কলকাতা: আগামীকাল কেমন কাটবে দিন ? গ্রহের ফের কাদের রয়েছে ? কাদের সাবধান থাকতে হবে ? কাদেরই বা ভাগ্য সুপ্রসন্ন হতে চলেছে আগামীকাল ? সবই জানতে পারবেন। তবে খারাপ-ভাল যাই হোক না কেন, আবেগে ভাসবেন না। ক্ষতির আশঙ্কা থাকলে সেই সকল রাশির জাতকেরা সতর্ক থাকবেন, ভাল খবর যাদের জন্য রয়েছে, তারাও নিজেদের নিয়ন্ত্রণে রাখবেন।
মেষ রাশি: সোমবার এই রাশির জাতকদের একটু ভেবেচিন্তে এগোতে হবে। বুঝেশুনে খরচ করবেন। নইলে অসুবিধায় পড়তে হতে পারে। আপনার স্ত্রীও আপনার থেকে কিছু দাবি রাখতে পারে। তাই বুঝে এগোন। কাজের প্রতি মন দিন। শরীরের প্রতিও খেয়াল রাখুন।
বৃষ রাশি: সোমবার বৃষ রাশির জাতকদের আয় বাড়বে। ব্যবসায় সাফল্য আসবে। সারাদিন ভাল কাটবে। সামাজিক কাজ করলে , এদিন আপনি সম্মান পাবেন। আধ্যাত্মিক কাজ আপনাকে আরও বেশি করে টানবে।
মিথুন রাশি: যারা বহুদিন ধরে কাজের সন্ধানে আছেন, আগামীকাল তাঁদের সুযোগ আসছে। শত্রু তৈরি হতে পারে নতুন করে, বুঝে এগোলে ভাল হয়। বন্ধুদের সঙ্গে ভাল সময় কাটবে। পারিবারিক বিষয়গুলি বাইরে বাইরে আলোচনা করবেন না।
কর্কট রাশি: আগামীকাল একটু বুঝে এগোবেন। ভেবে সিদ্ধান্ত নেবেন। যদি কর্মস্থল পরিবর্তনের ইচ্ছে থাকে, তাহলে ইচ্ছেপূরণের সম্ভাবনা রয়েছে। সুতরাং এগিয়ে যান। ভাল কোনও সুযোগ আসতে পারে। গাড়ি কেনার সুযোগ আসতে পারে। পরিবারের কারও শরীর খারাপ হতে পারে।
কন্যা রাশি: সোমবার এই রাশির জাতকদের খুব ভাল দিন কাটবে। নতুন চাকরির সম্ভাবনা রয়েছে। মনমেজাজ ভাল থাকবে। প্রেমের সম্পর্ক বা দাম্পত্য জীবন আরও দৃঢ় হবে। ধর্মীয় স্থানে যেতে পারেন। ভাই-বোনের থেকে সাহায্য পাবেন।
আরও পড়ুন, শনির জাদু ৩ রাশিতে, রকেটের গতিতে উত্থান কেরিয়ারে, একাধিক আশা পূরণ
সিংহ রাশি: সোমবার এই রাশির জাতকদের অপেক্ষাকৃত খারাপ দিন যাবে। বুঝে এগোন। কেউ ফাঁদে ফেলতে পারে। বড় ক্ষতির আশঙ্কা রয়েছে। যানবাহনে চড়তে গিয়ে সতর্ক থাকুন। দুর্ঘটনা হওয়ার আশঙ্কা রয়েছে। সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের সঙ্গে আলোচনা সারুন।
তুলা রাশি: আয় ও ব্যায় বুঝে চলতে হবে এই রাশির জাতকদের । অতীতের থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে। একই ভুল দুবার যেনও না হয়। সম্পত্তির জন্য ঋণ নিতে পারেন। শেয়ার বাজারের জন্য ভাল সময়। মুনাফা পাবেন।
বৃশ্চিক রাশি: এই রাশির জাতকদের মিলিয়ে মিশিয়ে যাবে। আপনার সন্তানদের দিকে নজর দিন। পড়াশোনায় মন দিতে হবে। সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে।
ধনু রাশি: সোমবার এই রাশি জাতকদের পরিবারের কোনও সদস্যের শরীর খারাপ হতে পারে। ঋণ না নেওয়াই ভাল। টাকা ধার করার আগে ভাববেন। অংশীদারি ব্যবসায় সমস্যা তৈরি হতে পারে। সঙ্গীর কথার প্রতি নজর রাখতে হবে।
মকর রাশি: আগামীকাল এই রাশির জাতকদের একটু সমস্যা তৈরি হতে পারে। গরীব মানুষকে সাহায্য সুযোগ পেলে, করতে পারেন। আর্থিক অবস্থা ভাল হবে। আটকে থাকা কাজ উতরে যাবে।
কুম্ভ রাশি: কুম্ভ রাশির জাতকদের জন্য আগামীকাল একটি ভাল দিন। ব্যবসার পরিধি বাড়বে। কর্মক্ষেত্রে আপনার মনের মত কাজ পাবেন।প্রতিশ্রুতি দেওয়ার আগে ভাল করে ভেবে নিন। নইলে সমস্যায় পড়বেন।
মীন রাশি: সোমবার খুব ভেবেচিন্তে কথা বলবেন। নতুন কাজের প্রস্তাব পেতে পারে আপনার সন্তান। জরুরি কাজে পরিবারের সঙ্গে আলোচনা করবেন। বিয়েতে বাধা থাকলে, তা এবার দূর হবে। লেনদেনের জটিলতা কাটবে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে