কলকাতা: আগামীকাল ৪ অগাস্ট। সোমবার কেমন কাটবে আপনার দিন? অর্থলাভের সম্ভাবনা কতটা? কেমন থাকবে স্বাস্থ্য? দেখে নিন তুলা থেকে মীনের রাশিফল।

তুলা রাশি- কালকের রাশিফল (Tula Rashi): পরিকল্পনা গতি পাবে। কেরিয়ারের ক্ষেত্রে প্রযুক্তিগত এবং দীর্ঘমেয়াদী প্রকল্পে সাফল্য আসবে। আর্থিক লাভের নতুন সুযোগ পাওয়া যাবে। যোগব্যায়াম এবং ধ্যান থেকে উপকৃত হবেন। পরিবারের সদস্যদের সঙ্গে কোথাও যেতে পারেন। বিবাহিত জীবন ভাল থাকবে।

বৃশ্চিক রাশি - কালকের রাশিফল (Brishchik Rashi): ধার করা এড়িয়ে চলুন। ব্যবসায়িক চুক্তি আটকে যেতে পারে। স্বাস্থ্য বিগড়ে যেতে পারে। শ্বশুরবাড়ির সঙ্গে বিরোধ হতে পারে। মন ভাল রাখতে। পছন্দের কাজের দিকে মন দিতে হবে। দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। 

ধনু রাশি - কালকের রাশিফল (Dhanu Rashi): সুসংবাদ এবং নতুন সুযোগ আসতে পারে সপ্তাহের প্রথম দিন। বাকি থাকা কাজ শেষ হবে। আয় বৃদ্ধি পাবে। সম্পত্তি কেনার সম্ভাবনা বাড়বে। মন খুশি থাকবে। সন্তানের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যের বিষয়ে হস্তক্ষেপ করবেন না।

মকর রাশি - কালকের রাশিফল (Makar Rashi): আর্থিক শক্তি এবং সাফল্য বাড়বে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ পাওয়া যাবে। আয় বৃদ্ধি পাবে। সম্পত্তি থেকে লাভ হবে। মানসিক শান্তি এবং শক্তি থাকবে। ধর্মীয় ভ্রমণের অংশ নিতে পারেন। বাবামায়ের থেকে সাহায্য পাবেন। 

কুম্ভ রাশি - কালকের রাশিফল (Kumbh Rashi): স্বাস্থ্য এবং সম্পর্কের ক্ষেত্রে উত্থান-পতন হতে পারে। কঠোর পরিশ্রমের প্রতিদান পাবেন। কর্মক্ষেত্রে সতর্ক থাকতে হবে। বড় কেনাকাটা করার আগে আর্থিক পরিস্থিতি যাচাই করে নিন। স্বাস্থ্যের বিষয়ে আরও বেশি সতর্ক থাকতে হবে। স্ত্রীর সঙ্গে দ্বন্দ্ব বাড়তে পারে। পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। 

মীন রাশি - কালকের রাশিফল (Meen Rashi): ব্যবসায় অগ্রগতি হবে। ব্যবসায়িক ভ্রমণ সফল হবে। আটকে থাকা অর্থ হাতে আসবে। সরকারি সুবিধা পাবেন। স্বাস্থ্যের দিকে আরও বেশি গুরুত্ব দিতে হবে। ভাইবোনদের কাছ থেকে সাহায্য পাবেন। পরিবারে কারও বিয়ে স্থির হতে পারে।               

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন