নাগপুর: টি-টােয়েন্টি সিরিজ অতীত। এবার সামনে ওয়ান ডে সিরিজ। আগামীকাল ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ভারত-ইংল্য়ান্ড (India vs England) ওয়ান ডে সিরিজ। ওয়ান ডে সিরিজের প্রথম ম্য়াচে আগামীকাল ৬ ফেব্রুয়ারি নাগপুরে মুখোমুখি হতে চলেছে ২ দল। টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল টিম ইন্ডিয়া। গোটা সিরিজেই আধিপত্য বজায় রেখে জয় ছিনিয়ে নিয়েছে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন টি-টোয়েন্টি দল। এবার ফের একবার রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল খেলতে নামবে।
কাদের ম্যাচ?
ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্য়াচে খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল
কোথায় হবে ভারত বনাম ইংল্যান্ড ওয়ান ডে সিরিজের প্রথম ম্য়াচ
ম্য়াচটি নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্য়াসোসিয়েশনের স্টেডিয়ামে খেলা হবে
কখন শুরু হবে ভারত বনাম ইংল্য়ান্ড প্রথম ওয়ান ডে ম্য়াচ?
ভারত ও ইংল্যান্ড প্রথম ওয়ান ডে ম্য়াচটি শুরু হবে ভারতীয় সময় দুপুর ১.৩০টায়, তার ৩০ মিনিট আগে টস হবে
কোথায় দেখবেন ভারত বনাম ইংল্য়ান্ড প্রথম ওয়ান ডে ম্য়াচ?
ভারত বনাম ইংল্যান্ড প্রথম ওয়ান ডে ম্য়াচটি দেখা যাবে স্টার স্পোর্টসে
অনলাইনে কীভাবে দেখবেন অনুষ্ঠান?
টিভির সামনে বসার সুযোগ না থাকলেও কিন্তু চিন্তা নেই। ডিজনি প্লাস হটস্টার ওয়েবসাইটে অনলাইনে খেলা দেখতে পারবেন ক্রিকেটপ্রেমীরা।
ওয়ান ডে সিরিজের আগে ভারত ও ইংল্যান্ডের ২২ গজে পঞ্চাশ ওবারের ফর্ম্য়াটে ইতিহাস কী বলছে, তা দেখে নেওয়া যাক। এখনও পর্যন্ত এই ফর্ম্য়াটে মোট ১০৭টি ম্য়াচ খেলেছে ভারত ও ইংল্যান্ড। ভারত মোট ৫৮ ম্য়াচ জিতেছে। ইংল্যান্ড ৪৪ ম্য়াচে জিতেছে। ২ ম্য়াচ টাই হয়েছে। ৩ ম্য়াচে ফল বেরয়নি। ভারতের মাটিতে ৫২ ম্য়াচ খেলেছে ২ দল। তার মধ্যে ৩৪ ম্য়াচ জিতেছে ভারত। ১৭ ম্য়াচ জিতেছে ইংল্যান্ড।
ওয়ান ডে সিরিজে দর্শকদের চাহিদাও বেড়েছে। কটকে টিকিটের চাহিদা এতটাই তুঙ্গে যে সেখানে পদপিষ্ট হওয়ার মত পরিস্থিতি তৈরি হল টিকিট কাউন্টারের সামনে। বারাবাটি স্টেডিয়ামের সামনে যা সামলাতে গিয়ে রীতিমত হিমশিম খেতে হল স্থানীয় পুলিশকে। সূত্রের খবর, অন্তত ১০ জনকে অচৈতন্য অবস্থায় পাওয়া গিয়েছে। আগামীকাল ৬ ফেব্রুয়ারি ওয়ান ডে সিরিজের প্রথম ম্য়াচ নাগপুরে। দ্বিতীয় ম্য়াচটি খেলা হবে আগামী ৯ ফেব্রুয়ারি কটকের বারাবাটি স্টেডিয়ামের সামনে।
ভারত-ইংল্যান্ড দ্বিতীয় ওয়ান ডে-র জন্য অফলাইন টিকিট বিক্রির শুরু হয়েছিল ভারতীয় সময় সকাল ৯ টা থেকে। দর্শকদের মতে সেখানে ১৪ ঘণ্টার ওপরে দাঁড়িয়ে থাকার পরও টিকিট ঠিকমত পাননি। ওড়িশা ক্রিকেট অ্য়াসোসিয়েশনের দিকে আঙুল তুলেছেন সেই ব্যক্তি। নিরাপত্তা ও বন্দোবস্তেও অনেক খামতি ছিল বলে জানা গিয়েছে। পরিস্থিতি এতটাই জটিল হয়ে দাঁড়ায় যে জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশকে জলকামানের বন্দোবস্ত করতে হয়।