কলকাতা: কোনও ব্যক্তির হাতের রেখা, গঠন ও চিহ্ন দেখে তাঁর ভবিষ্যৎ সম্পর্কে অনেক কিছু জানা যায়। জ্য়োতিষ শাস্ত্রের (Astrology) বিশেষ অংশে শরীরের নির্দিষ্ট স্থানে কোনও তিল থাকলে তাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী নির্দিষ্ট স্থানে তিলের উপস্থিতি এক ব্যক্তির সৌভাগ্য বৃদ্ধি করে। এই ভাগ্য থাকলে ওই ব্যক্তি আড়ম্বরের সঙ্গে জীবন কাটান। এদের জীবনে কখনও অর্থের অভাব হয় না। শরীরের কোন কোন অংশে তিল থাকা সৌভাগ্যের বিষয়?


তালুর মাঝে তিল:
তালুর মাঝখানে তিল থাকা একটি শুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয়, বলা হয় যে এই জাতীয় ব্যক্তির কখনই অর্থের অভাব হয় না। এই ধরনের ব্যক্তি মর্যাদার সঙ্গে তাঁর জীবন যাপন করে এবং সমস্ত বৈষয়িক আরামের সুবিধা পায়। 


কপালের মাঝে তিল:
যে ব্যক্তির কপালের মাঝখানে তিল থাকে তাঁকে খুব ভাগ্যবান বলে মনে করা হয়। এমন ব্যক্তির ভাগ্য সর্বদা তাঁর সঙ্গ দেয়। এই ব্যক্তিরা জীবনে অনেক উন্নতি করে এবং বিলাসবহুল জীবনযাপন করে।


নাকে তিল:
নাকে তিল থাকলে সৌন্দর্য নিয়ে অনেকে ভেবে থাকতে পারেন। কিন্তু যাঁদের নাকে তিল আছে তাঁদের ভাগ্যবান বলে মনে করা হয়। ভাগ্য কখনই এই ব্যক্তিদের ছেড়ে যায় না, তাই তাঁরা জীবনে উচ্চ মর্যাদা অর্জন করে।


ডান গালে তিল:
যে ব্যক্তির ডান গালে তিল রয়েছে ভাগ্য সবসময় তাঁর সঙ্গে থাকে বলে মনে করা হয়। তাঁরা কম পরিশ্রম করেও সাফল্য অর্জন করে থাকেন বলে বিশ্বাস। যে কোনও ধরনের আরাম ও সুবিধা তাঁরা না কি পেয়ে থাকেন।


বুড়ো আঙুলে তিল:
বুড়ো আঙুলে তিল থাকাটাও শুভ লক্ষণ বলে মনে করা হয়। যে ব্যক্তির বুড়ো আঙুলে তিল থাকে তাঁরা না কি ভাগ্যবান। 


কোমরে তিল:
যে মহিলার কোমরে তিল রয়েছে তাঁকে ভাগ্যবান বলে মনে করা হয়। এই ধরনের মহিলার অর্থের অভাব কখনও হয় না। মহিলাদের ক্ষেত্রে কোমরের বাঁ দিকে তিল, পুরুষদের কোমরের ডানদিকে তিল থাকা শুভ বলে মনে করা হয়।


ডিসক্লেইমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এবিপি লাইভ কোনও ধরনের বিশ্বাস, তথ্য সমর্থন করে না। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে


আরও পড়ুন: সপ্তাহের প্রথম দিনেই উত্তরে ঝমঝমিয়ে বৃষ্টি! দক্ষিণের জেলাগুলিতে কোথায় কেমন আবহাওয়া?