Meen Rashi February 2025 : শুরু হয়ে গিয়েছে ফেব্রুয়ারি মাস। দৈনিক বা সাপ্তাহিক রাশিফল তো ১২ রাশির জাতক-জাতিকারা দেখে নিতেই পারছেন । গোটা ফেব্রুয়ারি মাসে কোন রাশির রাশিফল কী বলছে, তাও তুলে ধরা হচ্ছে। দেখে নেওয়া যাক, মীন রাশির (Pisces Astrology) রাশিফল কী বলছে।
২০২৫-এর ফেব্রুয়ারি মাস মীন রাশির জন্য ভাল কাটবে বলে এবিপি লাইভ হিন্দিকে জানিয়েছেন জনপ্রিয় জ্যোতিষী পণ্ডিত সুরেশ শ্রীমালি।
ব্যবসা ও সম্পত্তি (Business and Wealth Horoscope)
সপ্তম ভাবের দেবতা বুধে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত একাদশ ভাবে স্থিতি থাকবে। সপ্তম ভাবে নবম-পঞ্চম যোগ থাকবে। ফলে ব্যবসায় নতুন শাখা খোলার যোগ তৈরি হবে। আপনার রাশিতে শুক্র উন্নীত হয়ে মালব্য যোগ তৈরি করবে। ব্যবসায়ীরা কোনও বড় চুক্তি পেতে পারেন।
২৩ ফেব্রুয়ারি পর্যন্ত মঙ্গল চতুর্থ ভাবে অবস্থানরত থাকবে। চতুর্থী দৃষ্টি সপ্তম ভাবে থাকার দরুণ অংশীদারী ব্যবসায় বিবাদের পরিস্থিতি তৈর্ হতে পারে। ১২ থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত দ্বাদশ ভাবে সূর্য ও বুধের বুধাদিত্য যোগ থাকবে, ফলে বিদেশি কোনও গ্রাহকের সঙ্গে দীর্ঘদিন পরে কোনও বৈঠক স্থির হতে পারে। শনি-কেতুর ষড়ষ্টক দোষের কারণে আপনার প্রতিযোগীদের থেকে কোনও আইনি নোটিস পেতে পারেন আপনি। আপনার আইনি উপদেষ্টার সঙ্গে পরামর্শ করে নিতে পারেন।
চাকরিক্ষেত্র, পেশা (Job Career Horoscope)
- দশম ভাবে দেবগুরু ৪ ফেব্রুয়ারি পর্যন্ত তৃতীয় ভাবে মার্গি হবেন। ফলে গুরু-শুক্রে পরিবর্তনের যোগ দেখা দেবে। চাকরিক্ষেত্রে যাঁরা রয়েছেন, সবরকম সহযোগিতা পাবেন। ১১ ফেব্রুয়ারি পর্যন্ত, একাদশ ভাবে থাকবে সূর্য। ষষ্ঠ ভাবে ষড়ষ্টক দোষ থাকবে যার ফলে চাকরিজীবীরা ব্যক্তিগত এবং পারিবারিক সমস্যায় পড়তে পারেন। কাজে মনোযোগে সমস্যা দেখা দিতে পারে। দ্বাদশ ভাবে বিরাজমান শনিদেবের সপ্তম দৃষ্টি ষষ্ঠভাবে থাকবে, ফলে চাকরিক্ষেত্রে কোনও নতুন বন্ধুর সহায়তায় নতুন চাকরি মিলতে পারে। ১২ থেকে ২৬ ফেব্রুয়ারি, দ্বাদশভাবে, সূর্য ও বুধের বুধাদিত্য যোগ থাকবে। ফলে চাকুরিরতদের প্রমোশনের যোগ তৈরি হবে।
পারিবারিক ও প্রেমজীবন (Family, Love Life Horoscope)
- আপনার রাশিতে উন্নীত হবে শুক্র। ফলে তৈরি হবে মালব্য যোগ। সপ্তম দৃষ্টি সপ্তমভাবে হওয়ার কারণে পারিবারিক সম্পত্তিতে নিজের অধিকার মিলবে। ৪ ফেব্রুয়ারি থেকে বৃহস্পতি সরাসরি তৃতীয় ভাবে মার্গি হবেন। বৃহস্পতি ও শুক্রের পরিবর্তন যোগ পরিলক্ষিত হবে ফলে শ্বশুরবাড়ির তরফ থেকে কোনও সুখবর পেতে পারেন। ১১ থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত বুধ দ্বাদশ ভাবে থাকবে। ফলে সপ্তম ভাবে ষড়াষ্টক দোষ থাকার সম্ভাবনা। ফলে কোনও ধর্মীয় যাত্রা আপনাকে বাতিল করতে হতে পারে। ১২ থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত দ্বাদশ ভাবে সূর্য ও বুধের বুধাদিত্য যোগ থাকবে। যার ফলে জীবনসঙ্গীর কোনও উপলব্ধি আপনার মান-সম্মান বাড়িয়ে তুলবে।
স্বাস্থ্য ও যাত্রা (Health & Travel Horoscope)
জীবনসঙ্গীর বেহাল স্বাস্থ্য ভাল হতে পারে। ফলে আপনার মন খুশি থাকবে। ১১ ফেব্রুয়ারি পর্যন্ত সূর্য একাদশ ভাবে থাকবে, তৈরি হবে ষড়াষ্টক দোষ, ফলে বাড়িতে কারো স্বাস্থ্য নিয়ে চিন্তা তৈরি হতে পারে। ফেব্রুয়ারি মাসে আচমকা কোনও যাত্রার যোগ তৈরি হতে পারে আপনার।
উপায় (Meen Rashi 2025 Upay)
২৬ ফেব্রুয়ারি মহা শিবরাত্রির দিন, শিবলিঙ্গে মধু, দুধ ও দই অর্পণ করুন। ঔঁ শঙ্করায় নম: মন্ত্রের জপ করুন। গোশালায় অন্ন ও সবুজ ঘাস গোখাদ্য হিসেবে দিন।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।