ক্যানবেরা: আগামী ৬ ডিসেম্বর থেকে গোলাপি বলের টেস্ট খেলতে অ্য়াডিলেডে নামবে ভারতীয় দল (Indian Cricket Team)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে ১-০ তে এগিয়ে থাকলেও ক্যানবেরায় প্রস্তুতি ম্য়াচে কিছুটা নিজেদের ঝালিয়ে নেওয়ার পালা ছিল। দু দিনের প্রস্তুতি ম্য়াচের একদিন তো বৃষ্টিই খেলায় বাধ সাধল। দ্বিতীয় দিনে ৪৬ ওভারের ম্য়াচ খেলল ২ দল। সেখানেই প্রধানমন্ত্রী একাদশকে ৬ উইকেটে হারিয়ে দিল ভারতীয় দল। রোহিত শর্মা ফিরলেন একাদশে। তিনিই নেতৃত্ব দিলেন ভারতকে। কিন্তু ব্যাট হাতে রান পেলেন না। 


২৪১ রানের লক্ষ্য়মাত্রা ছিল ভারতের সামনে। ৪৬ ওভারে তা করতে হত। ভারতের হয়ে ওপেনিংয়ে নামলেন রাহুল ও যশস্বীই। পারথে এই জুটিই দ্বিতীয় ইনিংসে অজি বোলারদের কালঘাম ছুটিয়ে দিয়েছিল। রবিবারও তাঁরাই নামলেন। একটা বিষয় পরিষ্কার হয়ে গেল যে রোহিত শর্মা হয়ত অ্যাডিলেডে ওপেনিংয়ে নামবেন না। রাহুল ২৭ রান করে অবসৃত হয়ে মাঠ ছাড়েন। জয়সওয়াল ৪৫ রানের ইনিংস খেলেন। শুভমন গিল চোট সারিয়ে ভারতীয় দলে ফিরেই অর্ধশতরানের ইনিংস খেললেন। তিন নম্বর পজিশনে যে তিনিই নামবেন অ্য়াডিলেডে তা পাকা হয়ে গেল। চারে রোহিত নেমেছিলেন। কিন্তু ১১ বলে মাত্র ৩ রান করে ক্যাচ তুলে প্যাভিলিয়নে ফেরেন। ফর্ম নিয়ে চিন্তার রেশ কিছুতেই কাটছে না হিটম্য়ানের। কিউয়িদের বিরুদ্ধে তিন ম্য়াচের টেস্ট সিরিজেও রান পাননি। অস্ট্রেলিয়াতেও শুরুটা ভাল হন না। লোয়ার অর্ডারে নীতিশ রেড্ডি ও ওয়াশিংটন সুন্দর ২ জনেই ৪২ রান করেন। শেষ পর্যন্ত লক্ষ্যমাত্রা পেরিয়ে যান ভারত হাতে ৬ উইকেট নিয়েই। যদিও পরে আরও কিছুক্ষণ ব্য়াটিং করেন ভারতীয় ব্য়াটাররা। 


ম্যাচের শুরুতেই আকাশ দীপ ও মহম্মদ সিরাজ নতুন বল হাতে প্রধানমন্ত্রী একাদশকে জোড়া ধাক্কা দেন। চাপে পড়ে যায় ম্যাট রেনশরা। রেনশ পাঁচ ও গুডউইন চার রানে আউট হন। তবে এর পরেই কনস্টাস ও জ্যাক ক্লেটন ইনিংসের হাল ধরেন। দুইজন তৃতীয় উইকেটে শতাধিক রানের পার্টনারও গড়েন। এরপরেই শুরু হয় হর্ষিত রানার দাপট। কার্যত একা হাতেই বিপক্ষের মিডল অর্ডারে ধস নামান তিনি। মুহূর্তেই ১৩১ রানে দুই উইকেট থেকে ১৩৮ রানে সাত উইকেট হারিয়ে ফেলে প্রধানমন্ত্রী একাদশ। তবে অপরপ্রান্ত থেকে যখন উইকেট পড়ছিল। তখন কনস্টাস কিন্তু একপ্রান্ত আগলেই ছিলেন। হ্যানো জেকবসর সহযোগিতা পান তিনি। দুইজনে প্রধানমন্ত্রী একাদশকে ভাল রানের এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তবে আকাশ দীপ শতরানের পরেই কনস্টাসকে সাজঘরে ফেরত পাঠান। জেকবস ৬১ রানের ইনিংস খেললেও দলকে ২৫০ রানের গণ্ডি পার করাতে পারেননি। হর্ষিতের চার উইকেটের পাশাপাশি আকাশ দীপ দুই এবং সিরাজ, প্রসিদ্ধ, জাডেজা এবং ওয়াশিংটন একটি করে উইকেট নেন।