কলকাতা: আপাতত ভারী বৃষ্টি নেই দক্ষিণবঙ্গে। আবহাওয়া (Weather Forecast) দফতর জানাচ্ছে, আগামীকাল অর্থাৎ ১৫ জুলাই- সপ্তাহের প্রথম দিন গোটা দক্ষিণবঙ্গেই তেমন বৃষ্টির দেখা মিলবে না। কিন্তু স্বস্তি নেই উত্তরবঙ্গে। উত্তরের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 


এর মধ্যে উত্তরের তিনটি জেলা- দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি (thunderstorm) হবে। তার সঙ্গেই ভারী বৃষ্টিপাত (Heavy Rainfall) হবে। বাকি জেলাগুলি অর্থাৎ- আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে।


গোটা দক্ষিণবঙ্গের কোনও জেলার জন্য কোনও সাবধানবাণী শোনায়নি আলিপুর আবহাওয়া দফতর। 


 










রবিবারের বৃষ্টি:
সোমবার বৃষ্টি কমলেও, রবিবার ছুটির দিন প্রায় সারাদিনই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হয়েছে রাজ্যের একাধিক জেলায়। উত্তরবঙ্গে বৃষ্টি তো হয়েছেই। তারই সঙ্গে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হয়েছে।  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে


আরও পড়ুন: পুরীর রত্নভাণ্ডারে সাপের ভয়! তড়িঘড়ি ডাকা হল সর্পবিশারদদের