কলকাতা: আগামীকাল ২৮ এপ্রিল। সোমবার কেমন কাটবে আপনার দিন? অর্থলাভের সম্ভাবনা কতটা? কেমন থাকবে স্বাস্থ্য? দেখে নিন তুলা থেকে মীনের রাশিফল।
তুলা রাশি- কালকের রাশিফল (Tula Rashi): বিচক্ষণতার সঙ্গে কাজ করতে হবে। ব্যবসায় উন্নতি করতে পারবেন। আর্থিক লেনদেনে স্বচ্ছতা বজায় রাখুন। পরিবারের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন। অপ্রত্যাশিত সুবিধা পেয়ে খুশি হবেন। যে কোনও প্রকল্পে অর্থ বিনিয়োগ করার আগে, নিয়মকানুনগুলি পড়ে নিন।
বৃশ্চিক রাশি - কালকের রাশিফল (Vrishchik Rashi): কর্মক্ষেত্রে পরিস্থিতি ইতিবাচক হবে। অংশীদারিত্বের ভিত্তিতে কিছু কাজ করা ভাল হবে। আপনি কিছু বড় সাফল্য অর্জন করতে পারেন। সরকারি চাকরি খুঁজছেন এমন ব্যক্তিদের আরও কঠোর পরিশ্রমে করতে হবে। কিছু আইনি বিষয় সমাধান হতে পারে।
ধনু রাশি - কালকের রাশিফল (Dhanu Rashi): মানুষের উপর আস্থা রাখতে হবে। সকলকে সঙ্গে নিয়ে চলার জন্য যথাসাধ্য চেষ্টা করবেন। দক্ষতা বৃদ্ধি পাবে। লেনদেন সম্পর্কিত বিষয়ে কাউকে বিশ্বাস করবেন না। দৈনন্দিন রুটিন বজায় রাখবেন। অর্থ সম্পর্কিত বিষয়ে তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেওয়া এড়াতে হবে।
মকর রাশি - কালকের রাশিফল (Makar Rashi): বড় লক্ষ্য অর্জন করতে হবে। দৈনন্দিন রুটিনে যোগব্যায়াম রাখতে হবে। সন্তানের কেরিয়ার নিয়ে ভাল খবর পাবেন। কাজে অবশ্যই সাফল্য পাবে। কথা বলার সময় ভাষার বিষয়ে সতর্ক হতে হবে। বড় লক্ষ্য অর্জন করা সম্ভব।
কুম্ভ রাশি - কালকের রাশিফল (Kumbh Rashi): তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেওয়া যাবে না। আরাম-আয়েশ বৃদ্ধি পাবে। ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে। পরিবারের সদস্যদের কথার মন দিতে হবে। ধৈর্য ধরে রাখতে হবে। পদমর্যাদা এবং প্রতিপত্তি বৃদ্ধি পাবে। কাউকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে হবে।
মীন রাশি - কালকের রাশিফল (Meen Rashi): পারিবারিক বিষয়ে আগ্রহ বাড়বে। যদি কোনও কারণে ভাইবোনদের সঙ্গে সম্পর্কে ফাটল ধরে থাকে, তাহলে তাও দূর হয়ে যাবে। সহযোগিতার মনোভাব বজায় থাকবে। নতুন পরিচিতির সুবিধা পাবেন। বাড়িতে শৃঙ্খলা বজায় রাখুন।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন