কলকাতা: আগামীকাল ২৫ অগাস্ট। সোমবার কেমন কাটবে আপনার দিন? অর্থলাভের সম্ভাবনা কতটা? কেমন থাকবে স্বাস্থ্য? দেখে নিন তুলা থেকে মীনের রাশিফল।
তুলা রাশি- কালকের রাশিফল (Tula Rashi): আটকে থাকা অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে। অংশীদারিত্বের কাজে লাভ হবে। নতুন চুক্তি চূড়ান্ত হবে। স্ত্রী ও সন্তানদের কাছ থেকে সন্তোষজনক খবর আসবে। বাবার সঙ্গে তর্ক হতে পারে। ভ্রমণের আগে সাবধান থাকুন।
বৃশ্চিক রাশি - কালকের রাশিফল (Brishchik Rashi): রাজনীতি এবং শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্তদের জন্য ভাল দিন। ইচ্ছেপূরণ হবে। ব্যবসায় উত্থান-পতন হবে। শ্বশুরবাড়ির সঙ্গে বিরোধের অবসান হবে। লুকানো শত্রুদের থেকে সাবধান থাকুন। নিজের যত্ন নিতে হবে।
ধনু রাশি - কালকের রাশিফল (Dhanu Rashi): ব্যয় বেশি হবে। বাবা-মায়ের আশীর্বাদে আপনার কাজ সম্পন্ন হবে। প্রযুক্তিগত সমস্যার কারণে ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে। দরিদ্রদের সেবা করলে মানসিক তৃপ্তি পাবেন। আইনি চাপ এবং ক্লান্তি থাকতে পারে। সাফল্য আসবে সন্তানের।
মকর রাশি - কালকের রাশিফল (Makar Rashi): কঠোর পরিশ্রমের ফল পাবেন। ব্যবসায় সাফল্য আসতে পারে। হাতে টাকা আসবে। অবিবাহিত ব্যক্তিরা নতুন সঙ্গী পেতে পারেন। ঋণের আবেদন সফল হতে পারে। মায়ের স্বাস্থ্যের অবনতি হতে পারে। স্বাস্থ্যের উত্থান-পতন থাকবে।
কুম্ভ রাশি - কালকের রাশিফল (Kumbh Rashi): আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। ব্যবসায়ে সুসংবাদ পাবেন। আটকে থাকা চুক্তি চূড়ান্ত হবে। স্ত্রীর সঙ্গে ভাল সময় কাটবে। মানসিক চাপ এড়িয়ে চলুন। কর্মক্ষেত্রে সাফল্য আসতে পারে। তবে সহকর্মীদের থেকে সাবধান হতে হবে।
মীন রাশি - কালকের রাশিফল (Meen Rashi): ব্যবসায়ে লাভ পাবেন। পুরনো সিদ্ধান্তগুলি সঠিক প্রমাণিত হবে। পরিকল্পনাগুলি সময়মতো সম্পন্ন হবে। পরিবারের সদস্যদের কাছ থেকে হতাশাজনক খবর পেতে পারেন। চাপ এবং ক্লান্তি এড়িয়ে চলুন।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন