের গলায় লাগে ঘুড়ির মাঞ্জা সুতোর প্যাঁচ। অতিরিক্ত রক্তক্ষরণের জন্য রাস্তাতেই মৃত্যু হয় তাঁর। এই ঘটনাতেও মামলা রুজু করেছে পুলিশ।